রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬

ফুকেট ও ব্যাংকক ভ্রমণ - ৪

(আগের পর্বগুলো:
ফুকেট ও ব্যাংকক ভ্রমণ - ১
ফুকেট ও ব্যাংকক ভ্রমণ - ২
ফুকেট ও ব্যাংকক ভ্রমণ - ৩)

৩৩।
এই ফাঁকে একটা বিষয় জানিয়ে রাখা ভাল। আমার মোবাইলের সিম কার্ডের স্লটটা ট্রে টাইপের। ফোনের সাথে একটা পিনের মত জিনিষ দিয়েছে, যেটা দিয়ে একটা ছিদ্রে গুতা দিলে ট্রে টা আনলক হয়ে বের হয়ে আসে। বিদেশ বিভূঁইয়ে যে সেই পিনটার দরকার হয়ে যাবে সেটা আগে কখনো চিন্তায় আসেনি; তাই এখানকার সিম কার্ড খুব সহজে পাসপোর্ট দেখিয়েই কিনে ফেলতে পারলেও সেই সিম কার্ড ফোনে লাগানোর ব্যাপারটা বেশ অসম্ভব/জটিল মনে হতে থাকলো। তবে একটু ম্যাকগাইভারি করে সেই সমস্যার চমৎকার সমাধান হয়েছে। গিন্নির কানের ফুলের পেছনের দন্ডটা যেটা কিনা কানের লতির ফুটা দিয়ে পাস করে – সেটা অনায়েসে এখানে ব্যবহার করতে পেরেছিলাম। বলে রাখা ভাল, এ ধরণের অ্যাডভেঞ্চারাস কাজ চুপচাপ করে ফেলতে হয়: গিন্নিগন সাধারণত এ্যাত টেনশন নিতে পারেন না। ;)

৩৪।
ফুকেটের শেষ দিন। গতকাল বেশ ভালই ঘোরাঘুরি হয়েছে। তাই আজ সকালে গতকালের তুলনায় একটু দেরী করে ঘুম থেকে উঠলাম। নিচের রেস্টুরেন্টের ব্রেকফাস্ট সেরে প্রথম কাজ হল বীচে গ‌োসল করা। কারণ এসেছি পাতং সি বীচে আর সেই বীচে কিনা শুধু সন্ধ্যার অন্ধকারে ঘোরাঘুরি করে পোষাবে? নাকি ফেসবুকে ইজ্জত থাকবে! সুতরাং তিনজনে রওনা দিলাম বীচে; আরেব্বাহ! রাতের দেখা বাংলা রোড দেখি সকালে একেবারে নরমাল। সেটা রাতে শুধু হাঁটা পথ হলেও দিনে সেখান দিয়ে গাড়িও চলে! (২য় পর্বে সেটার ছবিও দিয়েছিলাম) বেশিরভাগ দোকানপাট বন্ধ, চারিদিক বেশ শুনশান - কেমন যেন মফস্বল মফস্বল ভাব। আবহাওয়া মেঘলা, তাই কোনো রোদ নাই; কিন্তু বেশ বাতাস আছে - আগের দুই দিনের তুলনায় একটু ঠান্ডা ঠান্ডা ভাব। যা হোক, আমরা বীচে পৌঁছিয়ে দেখি কিছু জায়গায় লাল পতাকা আর ডানে কিছু জায়গায় সবুজ পতাকা লাগিয়ে রেখেছে। লাল পতাকার জায়গায় ‘নো সুইমিং’ সাইনও লাগানো। কেন পাশাপাশি জায়গায় এরকম সাইন বুঝতে পারলাম না – আগের দুই রাতে পা ভিজিয়ে হাঁটার সময় এ ধরণের কিছু পার্থক্য বোঝা যায় নি।

যা হোক আমি আর কন্যা পানিতে নামলাম। বাংলা রোড বরাবর বীচের যে অংশটুকু সেখানে নো-সুইমিং ছিল। প্রথমে এ্যাতসব খেয়াল না করে সেখান দিয়েই পানিতে নেমে পরে ফ্ল্যাগের ব্যাপারটা খেয়াল করেছিলাম। বাংলাদেশের খবরাখবর জানি, কাজেই ডুবন্ত চোরাবালি বা এই ধরণের কিছু সমস্যা থাকতেই পারে ভেবে তখন আস্তে আস্তে সবুজ পতাকাওয়ালা জোনে চলে আসলাম। চলে আসার পর বুঝতে পারলাম, এদিকে পানির গভীরতা একটু কম। ওপাশে যে দুরত্বে গেলে কোমর পানি হওয়ার মত অবস্থা হত, এদিকে সেখানেও হাঁটু পানি। অর্থাৎ বহুদুর পর্যন্ত পানিতে ডুবানো চওড়া প্রায় সমতল জায়গা। কোমর পানিতে যেতে হলে তিন-চারশ ফুট ভেতরে যেতে হয় – আমরা অতদুর নামিনি, কিন্তু ওখানেও দুয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছি।

৩৫।
মেয়ের এটা প্রথম সমুদ্রে নামা। ভীষন উপভোগ করলো। এক জায়গায় পা ছড়িয়ে পানির দিকে পিঠ দিয়ে বসলে ঢেউয়ের ধাক্কায় প্রায় ৪-৫ ফুট সামনে চলে যাচ্ছে, আবার নেমে যাওয়া পানির টানে এর চেয়ে বেশি দুরে টেনে নিতে চাচ্ছে। আমার ভূমিকা সেখানে বেড়ার মত – যেন টেনে ওর নিয়ন্ত্রনের বাইরে না নিয়ে যায়। গিন্নি বহুক্ষণ একটু দুরে শুকনা বালুর উপরে বসে ছিল – কারণ পানিতে ওনার ঠান্ডা লাগছে। কিন্তু পরে আর আসা হবে না - এরকম কিছু ভেবে কিংবা আমাদের ফূর্তি দেখে, একটু একটু করে গোড়ালি পানিতে নামলো। তীরের কাছে পা ছড়িয়ে বসে ঢেউয়ের ধাক্কা খাওয়ার একমাত্র সমস্যা হল পানির সাথে প্রচুর বালু কাপড়ের মধ্যে ঢুকে পরে। পানি এমনিতে পরিষ্কার, তবে মাঝে মাঝে দুয়েকটা প্লাস্টিকের ছোট টুকরা যে পাইনি সেটা বলা যাবে না।

আরেকটু ওপাশেই প্যারাশুট পরে দড়ি দিয়ে বেঁধে ব‌োট দিয়ে টেনে ঘুড়ির মত উড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থায় কিছু মানুষ উড়া-উড়ি করছিল। বিষয়টা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছিলো, কিন্তু মেয়ে তো পানি থেকে আর বের হতে চায়না - বরং আরো গভীরে যেতে চায়। আমাদের দুপুর ১২টায় চেক-আউটের সময়। তাই মোটামুটি ঘন্টাখানেক বা তার চেয়ে একটু কম সময় বীচের পানিতে দাপাদাপি করে আবার হোটেলে ফিরে আসলাম।





৩৬।
হোটেলে ফিরে ফ্রেস হয়ে প্যাকিং শেষ করা হল। ভেজা কাপড়গুলো একটা পলিথিনে ভরে সেগুলোও স্যূটকেস ভারী করলো। নিচের লবিতে এসে চেকআউট করে সেখানেই সামনে আমাদের লাগেজগুলো কিছুক্ষণের জন্য রেখে বাইরে সুভ্যেনির শপিং-এ বের হলাম। বাংলা রোডের মোড়ের আগেই একটা সুভ্যেনির শপ ছিল জিনিষপাতি দিয়ে এক্কেবারে ঠাসা - আগের দিন সেটা রেকি করে এসেছিলাম। কাজেই আজকে সেখানে গিয়ে বেশ কিছু সুভ্যেনির কেনা হল।

ঠিক দুপুর ১টায় আমাদের নিতে গাড়ি আসার কথা। কিন্তু প্লেন সেই রাত ৭টায়। কাজেই গাড়ি আমাদেরকে এয়ারপোর্ট ড্রপসহ মোটামুটি ৪ঘন্টা সার্ভিস দিবে - এরকম কথা হয়েছিল ফোনে। এতে গাড়ির খরচ হল আড়াইহাজার বাথ – ঘোরাঘুরির জন্য দেড়, আর এয়ারপোর্ট ড্রপ এক – এই হল আড়াইয়ের হিসাব। আগের দিন ওয়াইফাইয়ের কল্যানে একটু সার্চ করে দেখেছিলাম ফুকেটে দেখার মত কি কি জিনিষ আছে। ফেসবুকের স্ট্যাটাসের পরিস্থিতি, দূরত্ব, সময় - সব বিবেচনায় মনে হয়েছিলো যে একটা বড় বৌদ্ধ মূর্তি আছে - সেটা দেখে যাব। এছাড়া গিন্নির দাবী হল – যাওয়ার পথে পাথুরে বীচ দেখবে - নাহ্ বীচে নামবে না, শুধু একটু উঁচু জায়গা থেকে দেখবে!

৩৭।
এয়ারপোর্ট পাতং থেকে উত্তর দিকে, আর এই বৌদ্ধ হল দক্ষিন-পূ্র্বদিকে একটা পাহাড়ের উপরে। প্লেন নিয়ে একটু অন্যরকম অভিজ্ঞতা হলেও গাড়ি নিয়ে এখন পর্যন্ত কোন কমপ্লেন করার সুযোগ হয় নাই। এবারেরটা একটা টয়োটা করোলা Altis 1.8l – আর ওখানে আমাদের মত সিএনজিতে চলার কারবার নাই জন্য গাড়ির পেছনে মালপত্র রাখার বুট স্বাভাবিক সাইজের। গাড়ির ড্রাইভার বয়সে যুবক, হাসিখুশি ভোলাভালা চেহারার। পথে একটা জায়গায় দুই-মিনিটের জন্য গাড়ি থামিয়ে ওর বাসা থেকে জ্যাকেট পরে আর জুতা পাল্টিয়ে আসলো। জানালো এয়ারপোর্টের পথে কোনো বীচ-টিচ নাই বরং এখন বৌদ্ধ মূর্তিতে যাওয়ার পথে একটু সৈকত পেতে পারি।

পথে পাতংএর মত আরেকটা বীচ পড়েছিলো, সেখানে গাড়ি থেকে নেমে দুই মিনিটের মধ্যে উত্তাল বাতাসে বীচ/সমূদ্র ব্যাকগ্রাউন্ডে রেখে দুটা ফটো খিচে চলে এসেছিলাম। শহর, চড়াই-উৎরাই আর পাহাড় চড়তে চড়তে গাড়িতে বসেই আমরা হালকা খাওয়া দাওয়া করে নিলাম (7-ইলেভেন জিন্দাবাদ)। প্রায় ৫০ মিনিট লাগলো সেই বৌদ্ধ মন্দিরে পৌঁছাতে।

পথে যেতে যেতে আমাদের ড্রাইভার এই পথেই পরে এমন কয়েকটা টুরিস্ট স্পটে যেতে চাই কি না সেটা খোঁজ নিল। একবার তো একটা হাতির রাইডে প্রায় ঢুকেই পড়েছিল। বৌদ্ধ মন্দির (বিগ বুদ্ধা) যাওয়ার ১০-১৫ মিনিট আগে পাহাড়ের উপরেই একটা জায়গায়, কাঠের সিড়ি আর ফ্রেম বানানো হাতিতে চড়ার জন্য। বেশ কিছু টুরিস্ট সেই হাতিতে চড়ে পাহাড়ি পথে ঘুরতেও যাচ্ছে দেখলাম। কাছেই আরেক জায়গা থেকে দেখি চার-চাকার মটর-বাইকে চড়ে ১৩-১৪ জনের একটা গ্রুপ রাস্তার পাশ দিয়ে আস্তে আস্তে এক লাইনে উপরের দিকে যাচ্ছে; সকলের সামনের বাইকে সম্ভবত ওদের গাইড। গাড়িতে বসে এই রাইডটাকে খুব বেশি আকর্ষনীয় কিছু মনে হল না - ওদের গন্তব্য জানা গেলে হয়তো অন্যরকম মনে হত। (এখন নেটে quad bike tour Phuket লিখে খুঁজে ছবিটবি দেখে অবশ্য বেশ এক্সাইটিংই মনে হচ্ছে)। এর আগে একটা জায়গায় নাকি সাপ, বান্দর আর পাখির তিনটা আলাদা শো আছে বলেছিল।

৩৮।
বিগবুদ্ধা জায়গাটা একটা পাহাড়ের উপরে। ওয়েবসাইটে যেমন বলেছিল, তেমনই এখান থেকে পুরা ফুকেটের ৩৬০ডিগ্রি ভিউ পাওয়া যায়। জায়গাটা অবশ্য এখনও আন্ডার কনস্ট্রাকশন। এখানে ঘুরাঘুরি করতে কোন পয়সা লাগে নাই – ভবিষ্যতে লাগবে কি না কে জানে। এই বিরাট সাদা রঙের ধ্যানেমগ্ন বৌদ্ধ মূর্তিটি নাকি ৪৫ মিটার উঁচু! এর নিচে প্রায় চারতলার সমান ভবনের মত স্পেস আছে (সম্ভবত এই নিচের পুরা স্ট্রাকচার সহ ৪৫ মিটার)। সামনের দিক থেকে উপরে মন্দিরে পৌঁছানোর জন্য বিরাট চওড়া সিঁড়ি। সিঁড়ির পাশে বিরাট আঁকাবাঁকা পাইপ/সাপের মত রেলিং - সেটার কাজ তখনও চলছিল। আসলে এই সিড়ি বেয়ে প্রায় চারতলার সমান উচ্চতায় উঠতে হয়। দুরের পথ থেকে যেমন দেখাচ্ছিল, সিঁড়ির নিচ থেকে তার চেয়ে অনেক সুন্দর সম্পুর্ন আবয়বটা দেখা যায়। আর সিঁড়ি বেয়ে উঠার সাথে সাথে চারপাশে পুরা ফুকেট আরও চমৎকারভাবে দৃশ্যমান হতে থাকে।









একেবারে উপরের চত্বরে একতলার সমান উঁচু গোলাকার ভবনের ছাদে বিরাটাকার বৌদ্ধ মূর্তি। নিচের ভবনটা ফাঁকা, এখনও ভেতরে কিছু নাই। চারপাশে বারান্দায় বিভিন্ন রকম মূর্তি রাখা। এই চত্বরটায় বাতাস বেশ ঠান্ডা - ব্যাপারটা হয়ত ভৌগলিক কারণে; কিন্তু আসলেই এখানে উঠলে অসম্ভব একটা শীতল প্রশান্তি কাজ করে মনে। এই বিরাট চত্বরটার নিচে আরও তিন তলা আছে, যা ঐ সিঁড়ি বেয়ে উঠার সময় খেয়াল করা যায় না – কারণ ভবনের আরেকপাশে পাহাড়ের একটা অংশ আর গাছপালা এই চত্বরের সাথে সমান সমান হয়ে এমনভাবে মিশে আছে, মনে হয় যে এই পুরা চত্বরটাই একটা পাহাড়ের মাথা।



৩৯।
এখানেও দেখলাম কিছু জায়গায় পানপাতার মত আকারের চকচকে কাগজ বা কোন একটা টুকরায় শিরি+ফরহাদ, লাইলি+মজনু টাইপের লেখা লিখে একটা উইশট্রিতে ঝুলিয়ে রেখেছে মজনুগণ। আরেকটা মজার বিষয় খেয়াল করলেন গিন্নি, সেটা হল এখানে আগত অনেক বিদেশিনীর পরনেই একই রকম ডিজাইনের কাপড়। আসল ঘটনা হল এঁরা নিচ থেকে আসার আগেই ডেকে নিয়ে এই কাপড় জড়িয়ে দিয়ে ধ্যান-ভঙ্গকারী উন্মুক্ত উত্তেজক অংশ ঢেকে দিয়েছে এখানকার সেবক-সেবিকাগণ। কারও কারও উপরের দিকেও কাপড় জড়িয়ে দিয়েছে! ফিরে যাওয়ার সময় নিচে সেগুলো আবার ফেরত নিতেও দেখেছিলাম।





বিগবুদ্ধা ছাড়াও এর পেছন দিকে দুটো প্রায় ৩ তলার সমান বিশেষ ভঙ্গিতে দাঁড়ানো মূর্তি ছিল। আর বামদিকে পেছনে আরেকটা প্রায় দোতলার সমান উঁচু সোনালী রঙের বৌদ্ধ মূর্তি ছিল। অবস্থা দেখে মনে হল, এই সোনালী মূর্তিটি অনেক আগের তবে ধর্ম-ব্যবসা বা ট্যূরিজম আরও বাড়ানোর জন্য এই নতুন বিশালাকৃতি বিগবুদ্ধার সংযুক্তি।

বারান্দার মূর্তিগুলো আরও ইন্টারেস্টিং। এক জায়গায় শোয়া-বসা-দাঁড়ানো বিভিন্ন ভঙ্গিতে দেড় মানুষ সমান কিছু সোনালী মূর্তি। সেগুলোর প্রতিটার সামনে সপ্তাহের বিভিন্ন দিন (রবি-সোম ….) লেখা। সাথে কারে সুন্দর পাত্র আছে – চাইলে সেখানে দান করা যাবে!





৪০।
‘বুদ্ধের পায়ের ছাপ’ লেখা সাইনবোর্ডটা দেখে ভেতরটা বেশ নড়েচড়ে উঠল। ওয়েল ওয়েল ওয়েল … সব ধর্মেই বুজরুকি আছে তাহলে! তারপর হাত আর পায়ের ছাপ তো সোনালী রঙের, সম্ভবত ছাপগুলো বাঁধায় রাখছে; আর ছাপের সাইজ দেখে মনে হল এই সাইজের হাত আর পা হলে মানুষটার উচ্চতা কমপক্ষে ৮ ফুট হওয়ার কথা। হাতের তুলনায় পা বেশ বড় – বিগফুটের মত অনেকটা। ছাপের উপরে কিছু কয়েন আগে থেকে রাখা আছে – সেই পিকে মুভির সহজ ইনভেস্টমেন্টের মতই মনে হয়েছিল সবকিছু। এটা বেশ শিক্ষনীয় সফর হয়ে থাকবে বলে মনে হল।

যুগে যুগে প্রকৃতির শক্তি আর অসুস্থতার কাছে নিজেদের অসহায়ত্ব অনুভব করে মানুষ সুপেরিয়র কোনো শক্তির কাছে সারেন্ডার করে আশ্রয় লাভ করতে চেয়েছে। ভক্তিভারে নতজানু লোকজন তাই লালসালুওয়ালা মজিদদের খুব পছন্দনীয়।ভক্তি ব্যবসা একটা দারুন ব্যবসা। এখানে আমাদের মত শখের টুরিস্ট যেমন আছে, তেমনি তীর্থস্থানে আসা ভক্তিভারে নতজানু কিছু টুরিস্টও চোখে পড়েছে।







৪১।
এখানে চারপাশের দৃশ্যাবলী আসলেই মনমুগ্ধকর। যত দেখি ততই চেয়ে থাকতে ইচ্ছা করে। সেরকম ভিউগুলো উপভোগ করার জন্য বেশ কিছু পয়েন্টও আলাদাভাবে তৈরী করা আছে। ছবি তুলে মন ভরে না, ছবিতে আসল সৌন্দর্য আসে না।

মঠ বা মন্দির থেকে নামার/ফেরার পথ এখানে প্রবেশ করার সিড়ি থেকে আলাদা। প্রবেশ পথ দিয়ে ফিরে যাওয়া নিষেধ। বের হওয়ার সময় ডানে এখানকার সন্যাসী বা মন্কদের একটা আশ্রম আছে। অবশ্য সেটা গাছপালা বা ল্যান্ডস্কেপিং দিয়ে যত্ন করে আলাদা করা। সেখানে একরঙা কাপড় জড়ানো লোকজন আছে, যাঁরা সম্ভবত এই মন্দির নাকি মঠের পূজারী। এইখানেও একটা বেড়ালের সাথে দেখা, যে কিনা মানুষজনকে পাত্তাই দিল না। হঠাৎ এই কালো বেড়ালটাকে দেখলে মনে হয় সেও এখানকার কোনো ধ্যানরত পূজারী।

বের হওয়ার পথে সিড়ি দিয়ে কিছুটা নামলে একটা পাবলিক টয়লেট আছে। যতদুর মনে পড়ে এখানে রানিং ওয়াটার ছিল না - তারপরেও পরিছন্ন ছিল। সবশেষে নিচতলায় মূল মূর্তির ঠিক নিচে একটা সুভ্যনির শপের ভেতর দিয়ে বের হতে হয়। বেগম সাহেবা সেখান থেকে বেছে এমন একটা সুভ্যেনির কিনলো যা অন্য জায়গাগুলোতেও আছে। অথচ এই স্থানের ইউনিক সুভ্যনিরও ছিল। যাক, ব্যাপার নাহ্।

এই পর্যায়ে আমাদের ট্যাক্সির চালক দেখি আমাদের খুঁজতে খুঁজতে এসে হাজির। হয়তো আমাদের লেট দেখে চিন্তায় পরে গিয়েছিলো। আমরা বের হওয়ার সময় তিনজন নারকেল দেয়া আইসক্রিম খেলাম – ঐ মুহুর্তে যা অমৃতের মতই লেগেছিলো।













৪২।
সর্বমোট ১ ঘন্টার মধ্যে এই জায়গাটা দেখা শেষ। গাড়িতে উঠতে উঠতে ভাবলাম এবার তাহলে এয়ারপোর্ট। কিন্তু পাহাড় থেকে নামার আগেই ড্রাইভার মোটামুটি আমাদেরকে ফুসলিয়ে ঐ সাপ কিংবা পাখির শো যেখানে, সেখানে গাড়ি ঠেকাল। বাইরে থেকে পার্কিংএর জায়গাটা দেখে বড়সড় একটা নির্জন জায়গা মনে হচ্ছিলো। যার বাম পাশে সাপের আর ডানপাশে পাখির শো। কন্যা কালবিলম্ব না করে পাখি বেছে নিল (Phuket Bird Paradise)। ৩জন ঢুকতে নিল মোট ১৩০০ বাথ (৫০০*২+৩০০)। টিকিটের দাম দেখে একটু আক্কেল গুড়ুম হলেও কোন দ্বিধা করলাম না - কারণ এসেছি তো ঘুরতে আর গাছে ধরা টাকা উড়াইতে।

যেই মেয়ে দুইজন টিকেট কাউন্টারে ছিল; তাদের একজন আবার ভেতরে মশা আছে বলে হাতে পায়ে মশা-তাড়ানি স্প্রে দিয়ে দিতে চাইলো। দেশ থেকে এ্যাত দুরে আসতে পারলাম তাই এইসব ছোটখাট মশাটশাকে ভয়টয় পাওয়ার কোনো কারণ দেখলাম না। তারপরও যখন দিতে চাইছে, কন্যার হাতে পায়ে দেয়ায় নিলাম। তারপর ওরা বললো, বার্ড শো শুরু হতে আরও ২০ মিনিট বাকি আছে, তোমরা এই সময়টায় ভেতরে অন্য পাখি দেখ। ভেতরটা আহামরি তেমন বড় কিছু না; ১ একরের মত জায়গা হবে পুরাটা – সেখানে বিভিন্ন খাঁচায় বিভিন্ন রকম সুন্দর সুন্দর পাখি রাখা। ওটা ঘুরে দেখতে ১০ মিনিটের বেশি লাগার কথা না। আমরা ঘুরে যখন আসছি তখন আরেক মহিলা কন্যাকে ছবি তোলার স্পট দেখিয়ে দিল। সেই মহিলা তখন শো-এর স্থানের বাইরের দিকটা ঝাড়ু দিচ্ছিলো।



৪৩।
শো এর জায়গায় বসে আছি। আমরা ছাড়া আর কেউ নাই। একটু পর দেখি আরো দুয়েকজন আসলো। সব মিলিয়ে ১০ জন দর্শকও হয়নি। কিন্তু ‘শো মাস্ট গো অন’। এক কথায় অসাধারণ একটা শো – হয়তো তেমন কিছু আশা করি নাই দেখে; হয়তো দর্শক কম থাকায় মনযোগ বেশি পেয়েছি দেখে – নাহ্, আসলেই ভাল ছিল শোটা। বিভিন্ন রকম পাখি, খেলার মধ্যে দুষ্টামি, আর কন্যাকে ডেকে নিয়ে অংশগ্রহণ করানো। মনে হয় আমরা প্রায় সবাইই কোনো না কোনো ব্যাপারে পার্টিসিপেট করেছি। হাতে, মাথায় পাখি নিয়ে ছবি-টবি তোলার ব্যাপারও ছিল। কন্যা তো গোসলের পর সারাদিন মূর্তি-টূর্তি দেখে একটু ফিউজ হয়ে ছিল, এখানে তার মুড পুরা ভাল হয়ে গেল – আমাদের টাকা পুরা উসুল। মাত্র কয়েকজন মহিলা মিলে একটা স্পট চালাচ্ছে কিভাবে না দেখলে বিশ্বাস করা কঠিন - আর যে মহিলাকে বাইরে ঝাড়ু দিতে দেখেছিলাম -- উনিই কিন্তু পোশাক পরিবর্তন করে এসে শোটা পরিচালনা করলেন! গুগলে একটু Phuket Bird Paradise লিখে সার্চ দিয়ে ছবি দেখলে আরও একটু ভাল ধারণা হবে।

শো শেষে ফুরফুরে মেজাজে বের হওয়ার সময় চমৎকার প্রিন্ট করা ছবি পাওয়া গেল, সেগুলোও কেনা হল। এরপর গাড়িতে চড়ে সোজা এয়ারপোর্ট চলে আসলাম।





৪৪।
দিনের বেলা এখানকার রাস্তাঘাটের ধারের জীবনযাত্রা আরেকটু বিস্তারিত দেখা গেল। এখানে একটা বিষয় বেশ মজা লেগেছে সেটা হল মটরসাইকেলের পাশে (পেছনে নয়) ফ্রেমের মত করে চাক্কা সহ একটা গাড়ি লাগানো – অনেকটা আমাদের ভ্যানের মত। এই সাইকেল-মাইক্রোট্রাকে করে ওরা বিভিন্ন স্ট্রিট-শপ নিয়ে ঘুরে বেড়ায়। আরেকবার একটা পিকআপ ভ্যানের পেছনে ছোট ছোট প্যাকেটে ঝুলানো মালপত্রওয়ালা মুদি দোকানটাও বেশ ভাল আইডিয়া মনে হল।





এয়ারপোর্টে বেশ আগেই পৌঁছেছি। কাজেই সেখানকার একটা ফাস্ট ফুডের দোকানে ঢুকে বকেয়া খাওয়া-দাওয়া সেরে নিলাম। এবার আর প্লেন ডিলে ছিল না।

৪৫।
ব্যাংকক এয়ারপোর্টে পৌঁছানোর পর ৩ নং গেটের সামনে মিস প্লা-এর সাথে যোগাযোগ করার কথা। আমরা লাগেজ সংগ্রহ করে ৩ নং গেট খুঁজে পৌছাতে পৌছাতেই দেখি সেখানে আমার নাম লেখা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে মধ্যবয়স্ক একজন লোক। সেই লোককে পরিচয় দিয়ে ফলো করতে করতে এয়ারপোর্ট বিল্ডিং থেকে সরাসরি রাস্তার অন্যদিকে পার্কিং বিল্ডিংএ চলে আসলাম একটা ব্রিজ দিয়ে। আমাদেরকে দাঁড় করিয়ে গাড়ি নিয়ে আসলো। গাড়িটা বাইরে থেকে খুব দামী লাক্সারি মডেলের ব্যক্তিগত গাড়ি মনে হচ্ছিলো। ভেতরে দেখলাম সেটা টয়োটা, কিন্তু আসলেই ভেতরটা সেইরকম দামী এবং প্রশস্ত। মেয়ে তো বলেই বসলো - সাচ এ নাইস কার!

ব্যাংককে তখন বেশ রাত। এয়ারপোর্ট থেকে হোটেল পৌঁছুতে ৩০ মিনিটের মত লাগলো। রাস্তার মধ্যে ফ্লাইওভারের মত হাইওয়েই ছিল বেশি - সেখানে গাড়ি চলেছে ১২০-১৩০ কিমি গতিতে। মূল শহরে একটা জায়গায় দেখি একদিকে রং ওয়েতে গাড়ি ঢুকিয়ে দিল -- অবশ্য সামনে পিছে আরও গাড়ি ছিল। পরে একসময় খেয়াল করলাম রাস্তার ৮ লেনের জন্য ৮টা সিগনাল বাতি - তার মধ্যে সবচেয়ে বামের ১টাতে (কোথাও ২টাতে) সবুজ আর বাকীগুলো লাল-কাটা দেয়া - কাজেই আমরা আসলে ঠিকই আছি, রংওয়েতে না। অর্থাৎ কোনরকম ডিভাইডার ছাড়াই একটা ৮ লেনের রাস্তা কোনরকম ঝামেলা ছাড়া লেন মেনে সকলে ব্যবহার করছে। নিশ্চিতভাবেই ট্রাফিক ডিমান্ড অনুসারে দিনের বিভিন্ন সময়ে আসা এবং যাওয়ার লেনের সংখ্যা পরিবর্তন করে দেয় সেখানে।

৪৬।
এক্কেবারে শেষ পর্যায়ে বেশ কিছু চিপা গলি দিয়ে হোটেল অ্যাম্বাসেডরে এসে পৌঁছালো -- এই এয়ারপোর্ট পিকআপ আমাদের প্যাকেজের অন্তর্গত ছিল। এই এলাকাটার রাস্তা (গলিগুলো) এখনও লোকজন, দোকানপাটে গমগম করছে। ৪-স্টার হোটেল অ্যাম্বাসেডরের লবিটা এত বিশাল যে অবাক হয়ে গেলাম। যা হোক চেকইন করে টরে রুমে মালপত্র রেখে একটু ফ্রেশ হয়েই বের হলাম খাদ্যের সন্ধানে। হোটেলে প্রবেশের আগেই গাড়ি থেকে 7-Eleven দেখেছিলাম। কাজেই তিনজনে মিলে গিয়ে ঠিক সামনের গলির উল্টাপাশেই সেইখান থেকে বিপুল পরিমানে খানা-খাদ্য কিনে নিয়ে আসলাম।

মজার ব্যাপার হল হোটেলের লবি থেকে বের হয়ে সামনে আরেকটা ভবনের মাঝের করিডোর দিয়ে গিয়ে গলি ক্রস করলেই দোকান। আর হোটেলর অংশ যেই ভবনটার মধ্য দিয়ে আসলাম সেটার মধ্যেই আমাদের ট্রাভেল এজেন্টের অফিস। বাংলাতে সাইনবোর্ড লেখা আরও ৪-৫টা ট্রাভেল এজেন্টের দোকান সেখানে। এমনকি বাংলা খাবার পাওয়া যায় এমন লেখাও দেখলাম। ট্রাভেল এজেন্টের অফিস খোলা ছিল, তাই পরদিনের ট্যূর সম্পর্কে জেনে তারপর রুমে চলে আসলাম।

(চলবে)

শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

ফুকেট ও ব্যাংকক ভ্রমণ - ৩


(আগের পর্বগুলোর লিংক:
ফুকেট ও ব্যাংকক ভ্রমণ - ১
ফুকেট ও ব্যাংকক ভ্রমণ - ২ )

১৬।
এখানে এসে প্রথমে যে বিষয়টা অনুভব করলাম সেটা হল বিশেষত আমি স্বাভাবিকের চেয়ে বেশি পোশাকআশাক পরে আছি। রাস্তাঘাটে ছেলেরা সাধারণত থ্রী-কোয়ার্টার বা হাফ প্যান্ট আর চপ্পল পরে ঘুরছে। অনেক মেয়েরা যে হাফপ্যান্টগুলো পড়ে ঘুরছে ওগুলো সাধারণত ছেলেদের প্যান্টের তুলনায় অর্ধেক দৈর্ঘের, ফলে স্বাভাবিকভাবেই প্যান্টের কাপড় ছাড়িয়ে নিচ দিয়ে পকেটের নিচের অংশ দেখা যাচ্ছে। অবশ্য স্বাভাবিক পোশাকে কিংবা এমনকি বোরখা পরা লোকজনও দেখলাম ওখানে। অধিকাংশের পায়েই চপ্পল বা হালকা টাইপের স্যান্ডেল। তাই প্রথম সন্ধ্যায় হোটেলে ফেরার পথে আমরা তিনজনের জন্যই হালকা দুই ফিতার চপ্পল কিনে নিয়েছিলাম বাংলা রোডের একটা দোকান থেকে। পরবর্তী সময়ে ফুকেটে পুরা সময় এই চপ্পল পরে ঘুরেছি। শুধুমাত্র প্লেনে ট্রাভেলের সময়ে জুতা পরেছি – তাও সেটা ব্যাগেজে বেশি জায়গা নেয় বলে। ২য় দিন সন্ধ্যায় আরও জ্ঞান বৃদ্ধি পাওয়াতে নিজের জন্য একটা হাফ-প্যান্টও কিনে নিয়েছিলাম – আমার বেঢপ সাইজ পেতে একটু ঘুরতে হয়েছিল অবশ্য।

১৭।
২য় দিন ছিল ঢাকা থেকে ক্রয়কৃত ট্যূর প্যাকেজ – ফী ফী আইল্যান্ড ট্যূর। সকালে অতি কষ্টে বিছানা ছেড়ে নিজেরা এবং মেয়েকে রেডি করে নিচে নেমেছি এমনভাবে যেন নাস্তা করে রওনা দিতে পারি। যখন নেমেছি তখন ঠিক ৭টা বাজে। নিচের রেস্টুরেন্ট, যেটাতে গত দুপুরে খেয়েছিলাম সেখানেই নাস্তার আয়োজন। সেই রেস্টুরেন্টে ঢোকার আগেই হোটেলের লবিতে এক লোক জিজ্ঞেস করে ফি ফি আইল্যান্ড? ---- ইয়েস! একটা কাগজ দেখিয়ে বললো - ইয়োর নেম?, দেখি একটা লিস্টে ভুল বানানে আমার নাম লেখা আছে, পাশে ২+১ এরকম কিছু সংখ্যা - পরে বুঝেছি ওটা হল ২জন + ১জন বাচ্চা’র সিম্বল – কাজেই ঐ লোক সহজেই প্র‌োফাইল মিলিয়ে আমরাই যে যাত্রী সেটা লবিতে আন্দাজ করে নিতে পেরেছে। ‘টেক ব্রেকফাস্ট, কার ইন ফ্রন্ট’। মনে মনে ভাবলাম, কি গিরিঙ্গি – এই ব্যাটার আরো ১৫ মিনিট পরে আসলে কি সমস্যা হইতো? আমরা নাস্তা করতে ঢুকলাম।

কোনোরকমে একটু খাওয়ার পরই ঐ লোক রেস্টুরেন্টে হাজির। বলে ৫ মিনিট শেষ, গাড়ি সামনে আছে। মেজাজটা একটু খারাপ হলেও চা না খেয়েই রেস্টুরেন্টের সামনে বের হলাম। একটা উঁচু ছাদের বড় মাইক্রোবাস সেখানে অপেক্ষায়। সামনে ড্রাইভারের সিটের সারি বাদে পেছনে চার সারি সিট – অর্থাৎ ১৩ জন যাত্রী নিতে পারে এটি। মাইক্রোবাস ছাড়ার পর যেই না ভেবেছি ‘বাপরে! আমাদের জন্য এ্যাত বড় গাড়ি দিয়েছে’ – তখনই আমাদের হোটেল থেকে বড়জোর ৫০০ ফুট সামনে আরেকটি হোটেলে প্রবেশ করলো। ওখানে কিছুক্ষণের মধ্যে আরো ৩/৪ জন ককেশান (সাদা বা লালচে চামড়ার) টুরিস্ট উঠলো। গাড়ি সেখান থেকে বের হয়ে আরো হাফ কিলোমিটার পর আরেকটা হোটেলে ঢুকলো। সেখান থেকে আরো ৭/৮ জন উঠলো – গাড়িটার একটা সিটও খালি থাকলো না। এরপর গাড়িটা পাতং থেকে বের হয়ে পূর্ব-উত্তর দিকে আগাতে থাকলো। মেয়ের ঘুম পুরা হয়নি, তাই নতুন মানুষ দেখা কৌতুহল মিটিয়ে ও ঘুমাতে থাকলো।

১৮।
আমাদের হোটেলের সামনের রাস্তাটা ওয়ান ওয়ে। সম্ভবত সেই কারণে গাড়িতে ওঠার সিরিয়ালে আমরা প্রথমে ছিলাম। সব যাত্রী নিয়ে গাড়িটা যেতে যেতে রাস্তার একটা সিগনালে দাঁড়ালে দেখি আশে পাশে একই সাইজের আরো ৬-৭টা গাড়ি। বুঝলাম টুরিস্টদের জন্য এখানে এটা একটা কমন বিষয়। প্রায় ৩০-৪০ মিনিট চলার পর এটা একটা নৌবন্দরের সামনে পৌঁছুলো। আমাদের আগে পিছে একই রকম আরো অনেকগুলো গাড়ি। ড্রাইভার আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে মাথা গুনে ওখানে থাকা আরেকজনের দায়িত্বে দিল। সেখানেও আরেক লিস্টে নাম মিলিয়ে আমাদের প্রত্যেকের কাপড়ে একটা করে হলুদ রঙের ফি ফি আইল্যান্ড লেখা স্টিকার লাগিয়ে দিয়ে বলল‌ো এগিয়ে যেতে আর একেবারে লাস্ট জাহাজে উঠতে।

দুইটা জাহাজের ডেকের উপর দিয়ে গিয়ে আমাদের তিনতলা জাহাজে (নাকি লঞ্চ?! ক্রুজার?) উঠলাম। এখানে এক ক্রুজার থেকে আরেকটাতে যাওয়ার সময় উঁচা সাইডগুলো পার হওয়ার জন্য সিড়ি লাগিয়ে রেখেছে যেন কোনরকম হাইজাম্প-লংজাম্প না করেই স্মুথলি হেঁটে যাওয়া যায়। এই ক্রুজারগুলো টপকানোর সময় খেয়াল করলাম দুইবার দুইজন লোক আমাদের ছবি তুললো। আন্দাজ করলাম আসার সময়ে ছবি বেঁচবে …

ক্রুজারে সেখানকার ক্রু বলছে যেখানে খুশি বস (এর ইংলিশ উচ্চারণ একটু ভাল ছিল)। আমরা দোতলায় উঠে দেখি ইতিমধ্যে গুটিকয় লোক সেখানে বসে আছে। এটার উপরে ছাদ আছে, সেখানে যাওয়ার সিড়িও আছে। পেছনের এদিকটা খ‌োলা, সামনের দিকে একটা দোকানের মত, আর তার পেছনে প্রায় অর্ধেক ক্রুজার জুড়ে সম্ভবত হলরুমের মত বড় কেবিন। এই খোলা জায়গায় সারি সারি আরামদায়ক/বড় সাইজের প্লাস্টিকের চেয়ার বিছানো। দুই সাইড আর পেছনের রেলিং ঘেষে বেঞ্চের মত বসার জায়গা। ক্রুজারের বামসাইড - পূর্বদিকে প্রচুর র‌োদ, তাই ছাদে ওঠার সিড়ির ডান পাশে ছায়া দেখে একটা জায়গায় বসলাম তিনজন।

১৯।
আমাদের কারোই গতরাতে যথেষ্ট বিশ্রাম হয়নি - তাই বসে বসে ঝিমুচ্ছি। মাঝে মাঝে ভেঁজা বাতাসের ঝাপটা একটু আরাম দিয়ে যাচ্ছে। কিন্তু ক্রুজারের ছাড়ার নাম নাই। এর মধ্যে কন্যার ক্লান্তি এবং ঘুমজনিত সমস্যা - দুয়েক পশলা বমি হয়ে গেল। এর মধ্যে ক্রুজারে আরো লোক উঠছে তো উঠছেই। আমাদের নাস্তা পুরা না করে এ্যাত আগে নিয়ে আসলো আর এদিকে দেরী করতেছে -- ব্যাপারটা হোটেলওয়ালাদের ষড়যন্ত্র কি না ভাবছিলাম বসে বসে।

নতুন নতুন মানুষ দেখতে খারাপ লাগছিলো না। বিশেষত যখন পুরা রান দেখানো মানুষজন থাকে তখন কে আর এ ব্যাপারে কমপ্লেইন করবে :D। খেয়াল করে দেখলাম, আমাদের আশেপাশে যাঁরা বসেছে তাদের কারো কারো স্টিকারগুলো নীল রঙের। এরপর সবুজ রঙের স্টিকারওয়ালা কিছু যাত্রীকে ক্রুজারের ক্রুগণ দেখি গাইড করে এই দোতালার সামনের দিকে কেবিনে ঢুকিয়ে দিল। আশেপাশের কথাবার্তায় বুঝলাম - সবুজ স্টিকারওয়ালারা এসি কেবিনে থাকবে। বাইরে একটু গরম-গরম ছিল তা সত্য - সেটা আবহাওয়া আর ছোট ছোট পোশাকের দুই কারণেই। কিন্তু তাই বলে চমৎকার ক্রুজে ওদের ওরকম কেবিনে ঢুকে যাওয়াটা আমার কাছে একটু বোকামীই মনে হচ্ছিলো। যা হোক, প্রায় ৫০ মিনিট অপেক্ষার পর আমাদের ক্রুজার ছাড়লো -- নাস্তা মিস করানোর জন্য ইতিমধ্যেই গাড়িওয়ালাকে শাপ-শাপান্ত করা হয়ে গিয়েছে কয়েকবার।
২০।
ক্রুজার ছাড়ার পর বাতাস আরো আরামদায়ক হয়ে উঠলো। প্রায় ঘুম ঘুম পরিবেশ - কিন্তু চারপাশে এ্যাত চমৎকার দৃশ্যাবলি ছেড়ে কে ঘুমায় ;) । সামনের দোকান থেকে গিন্নি আর কন্যা গিয়ে কন্যার জন্য চারপাশে কার্নিশওয়ালা একটা হ্যাট কিনলো। মাঝে মাঝে দুয়েকজনকে ডিসপোজেবল কাগজের কাপে করে চা কিংবা কফি খাইতে দেখে তদন্তে বের হলাম -- কারণ সামনের দোকানে চা-কফির কোনো আয়োজন ছিল না। রেলিঙের ফাঁক দিয়ে লক্ষ্য করলাম নিচতলার ডেকে এই চা-কফি ওয়ালাদের বিচরণ বেশি।

নিচের তলায় একটু ঘুরে এসে যা যা আবিষ্কার করলাম তা হল - আমাদের ঠিক নিচেই দুপাশে মহিলা এবং পুরুষদের বেসিন সুবিধা সহ একাধিক টয়লেটের ঝকঝকে তকতকে ইউনিট আছে। এছাড়া, আরেকটু সামনে কেবিনের মত চারপাশ বন্ধ ডেকে ঢুকলে সেখানে স্কুবা-ডাইভিং টাইপের জিনিষপাতি ভাড়া দেয়ার দোকান আছে বামপাশে, আর, ডানপাশের দোকানে চমৎকার চা-কফি সাজানো --- এবং তা-ও বিনামূল্যে। বাঙালি তো ফ্রীতে আলকাতরাও খায় -- চা-কফি বাদ্দিবো কেন! তবে কফি খাওয়ার আগে কোন আকৃতির কাগজের গ্লাসে ঠান্ডা পানি খেয়ে প্রাণ জুড়ালাম (জ্বী, সেটাও ফ্রি :) )। অবশেষে নাস্তা তথা চা মিস করা দূঃখ ভুলে গেলাম।

২১।
উপরে এই খবর আমার পরিবারে পৌঁছালে তারাও এ বিষয়ে আগ্রহ প্রকাশ করলো। গোপাল ভাঁড় আর রাজার গল্প জানা কে না জানে টয়লেট একটি জরুরী বস্তু ... । গিন্নি নিচতলায় অভিযানে গেলে -- এটা অভিযান কারণ খাড়া সিড়ি বেয়ে চলন্ত ক্রুজারের দুলুনী এবং সিনেমাটিক উপায়ে ছিটকে বাইরের অথৈ সমূদ্রে পড়ে যাওয়ার আশংকা উপেক্ষা করে নামতে হয়েছে ওনাকে ---- আমরা: মানে আমি এবং কন্যা ক্রুজারের ছাদে অ্যাডভেঞ্চারে গেলাম ... ;)

ইয়াল্লা! মারহাবা! ছাদে দেখি আরো এলাহি কারবার। একই রকম প্লাস্টিকের চেয়ার বিছিয়ে রাখা ছাড়া কিস্যুই নাই -- কিন্তু ওখানেই বেশ কিছু লোকজন সূর্যালোক পোহাচ্ছে! বিশেষ করে ছাদের সামনের দিকে একটু উঁচু জায়গাটায় সংক্ষিপ্ত পোশাকে আধশোয়া মিছিল -- এ্যাতদিন জানতাম বিচে টিচে গেলে এসব দেখা যায়; কিন্তু সেটা আসলে সমুদ্রের পাড় - এই মাঝ সমুদ্রের তিনতলার রৌদ্রের তুলনায় নিঃসন্দেহে কম গ্রেড পাবে। আমরা গরমে মরি আর এরা র‌‌োদে পোড়ে কেন সেটা বুঝতে আরো কিছুক্ষণ উপরে ঘোরাঘুরি করলাম। ওখানে আমাদের মতই বেশি কাপড়-চোপড় পরা বাঙালাদেশী বিশাল পরিবার দেখলাম একটা - বিশাল মানে মা-বাবা থেকে আন্ডা বাচ্চা সবই ছিল - প্রায় ফুটবল টিমের সমান। আবার দোতালায় নেমে দেখি গিন্নি ইতিমধ্যেই সিটে ফিরেছেন আর আমাদের খোঁজে ইতিউতি তাকাচ্ছেন।

২২।
যখন দুর থেকে নিচের ছবির মত খাঁড়া একটা দ্বীপ দেখলাম; ভাবলাম আহ পৌঁছে গেলাম মনে হয়। কিন্তু এটা আসলে মোটেই আমাদের গন্তব্য নয়। এর পাশ দিয়ে চলে আসলাম। পুরা পথে এরকম আরো কয়েকটা খাড়া পাড়ের মনোমুগ্ধকর ছোট দ্বীপ পার হয়েছিলাম। ছবি তোলার এমন চমৎকার উসিলায় ছাদে যাব না তা কি হয়!




২৩।
ছাদের গরমে -- মানে আসলেই রোদের গরমের কথা বলছি -- ক্লান্ত হয়ে নিচতলায় আবার পানি খেতে এসে আবিষ্কার করলাম ঐ দোকানদ্বয় যেই এয়ার কন্ডিশনড স্পেসে সেটার ভেতরে পুরা জায়গাটাতেই বহু যাত্রী বসে আছে। ওখানে যাত্রীদের জন্য সারি সারি চেয়ার ফিট করা আছে। ভেতরে ঐ বাংলাদেশি পরিবারটার লোকজনও আছে মনে হল। প্রতিটা চেয়ারের হেলান দেয়ার জায়গায় একটা করে লাইফ জ্যাকেট কায়দা করে পেঁচিয়ে রাখা। কাজেই উপরে গিয়ে গিন্নি আর কন্যাকে নিচে নিয়ে আসলাম আর খালি চেয়ার খুঁজে বের করে সেখানে বসে পড়লাম। আসলেই বাইরের হিউমিড জায়গার চেয়ে এই জায়গাটা এখন আকর্ষনীয় মনে হতে থাকলো।

বসে বসে ঝিমাচ্ছি, আর ওদিকে দেখি মেয়ে অবশেষে ঘুমিয়েই পড়লো। তবে আমাদের এই সুখ বেশিক্ষণ স্থায়ী হল না -- স্পিকারে ক্রুজারের ক্যাপ্টেন কি কি জানি ঘোষনা দিল; সম্ভবত ইংরেজিতেই বলেছিলো, কিন্তু তা বোঝে কার বাপের সাধ্য! ভাবসাবে যা বুঝলাম আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। But I was wrong!

২৪।
আমরা যেখানে বসেছিলাম সেটা ছিল প্রায় সামনের দিকে, ডানপাশে। কাজেই সামনের এবং দুইপাশের উইন্ডস্ক্রিন দিয়ে বাইরের দিকটা বেশ ভালই দেখা যাচ্ছিলো। লাউডস্পিকারের কথা শুনে চোখ খুলে সামনে যা দেখলাম তা এক-কথায় অসাধারণ। বাম থেকে ডানে বিস্তৃত খাড়া পাহাড়ের মাঝে একটা চওড়া ফাটলের মত জায়গার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। পাহাড়গুলো খাড়াভাবে এ্যাত উঁচুতে উঠে গেছে (কিংবা আমরা এ্যাত কাছে চলে এসেছি) যে সামনের উইন্ডস্ক্রিন দিয়ে আকাশ দেখা যাচ্ছিলো না। মাঝখানের ফাটলের মত খাড়িতে ডানদিকে একটা ছোট্ট বিচ দেখা যাচ্ছে, সেখানে কিছু মানুষ ঘোরাঘুরি করছে, কিছু ছোট ছোট নৌকায় আশে পাশে ঘুরছে – একেবারে যেন কল্পনার দেশের দৃশ্য।

এখানে ক্রুজার কোথায় ভিড়াবে সেটা নিয়ে একটু চিন্তা চিন্তা ভাব হচ্ছিলো। এই পর্যায়ে দেখি আমাদের ক্রুজারটা ১৮০ ডিগ্রি এবাউট টার্ন করিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে রাখলো। কিভাবে নামানামি হবে, কোথায়ই বা লাঞ্চ করাবে এসব খোঁজ করতে ক্রুজারের পেছনের দিকে খোলা ডেকে বের হয়ে আসলাম। দেখি দুয়েকটা নৌকা ক্রুজারের কাছাকাছি এসেছে, আর ওগুলোতে কয়েকজন উঠেও পড়ছে। কিন্তু পরিষ্কার কোনো তথ্য কোথায়ও কাউকে ঘোষনা করতে শুনলাম না। অবশ্য তেমন দুশ্চিন্তা হয়নি, কারণ ঝাঁকের কৈয়ের মত সবাই যেদিকে যাবে সেদিকেই তো যাব। এমন সময় আবার লাউড স্পিকারে দূর্বোধ্য ইংরেজিতে কি কি জানি বললো। বলতে না বলতেই আবার ক্রুজার ছেড়ে দিল … … … আরে! এটুকুই নাকি? লাঞ্চ ক‌োথায় ভাবতে ভাবতে বুঝলাম ক্রুজারটা ডানদিকে পাহাড়ের ধার ঘেষে যাচ্ছে। তখন মেমরি রিওয়াইন্ড করে যতদুর বুঝলাম, ক্যাপ্টেন বলেছে যে এই জায়গাতে ঢেউ খুব বেশি - ক্রুজার স্টেডি রাখতে বেশ অসুবিধা হচ্ছে; আমরা অন্যদিকে নামবো।

২৫।
পাহাড়ের ধার ঘেষে একটু আগাতেই মনে হল এদিকে সাগর অনেকটাই শান্ত, কারণ দুলুনী কমে গেছে। আর পাহাড়টা ঘুরে একটা উপসাগরের মত জায়গায়, অর্থাৎ তিনদিকে পাহাড় বা ল্যান্ড আর একদিকে সমূদ্র - ঘুরতেই দুলুনি পুরাপুরিই নাই হয়ে গেল। আসার পথে পাহাড়ের ফাঁকে ফাঁকে খাড়ির মত জায়গায় ছোট ছোট ট্রাডিশনাল নৌকা আর আধুনিক স্পিডবোট দুরকম বাহনে আরো অনেক পর্যটককে বিভিন্ন পানির অ্যাডভেঞ্চারে আছে বলে মনে হল। পাহাড়ের গায়ে পানির কাছাকাছি কিছু গুহার মত জায়গাও দেখলাম।

কেবিনের ভেতরে এসে এই তথ্য দিয়ে বসতে বসতে আশেপাশে আরেকটু নজর দেয়ার অবসর মিললো। অনেক লোকজনই কেবিনের চারদিক দিয়ে সরু বারান্দার মত জায়গায় বের হয়ে বাইরের দৃশ্য আরও ভালভাবে উপভোগ করা চেষ্টা করছে। কেউ কেউ সামনের দিকের ছোট্ট ডেকে পৌঁছে গিয়ে ছবি তুলছে। কন্যা যেহেতু ঘুমাচ্ছে, আমরা মিয়া-বিবি ওকে রেখেই একপাশের একটা দরজা দিয়ে বের হয়ে ঐ সরু বারান্দা হয়ে সামনের ডেকে গেলাম ছবি টবি তুলতে। ততক্ষণে আমরা একেবারে শান্ত উপসাগরে, ঘাটের দিকে অগ্রসরমান।
কেবিনের ভেতরে লক্ষ্য করলাম বেশ কিছু যাত্রী মোটামুটি কলছেড়ে দিয়ে ওয়াক্ ওয়াক্ চালিয়ে যাচ্ছে। মুখের সামনে একটা পলিথিন যে ধরেছে আর সরানোর নাম নাই। এই সামান্য দুলুনি বা রোলিং-এ আমাদের বা অন্য বাঙালি ফ্যামিলির কারোই কিস্স্যূই হয় নাই। "হুঁ হুঁ বাবা -- সমূদ্র লাগবে না, বিদেশীরা পারলে আমাদের রাস্তায় গাড়িতে চড়ে ঘোরাফিরা করে আইসো, বুঝবা রোলিং কত প্রকার ও কী কী!"

২৬।
ক্রুজারটা অবশেষে ঘাটে ভিড়লো। ডান-বাম দুদিকেই পাহাড়। মাঝের একটু জায়গায় বেশ কিছু স্থাপনা দেখা যাচ্ছে। ঘাট থেকে বামদিকে একটা ছোট বীচ। ক্রুজারের একজন কর্মী একটা বাক্সের উপর দাঁড়িয়ে কি কি জানি বলে যাচ্ছে। শুনলাম লাঞ্চ দুপুর একটায় একটা হোটেলে, এখন বাজে সাড়ে ১১টার মত। অতশত শোনার সময় নাই, ঝাঁকের সাথে যাব ভেবে আমরা নেমে পড়লাম। ঘাটে টোল দিতে হয় জনপ্রতি ২০ বাথ। এটা নিয়ে দুয়েকজনকে ক্রুজারের মধ্যেই হাউকাউ করতে দেখলাম -- তাদের প্যাকেজে সব খরচ দেয়া আছে, এগুলার কথা বলা নাই ইত্যাদি ইত্যাদি।

জায়গাটা সম্ভবত কিছুদিন আগে বড়সড় কোনো ঝড়ের সম্মুখীন হয়েছিলো। কারণ ঘাটের রেলিংয়ের সাথের লাইটপোস্টগুলো মুচড়িয়ে ভাঙ্গা হয়েছে মনে হচ্ছিলো। ঘাট থেকে বের হলেই বাংলাদেশের গ্রাম গঞ্জের হাটের মত পায়ে হাটা পথ আর দুপাশে দোকানপাট। কোন দোকানে ট্যূর প্যাকেজ বিক্রয় হচ্ছে, কোনটাতে স্কুবা গিয়ার, কোনটাতে সুভ্যনির, কোনোটাতে খাবার। হঠাৎ সেখানেই ডানদিকের গলিতে একটা 7-Eleven চোখে পড়লো। তাড়াতাড়ি সেটাতে ঢুকে কিছু খাবারদাবাড় কিনলাম। এই খাবারগুলো সেই হোটেল বা কোথাও বসে খাওয়া দরকার। আমার জামাতে লাগান‌ো ফিফি আইল্যান্ড স্টিকারটা কোথায় জানি খসে পড়েছে। একই রকম স্টিকার লাগানো একজনকে জিজ্ঞেস করে লাঞ্চের স্থানের দিক পেলাম। সেটা আসলে সেই সেভেন ইলেভেন থেকে সামান্য একটু সামনেই -- নাম ফি ফি হোটেল।

২৭।
হোটেলের সামনে ডানে বামে সুন্দর বসার জায়গা। সেখানে সোফা, চেয়ার পাতা আছে। বামদিকের জায়গাটাতে আমরা বসলাম। আরো স্টিকার লাগানো গেস্ট এদিক সেদিক বসে ছিল। পাশেই একটা সুইমিং পুল। আমরা সেখানে বসে আগে কেনা খাবারগুলো খেলাম -- আহ্ শান্তি। অন্যপাশে বিড়াল দেখতে পেয়ে মেয়ে সেদিকে গেল। এখানেকার বিড়ালগুলো মানুষ দেখলে ভয়ও পায়না পাত্তাও দেয় না। মেয়ে গিয়ে বেড়াল ছুঁয়ে আদর টাদর করে আসলো। হাত ধুইয়ে নিয়ে আসলাম তারপর। সুইমিং পুলের পাশ দিয়ে ওদিকেই খাওয়ার আয়োজন। সেখানে প্রচুর ল‌োক খাচ্ছেন। সবুজ স্টিকারযুক্ত লোকজনের জন্য ১২টায় লাঞ্চ শুরু হয়েছে।

এর মধ্যে কেউ একজন ঝপাং করে সুইমিংপুলে লাফ দিলো। সাথে সাথে কোত্থেকে হোটেলের এক লোক এসে তাকে কড়া ভাষায় বললো - নো সুইমিং হেয়ার; সুইমিং ৫০০ বাথ। ঐ পর্যটকও আমাদের মত ট্যুরের অংশিদার; খাওয়ার আগে বীচে টিচে ভিজে এসে এখানে ফ্রেশ হতে চেয়েছিলো। হোটেলের দুইজন গেস্ট সেখানে ইতিমধ্যেই সাঁতার কাটছিলো; তারা এবং আমরা যারা খাওয়ার জন্য অপেক্ষায় - সবাই বেশ অবাক হয়ে পুরা ঘটনা দেখলাম। যা হোক এদিকে লাঞ্চের প্রথম পর্ব শেষে আবার টেবিল রেডি করতে থাকলো। কিছু অতি উৎসাহী টুরিস্ট সেখানে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে গেল - যদিও ১টার আগে তাঁদের ঢুকতে দেয়া হয়নি।

২৮।
এ্যাতক্ষণ নিশ্চিন্তে বসে থাকলেও যখন লাঞ্চের জন্য যখন হেলেদুলে নিচতলার রেস্টুরেন্টে ঢুকতেছিলাম তখন দেখি সকলের হাতেই টিকেট। কোত্থেকে পেল কে জানে। আমার তো শার্টে লাগানো স্টিকারও নাই। তারপরও নিষ্পাপ বেশে স্বাভাবিক মুখে এগিয়ে যেতেই সেখানকার একজন হাতের লিস্ট থেকে বললো তোমার নাম এটা? আমি দেখি ৪/৫ জনের সাথে আমার নামও আছে। হ্যাঁ বলতেই বললো ৩ আর ৪ নম্বর টেবিলে ত‌োমাদের আয়োজন। উফ্ফ্ টেনশনে পড়তে গিয়েও বেঁচে গেলাম ... আর ওদের টুরিস্ট ব্যবস্থাপনায় অবাক হয়ে গেলাম।

খাওয়ার টেবিলগুলো গোলাকৃতির, চারপাশে ১২জন বসার আয়োজন। টেবিলের মাঝে একটা ঘুরতে সক্ষম ট্রের মত আংশ আছে; সমস্ত খাবার-দাবাড় সেখানেই সার্ভ করা হয়েছে। খুব আহামরি কিছু খাবার না হলেও সবগুলোই ছিল উপাদেয়। ভাত, নুডলস্, চাইনিজ ভেজিটেবল, মুরগী, সাধারণ ভেজিটেবল, কেশ‌‌োনাট সালাদ, ক্লিয়ার স্যূপ -- সবকিছুই গরম গরম। আমার মেয়ের দেখলাম ডোনাটের মত দেখতে গোল গোল পেঁয়াজের টুকরা বেসনে (বা আটা টাইপের কিছুতে ) ভাজা বেশ পছন্দ হয়েছে। সেখান থেকে পেঁয়াজটুকু বাদে বাকি অংশটুকু খাচ্ছে! সামনে দুই বাচ্চাওয়ালা একটা মিডল-ইস্টের ফ্যামিলি বসেছিলো। ওরা তেমন কিছুই খেল না -- হয়তো এদিকের ভাত-নুডুলস, রান্না বা ফ্লেভার ওদের ভাল লাগেনি। ডানে এক বাচ্চাওয়ালা বাংলাদেশি একটা পরিবার বসেছিলো - তারা আর আমরা গল্পসল্প করতে করতে বেশ মজা করেই খাওয়া দাওয়া করলাম।

২৯।
ঠিক আড়াইটায় ক্রুজার ছেড়ে যাবে। কাজেই খাওয়া দাওয়ার পর সব মিলিয়ে মাত্র ৪৫ মিনিট সময় পাওয়া গেল ঘুরাঘুরি করার জন্য। ঠিক করলাম ঘাট থেকে দেখা বামদিকের বীচটায় একটু পা ভিজিয়ে আসবো। তাই ওদিকে রওনা দিলাম। হোটেলের পাশে নিচের ছবির মত পাদি, তাও কিনা ফাইভ স্টার - লেখা দেখে ভাবলাম ছবি তুলে রাখি। আগে অন্য হোটেলের মেনুতেও পাদি দেখেছিলাম -- আমার ধারণা এটা ভাতের স্থানীয় নাম; বউয়ের হিসাবে এটা আসলে ইংরেজি পেডি (Paddy) থেকে আসা অপভ্রংশ - কাজেই গন্ধযুক্ত পাদি নয়, বরং উচ্চারণ হতে পারে পাডি!

৩০।
খাওয়া দাওয়ার পর গরম দুপুরে খুব জোরে হাটা সম্ভব নয়। আর ছুটিতে রিলাক্স করতে বেড়াতে এসেছি, দৌড়াতে নয়। তাই ধীরে ধীরে যখন ঐ বীচে পৌঁছুলাম তখন ২টা বেজে গেছে (প্রতিটা ছবিতেই টাইমস্ট্যাম্প দেয়া আছে)। এখানকার বীচটা পুরা অন্যরকম। ঘাটের স্ট্রাকচারের পর পাড় বাধানো ফুটপাথ। বাধানো ফুটপাথের নিচেই এক দুই ফুট বালু দেখা যায় আর তারপরেই পানি। দেখতে দেখতেই একজন সাদা চামড়ার লোক সেখান দিয়েই নেমে টুকুস করে পানিতে নেমে গেল। আর পাড়ের কাছেই পানি যথেষ্ট গভীর।

বাচ্চাকাচ্চা নিয়ে পানির দিকে তাকানোও মুশকিল। নারী-পুরুষ জড়াজড়ি করে পানিকে বেডরুম বানিয়ে ফেলেছে। আবার সাথে ক্যামেরায় আরেকজন সেগুলো তুলছে। যা হোক কিছুদুর আগালে পাড় বাধানো ফুটপাথ শেষ। কিছুটা বালুর সৈকত দেখা গেল। রোদের দৌরাত্নে আমাদের ছাতা আর হ্যাটগুলোর কাজের অভাব হল না। পানির ধারে পা ভিজানোর জন্য সর্বমোট ৫মিনিট সময় খরচ করতে পারলাম।

এখানকার বালুগুলো অন্যরকম। বেশ ভারী মনে হয়, কারণ পানি একেবারে সুইমিং পুলের পানির মত স্বচ্ছ টলটলে। তলা পর্যন্ত দেখা যাচ্ছে। সাধারণ বীচে ঢেউয়ের চোটে নিচের বালুতে পানি ঘোলা লাগে, কিন্তু এখানে তেমন নয় -- বালুর ঘোলা তীরে আছড়ে পরা ৩-৪ ফুট পানির মধ্যেই সীমাবদ্ধ। আর তীর থেকেই খাড়া গভীর হওয়ার কারণে এখানকার টুরিস্ট স্পীডবোটগুলো একেবারে পাড়ের কাছে নোঙর করে রেখেছে। প্রাকৃতিক জলাধারের তীরে পানি এ্যাত স্বচ্ছ হতে পারে নিজের চোখে না দেখলে সেটা বিশ্বাস করা কষ্টকর।
৩‍১।
ফিরে আসতে আসতে এ্যাত কম সময়ের জন্য আফসোস হতে থাকলো। জোর কদমে পা চালিয়ে আমরা মোটামুটি ঠিক আড়াইটায় ক্রুজারে উঠে পরলাম। আর ৫ মিনিটের মধ্যেই সেটা ছেড়েও দিল।  কেবিনে ঢোকার আগে দেখি সকালের ছবি চমৎকার প্লেটে প্রিন্ট করে বিক্রয়ের জন্য অফার করছে। দুই পিস করে কিনলাম -- একেকটা ১০০ বাথ। মেয়ে তো পুরাই অবাক - বলে মা-বাবা আমরা তো দেখি ফেমাস হয়ে গেলাম!

ফেরার সময়ে আর উপরে না গিয়ে নিচের তলার এয়ার কন্ডিশন্ড জায়গায় বসবো বলে সেখানে ঢুকেও কোনো সিট খালি পেলাম না। সবার শেষে আসলে তো এমনই হওয়ার কথা। তবে সবগুলো সিটের সামনে হেলানো উইন্ডস্ক্রিনের নিচে অনেকগুলো প্লাস্টিকের হালকা চেয়ার স্ট্যাক করে রাখা ছিল। সেখান থেকে কয়েকটা খুলে নিয়ে ঐ হেলানো নিচু জায়গার আশেপাশেই তিনজন বসে পড়লাম। বামে ৩জন মধ্যবয়স্ক জাপানি আর ডানে ৩/৪ জন ককেশান যুবক যুবতি বসলো।

এই সময়ে সাগরের ঢেউ একটু বেশিই মনে হচ্ছিলো। কারণ আমরা যখন চেয়ারে বসে ভাতঘুম দেয়ার চেষ্টায়, তখন সামনের উইন্ডস্ক্রিনে বৃষ্টির মত ঢেউ আছড়ে পড়ছিল‌ো। মাথার উপরে একটু পেছনে বিশাল টিভির স্ক্রিনে তখন মিঃ বিন দেখাচ্ছিলো। নিজের দিকে খেয়াল করে বুঝতে পারলাম সাগরে পা ভিজিয়ে আসার সময়ে আমাকে এমনি ফিরিয়ে দেয়নি, প্যান্টের পায়ের গুটানো ভাজে কয়েকশ গ্রাম বালুও দিয়ে দিয়েছে।

৩২।
ঝিমাতে ঝিমাতে রোলিংএর কারণে পেছনে আর কেউ কল ছেড়েছে কি না সেটা আর দেখার সুযোগ হয়নি। ফুকেটের কাছাকাছি আসার পর ঢেউ একটু কমেছিলো। ফুকেটের ঘাটে ভেড়ার মিনিট দশেক আগে একজন ক্রু এসে হাজির। হাতে লিস্ট। নাম মিলিয়ে বলে গেল নেমে ২২ নম্বর বাসে উঠতে। এদের ম্যানেজমেন্টে আবার অবাক হলাম। নামার সময়ে আরেকজন ফটোগ্রাফারের তোলা ছবি নিয়ে বসেছিলো সেগুলোও কিনলাম।

ফিরতি পথের গাড়িতে আবার মাথাগুনে লোক উঠলো - কোন সিট খালি থাকলো না। গাড়িও আলাদা, যাত্রীও আলাদা। আমাদের সামনে তিনটা বাচ্চা - সম্ভবত আফ্রিকান কোন দেশের হবে। এর মধ্যে ১৩ বছরের মেয়েটা যে পটর পটর কথা বলতেছিলো বাকী দুইটা খুব একটা বেশি সুযোগ পাচ্ছিলো না (সেই কথাবার্তার মধ্যেই ওর বয়সটা জানা গিয়েছিলো)। মেয়েটা ইংরেজিতেই খুব সুন্দর অ্যাকসেন্টে কথা বলছিলো। আমার কন্যাও খুব মজা করে শুনলেও ওদের সাথে অংশগ্রহণ করলো না। পথিমধ্যে অন্য একটা হোটেলে সেই পরিবার নেমে গেল।

হোটেলে ফিরে শাওয়ার নেয়ার সময় প্যান্টের পায়ার ভাজের সেই বালু পরিষ্কার করতে গিয়ে পুরা একাকার অবস্থা। মেয়ে গোসলের সময় শুনি গুনগুন করে কি যেন গান গাচ্ছে -- অর্থাৎ এই ভ্রমণে তার মুড খুবই ভাল। আজ সন্ধ্যাতেও হালকা শপিং চললো; বাংলা স্ট্রিট ভেদ করে বীচে গেলাম আসলাম। পরদিনের জন্য ফোনে ট্রাভেল এজেন্টের মাধ্যমে গাড়ি ঠিক করলাম কারণ আজ রাত এখানে থেকে পরদিন সন্ধ্যার ফ্লাইটে আমাদের ব্যাংকক যাত্রা আছে।

(পরের পর্ব: ফুকেট ও ব্যাংকক ভ্রমন - ৪)

রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬

ফুকেট ও ব্যাংকক ভ্রমণ - ২

(আগের পর্বের লিংক: ফুকেট ও ব্যাংকক ভ্রমণ - ১)
৬।
প্লেনে উঠার পর আমি প্রায় প্রতিবারই এটার সেফটি ইনস্ট্রাকশনের পাতাটা খুঁটিয়ে দেখি। সেখানে প্লেনের মডেল নম্বর, কোন দিকে কয়টা দরজা; ইমার্জেন্সিতে কিভাবে বের হতে হবে প্রভৃতি ছবির মাধ্যমে দেয়া থাকে। আমার দেখাদেখি কন্যাও তার সিটের সামনের পকেট থেকে সেটা বের করে গম্ভীর মুখে দেখতে থাকলো। আমিও দায়িত্ববান বাবার মত ওকে টুকিটাকি প্রশ্নের জবাব দিয়ে সাহায্য করতে লাগলাম। লাইফ জ্যাকেটের বিষয়টা বুঝে সেটা কোথায় আছে একেবারে হাতে কলমে সিটের তলে দেখিয়ে দিতে হল। কে জানে, অজানা ভবিষ্যতে কোন দূর্যোগে এই লাইফ জ্যাকেট কিংবা ধোঁয়া থাকলে না হেঁটে হামাগুড়ি দিতে হয় এরকম এক-একটা ছোট বিষয় এক ঝলকে মনে পড়াতে ওর জীবন বাঁচতে পারে। সেরকম বিপদে এক সেকেন্ড আগে সঠিক কাজ করা হয়তো জীবন-মৃত্যূর পার্থক্য গড়ে দিতে পারে।

প্রথমবার আমি যখন প্লেনে উঠেছিলাম (ব্যাক ইন ২০০১), টেকঅফের সময়ে হঠাৎ করে যে টানটা দেয় সেটার ঝাকুনি আর কানটান বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটায় বেশ ভয় পেয়েছিলাম বলে মনে পড়ে - "এ্যাত লোক প্রতিদিন ফ্লাই করে সমস্যা তো হয় না" - ভয় কাটানোর জন্য এই ভেবে নিজেকে প্রব‌‌‌োধ দিয়েছিলাম তখন। কিন্তু কন্যার দেখি তেমন কোন‌ চ্যাৎ-ভ্যাৎ (=প্রতিক্রিয়া) নাই - হয়তো ওর এক্সাইটমেন্ট এ্যাত বেশি ছিল যে টের পায়নি। এছাড়া একা একা ভ্রমণের অসহায় ফিলিংএর সাথে বাবা-মা'র সাথে ভ্রমণের আত্মবিশ্বাস বা নির্ভার-নিশ্চিন্ত থাকার বিষয়টা তুলনা করা যাবে না। টেকঅফের পর আর ল্যান্ডিঙের আগে প্লেন যখন এদিক সেদিক চিৎ কাইত হয় তখন এখনও আমার ভয় লাগে। কিন্তু মেয়ে দেখি তাতে আরও একটু এক্সাইটেড হয় – হুঁ হুঁ বুঝি - ভয় পাওয়ার মত বুঝদার হয়নি। আরেক পিচ্চির সাথে একবার রোলার কোস্টারে চড়েও আমার একই রকম অনুভুতি হয়েছিলো: শক্ত মাটিতে নেমে যখন আমি সুন্দর পৃথিবীতে আস্ত বেঁচে ফিরেছি বলে আপ্লুত তখন পিচ্চি আবার সেই রাইডে উঠতে চাচ্ছিলো!!

উপর থেকে ঢাকাতেও বেশ সুন্দর সুন্দর আল‌োকিত খেলনার মত স্ট্রাকচার দেখা যায়। পরিচিত শহরটাকে পুরাই অপরিচিত লাগে। টেকঅফের সময়ে লাইট নিভানো, আবার লাইট জ্বালানো এইসব ব্যাপারে মেয়েকে বেশ কৌতুহলী দেখা গেল।

৭।
প্লেনে চড়ার আসল মজা হল খাওয়া দাওয়া - অন্তত এই অঞ্চলের মানুষের কাছে। খাওয়া না দিলে আবার প্লেন কিসের! ঢাকা-যশোরের ফ্লাইটেও ঐটুকু সময়ের মধ্য খাওন দেয় – অবশ্য ঐটুকু সময় ফ্লাই করলেও একেকজনকে এয়ারপোর্টে আসা এবং ক্ষেত্রবিশেষে প্লেন ডিলে তথা ঢিলে চলার জন্য প্রচুর সময় ব্যয় করতে করতে ক্ষিদে পেয়ে যায় নাকি সব ভূখা’র দল প্লেনে উঠে তা রহস্যাবৃত। আর প্লেনে খাওয়া দাওয়া করাটা একটা আর্টও বটে – ঐটুকু জায়গার মধ্য হাতের কনুই মাত্র ৪-৬ ইঞ্চির বেশি না নাড়িয়ে, জিনিষপাতি জায়গামত রেখে খাওয়াটা প্র্যাকটিস ছাড়া কোনোক্রমেই সম্ভব নয়। তবে দেশী অনেকেই সম্ভবত আন্তর্জাতিক ফ্লাইটে হার্ড ড্রিংকের বিষয়ে বেশি আগ্রহী … থাক ঐদিকে আর না যাই।

হাউজফুল প্লেনের সামন আর পেছন দুই দিক থেকে দুইটা ট্রলিতে করে খাবার সার্ভ করা শুরু করলো। আমরা পেছনের দিক থেকে ৪ কি ৫ সারি সামনে, সুঘ্রান আসে কিন্তু খানা খাদ্য আর আসে না। সামনে খাবার দিয়ে খালি ট্রলি নিয়ে পেছনে যায়; হাসতে হাসতে হাত করে একগাদা ট্রে নিয়ে সামনেরটায় লোড করে, কিন্তু পেছনের বান্দা আর আমাদের পর্যন্ত আসে না। আমরা ভদ্র মানুষের মত হেডফোনের চ্যানেল পাল্টাই; অন বোর্ড শপিংয়ে কি কি পাওয়া যায় সেগুলো পত্রিকায় খুঁটিয়ে দেখে দেখে প্রায় মুখস্থ করে ফেলি। মেয়ের ক্ষুধায় কাতর মুখের দিকে তাকাতে পারি না। এক্কেবারে শেষ ভূখা হিসেবে আমরা খাদ্য পেলাম – এর মধ্যে আমাদের আগে পিছের সকলে রিফিল খানা-খাদ্য-ড্রিংকস চেয়ে নিচ্ছে। বুঝলাম যে ব্যাটা .. না ইয়ে মানে যে কেবিন ক্রু পেছনের দিকে সার্ভ করছিলো সে নিতান্তই আনাড়ি, সম্ভবত সেদিনই ওর ফার্স্ট ফ্লাইট – এ্যাত মানুষজন দেখে পুরা আউলায় গেছে। অন্য কেবিন ক্রুদের ওর দিকে তাকিয়ে বোকা বোকা হাসি আর চোখের চাহনি দেখে সেটা আরও পরিষ্কার বোঝা গেল। যা হোক, তাও দিতে পেরেছে এই ভেবেই সেবার কৃতজ্ঞ হলাম। কে কিভাবে ঝাপিয়ে পড়ে কোন স্টাইলে খেল সেই ডিটেইলে না যাই, সংক্ষেপে: খাদ্য বেশ উপাদেয় ছিল।

৮।
আড়াই ঘন্টার ফ্লাইট লঙ্গরখানার সার্কাস দেখতে দেখতেই শেষ। বিপদআপদ ছাড়াই ব্যাংককে ল্যান্ড করলাম। ব্যাংককে বের না হয়ে সরাসরি ফুকেট বা অন্য জায়গায় যাওয়ার আরও কিছু যাত্রী ছিল। নামার পর তাদেরকে অন্যদিকে ট্রান্সফার ডেস্কে যেতে হল। অনেকদুর হেঁটে যখন সেখানে পৌছুলাম দেখি আমরাই প্রথম … আর কেউ নাই … সব খা-খা করছে। একটু পরে আরও দুটি দেশি পরিবার আসলো - সম্ভবত হানিমুন কাপল। আমাদেরকে এখানেই সকাল ৫:৩০ পর্যন্ত প্রায় ৪ ঘন্টা অপেক্ষা করতে হবে।

প্রথম কাজ হল দেশে খবর দেয়া যে প্লেন ক্রাশ-ট্রাশ হয় নাই। জীবিত অবস্থায় পৌঁছেছি। কী করা যায় ভাবতে ভাবতেই এয়ারপোর্ট ওয়াই-ফাইয়ে লগ-ইন করে ফেলতে পারলাম। কাজেই নিজেদের খ‌োমার ছবি তুলে সেটা ফেসবুকে পোস্ট দিলাম। এখন এই ছবি দেখে যদি কোনো দু্ষ্টু বান্দা জেনে ফেলে আমরা বাসায় নাই, কিংবা তাদের খপ্পড়ে পড়ার মত কাছাকাছি আছি তাহলে তো সমস্যা। তাই ভেবে চিন্তে ছবির প্রাইভেসি দিলাম ‘অনলি মি’, আর তাতে ছোটভাই আর শ্বশুরআব্বাকে ট্যাগ করে দিলাম। এতে আমি আর এই দুইজন ছাড়া আর কারো এই ছবি দেখার কথা না। নিজের মা’কে আরও দ্রুত জানাতে হলে মেজ ভাইয়ের বউকেও ট্যাগ দিতে পারতাম – কারণ মা-সহ ওরা এক বাসাতেই থাকে, কিন্তু দিলাম না – কারণ আমার সন্দেহ উনি বিবিসি প্রকৃতির – তাই প্রাইভেসির মূল উদ্দেশ্য ব্যহত হবে।



৯।
ড্রিংকিং ফাউন্টেন থেকে পানি খাওয়াটা রপ্ত করতেও যথেষ্ট প্র্যাকটিসের দরকার। এখানে মেয়েকে সেই ট্রেনিং দিয়ে দিলাম। যথারীতি বিশাল এয়ার কন্ডিশনড ফাঁকা স্পেশ পেয়ে সে দৌড়াদৌড়ি আর এক্সপ্লোর করে সময় কাটাতে থাকল। এদিকে আমি এক দিকে কয়েকটা চেয়ারের উপরে শুয়ে ঘুমিয়ে নিলাম একটু।

সকালে কোত্থেকে জানি আরও একদল জাপানি এসে লাইনে দাঁড়িয়ে গেল। লোকজন দেখে ভাল লাগলো, সেই এনসিয়েন্ট মেরিনারের মত। সময়মতই বেশ সুইফটলি ইমিগ্রেশন পার হয়ে পরের ফ্লাইটের বোর্ডিংএর জায়গায় চলে গেলাম। একটা বাসে করে নিয়ে এসে আমাদের প্লেনে তুলে দিল। বাসের ঢুলুনির ইফেক্টে নাকি ক্লান্তিতে নাকি ভোর হওয়া দেখতে পাওয়ার আনন্দে প্লেনে উঠেই কন্যা ঘুমিয়ে পড়লো। প্লেনও সময়মত ছাড়ার জন্য ট্যাক্সি ওয়েতে টেনে নিয়ে গেল, কিন্তু তারপর খুক্ খুক্ করে করে ইঞ্জিন আর স্টার্ট নেয় না। বেশ কিছুক্ষন পর ঘোষনা দিল যে ‘টেকনিকেল সমস্যা’।

আমাদের আবার প্লেন থেকে নেমে বাসে করে টার্মিনালে আরেকটা বোর্ডিং লাউঞ্জে বসিয়ে রাখলো। সেটার সামনের বোর্ডিং ব্রীজে অন্য আরেকটা প্লেন আমাদের জন্য প্রস্তুত করতে লাগলো। আগের প্লেন থেকে এই পর্যন্ত এবং পরের প্লেনে উঠা পুরা সময়ই কন্যা গভীর ঘুমে অচেতন – কাজেই তাকে কোলে করে বহন করার মহান দায়িত্ব পালন করলাম নিষ্ঠার সাথে। সব মিলিয়ে এই ফ্লাইটে আড়াই ঘন্টা ডিলে হল। বাইরে ঝলমলে র‌োদ। চাইলে জানালা দিয়ে অনেকদুর দেখাও যায়, কিন্তু যার জন্য এ্যাত কিছু ভেবে রাখলাম সে-ই গভীর ঘুমে অচেতন হয়ে রইল।

১০।
ফুকেট পৌছানোর সময় নামার আগে দারুন সব পাহাড় আর সমূদ্র দেখা যায় জানালা দিয়ে। মেয়ে তখনও ঘুমাচ্ছে। প্লেন ল্যান্ড করার পর জোর করে ঘুম থেকে তুলে হাঁটিয়ে নিয়ে, লাগেজ কালেক্ট করে বের হলাম। বের হয়ে মি: শর্মা, মি: অমুক, মি: তমুক লেখা প্ল্যাকার্ড আর কাগজ নিয়ে অনেকেই অপেক্ষা করছে দেখলাম – খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজেও আমাদের জন্য কাউকে অপেক্ষারত পেলাম না। কী করি কী করি ভাবতে ভাবতে শেষ পর্যন্ত সেই মি: রুবেলকে ফোন করার কথাই মনে আসলো – কারণ আমাদের ট্রাভেল এজেন্টের কাগজপত্রে তাঁর সাথেই সকল বিষয়ে যোগাযোগের কথা বলা আছে।

কিন্তু ফোন করবো কিভাবে! আশে পাশে কোনো ফোন দেখছি না। বউকে দিলাম ঝাড়ি – আয়‌‌োজক হিসেবে এসব ব্যাপার আগে থেকে তার জেনে আসার কথা। বললাম, নিজে খুঁজে বের কর কিভাবে কী করবা।

১১।
এয়ারপোর্ট বিল্ডিংএর গাড়িবারান্দায় দাঁড়িয়ে ঘামছি, বিরক্ত হচ্ছি। মেয়ের ঘুম পুরা হয়নি, তাই সে ঢুলতেছে – কোলে উঠতে চায়, রেলিংএ বসে ঘুমায় – ওয়াক ওয়াক করে (এটা পুরাতন ব্যাপার আমাদের জন্য)। ওদিকে বউ আবার সিকিউরিটি চেকটেক করে লাউঞ্জে ঢুকে কয়েন ফোন থেকে না পেরে একজন অফিসারের মোবাইল থেকে শেষ পর্যন্ত যোগাযোগ করতে পেরেছে। প্রায় ৪০ মিনিট বাইরে কাটানোর পর যোগাযোগ করার ৫ মিনিটের মধ্যে ট্যাক্সি হাজির। আগেও নাকি ট্যাক্সি এসেছিলো, আমাদের না পেয়ে চলে গেছে – আড়াই ঘন্টা প্লেন লেটের ব্যাপারটা খোঁজ নেয়নি।

একটা বিষয় আগে থেকে জানা থাকলে এই সমস্যাটা হত না। এয়ারপোর্টর ভেতরে সহ বিভিন্ন দোকানে টুরিস্টদের জন্য ৭দিন মেয়াদি ১০০ বাথের টক-টাইম সহ এক্টিভ সিম (মোবাইলের) পাওয়া যায়; দাম সম্ভবত ৩০০ বাথ (= প্রায় ৭০০ টাকা) - এটা কিনে মোবাইলে লাগিয়ে নিলেই হল। এটা ইতিমধ্যে চোখে পড়েছিলো কিন্তু গুরুত্ব দেইনি বা তেমনভাবে খেয়াল করিনি। যা হোক এই তথ্যটুকু আশা করি কারো কাজে লাগবে।

১২।
এয়ারপোর্ট থেকে পাতং এ হোটেল ৪০ মিনিটের ড্রাইভ। চমৎকার ল্যান্ডস্কেপের মধ্য দিয়ে সুন্দর রাস্তা, মাঝে পাহাড়ে উঠানামাও আছে – দারুন সিন-সিনারি। মেয়ে ঘুমন্ত থাকাতে এসবই মিস করেছে। আসার পথে ড্রাইভার ব্যাটা কন্টিনিউয়াস ফোনে কথা বলেছে – যা বেশ বিরক্তিকর ও রিস্কি ছিল। হোটেলটা ছিল বিচ থেকে এক ব্লক ভেতরে - এটা অবশ্য আসার আগেই একবার গুগল ম্যাপে দেখে রেখেছিলাম। দেখলাম রাস্তা দিয়ে কোথাও কোথাও গোসল শেষে সংক্ষিপ্ত প‌োশাক পড়া লোকজন হোটেলে ফিরে যাচ্ছে!

হোটেলে আসামাত্র কাউন্টারের সামনে শরবত আর ফুলের মালা দিয়ে (!!) স্বাগতম জানালো এক মহিলা। পরে বুঝলাম – এই ফুলের মালা আসলে একটা ধান্দার অংশ; ভুজুং ভাজুং বুঝ দিয়ে অন্য আরেক হোটেলের প্রমোশন সেমিনারে নেয়ার জন্য চেষ্টা। বিষয়টা গিন্নি ধরতে পারলো আর আমাকে কড়া করে এইসব সুন্দরী মহিলাদের ট্র্যাপে না পড়ার কথা বললো। আমিও সুড়সুড় করে ঐ মহিলাকে বুঝিয়ে বললাম, আমাদের টাইম খুবই কম, ট্যূর আগে থেকেই বুক করা আছে, তাই এসব সেমিনারে যাওয়া সম্ভব না। যা হোক ৫ তলার রূমে গিয়ে মনটা ভাল হয়ে গেল। ছিমছাম রুম, একদিকে বারান্দা আছে। এসি, টিভি, গরম পানি ইত্যাদি ৩-স্টারসুলভ জিনিষপাতি সবই আছে।

১৩।
ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তিনজন হোটলের নিচতলায় থাকা রেস্টুরেন্টে লাঞ্চ করতে নামলাম। থাইফুড, ড্রিংকস ইত্যাদি খুব মজা করেই খেলাম। এরপর একটু আশপাশটা ঘুরতে বের হলাম। আসার পথেই জায়গায় জায়গায় সেভেন-ইলেভেন দেখেছিলাম – যা ছিল স্বস্তিদায়ক; কারণ আমি এবং গিন্নি দুজনেই জাপানে এই চেইন শপে গিয়েছি বহুবার। হোটেলের সামনেই রাস্তার অপরপাশে এই দোকান পেলাম। আশে পাশে একটু হেঁটে তারপর এখান থেকে আরো খাবার দাবাড়, পানি ইত্যাদি কিনে রুমে ফিরলাম।



ছাদের উপরে একটা সুইমিং পুল আছে, সেটা দেখতে ছাদে গেলাম। কিন্তু পুলে নামার উপযুক্ত জামা-কাপড়ের অভাবে নামা হল না। ভাবলাম, সময় করে এসে একবার এখানে নেমে দেখবো। পুলের পাশের চেয়ারগুলোতে বসে আইসক্রিম খেয়ে (দুপুরে কেনা, রুমের ফ্রিজ থেকে নিয়ে গিয়েছিলাম), আর চারপাশের পাহাড় আর সাগরের দৃশ্য দেখে চলে এলাম।



১৪।
ছাদে থাকা অবস্থাতেই সূর্য ডুবে গিয়েছিলো, কাজেই সৈকতে গিয়ে সূর্যাস্ত দেখা হল না সেদিন। কিন্তু সৈকত দেখতে এসে সেটা কি না দেখে থাকা যায়। কাজেই পরবর্তী গন্তব্য পাতং সী বীচ। হোটেল থেকে বের হয়ে বামে ১০০ ফুটের মত এগিয়ে পরই ডানের রাস্তাটা সোজা বীচে চলে গিয়েছে। সন্ধ্যা বেলা ডানের সেই রাস্তাটা দেখে আমি আর বউ চোখাচোখি করে বললাম – ব্যাপারস না। কারণ রাস্তাটা মূলত নাইট-লাইফ সংশ্লিষ্ট রাস্তা। রাস্তায় গাড়ি চলে না, শুধু পায়ে হেঁটে যাওয়া যায় – পুরা রাস্তাই যেন একটা মেলা। রাস্তায় লোক গিজগিজ করছে, দুপাশে সারি সারি রেস্টুরেন্ট, বার, নাইটক্লাব, দোকানপাট – উচ্চস্বরে গান বাজছে, কোথাও লাইভ কনসার্ট হচ্ছে। দুই তিন জায়গায় বারের উপরে মেয়েরা সংক্ষিপ্ততম পোশাকে পোল ড্যান্স দিচ্ছে। রাস্তার নাম “বাংলা রোড”!!

এখানেও কন্যার অবশ্য তেমন কোনো প্রতিক্রিয়া, কিংবা "এ্যাত ছোট পোশাক ছিঃ" এই টাইপের বেফাঁস কিছু বলতে শুনলাম না। বরং এটাই স্বাভাবিক এমন ভাব নিয়ে আমাদের সাথে ঘুরে বেড়ালো।! আগ্রহী হলে গুগল মামাকে একটু এই নাম “বাংলা রোড, ফুকেট” বা “বাংলা রোড পাতং বীচ” দিয়ে টোকা দিয়ে দেখতে পারেন কি বুঝাতে চাচ্ছি। আপাতত ৩য় দিন সকাল বেলা তোলা ছবি দেখেন। দিনে সব স্বাভাবিক পূতঃপবিত্র রূপ দেখে কল্পনাও করতে পারবেন না রাতে কী চলে এখানে ...






আলো-আঁধারিতে ছবি উঠবে না, তাই ভীড়ের মধ্য দিয়ে তিনজন আস্তে আস্তে জায়গাটা পার হয়ে গেলাম। রাস্তাটা বীচের পাশের রাস্তাতে গিয়ে লেগেছে। রাস্তার ওপারেই পাতং বীচ। রাতেও বীচের পানিতে পা ভিজিয়ে হাঁটা, ঝিনুক কুড়ানো, সেলফি তোলা পার্টির কমতি নাই। আমরা কিছু খাবার দাবাড় নিয়ে গিয়েছিলাম বাংলা রোডের সেভেন ইলেভেন থেকে। বীচে বহুক্ষন ঘোরাঘুরি করে ওপাশের ফুটপাথে হাঁটলাম। এক জায়গায় ঝোলাঝুলি করার জন্য গাছ থেকে মোটা দড়ি আর তার মাথায় একটুকরা গাছের ডাল দিয়ে রেখেছে। কয়েক বার কাপল, ট্রিপল লোকজন হাঁটতে হাঁটতে এসে ওটা দেখে ঝোলাঝুলি করে বা দোল খেয়ে গেল। ফুটপাথের উপর সাদা কাঁকড়া এদিক সেদিক দৌড়াচ্ছে মাঝে মাঝে। কাঁকড়াগুলো সামনের দিকে না বরং পাশের দিকে দৌড়ায়, আর হঠাৎ হঠাৎ স্ট্যাচুর মত চুপচাপ দাঁড়িয়ে থাকে – দেখলে মনে হয়ে কিছু একটা পড়ে আছে - গ্রেট টেকনিক।



১৫।
ঘন্টাখানেক বীচের হাওয়া খেয়ে ফেরার পথে বাংলা রোডে ম্যাকডোনাল্ডে ঢুকে খাওয়া দাওয়া সারলাম। ফেরার পথে নাইট লাইফ আরো একটু বেশি গিয়ারে চলছে মনে হল। প্রায় শেষরাত পর্যন্ত এখানকার হট্টগোল শোনা গিয়েছিলো হোটেল থেকেই। পরদিন আমাদের প্যাকেজে থাকা ট্যূর। হোটেলের ফোন থেকে এ বিষয়ে জানতে ট্রাভেল এজেন্টকে ফোন দিলাম – বললো সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে পিক করবে হোটেলের লবি থেকে; আরও জানালো সেভেন ইলেভেনেই ৭দিনের সীম কার্ড পাওয়া যায় – ইচ্ছা করলে কিনে নিতে পারি, এতে যোগাযোগের সুবিধা হবে।

ফোনের পর পরই নেমে সামনের 7-Eleven থেকে সীম কার্ড কিনলাম। এই হোটেলেও ওয়াই-ফাই সুবিধা ছিল।

পরদিনও সন্ধ্যায় সী-বিচে গিয়েছিলাম পা-ভিজিয়ে হাঁটার জন্য। ফেরার পথে সেদিন বীচের ধারে একটা পিজার দোকানে ঢুকেছিলাম পিজা খাওয়ার জন্য। সাথে ফিশ ফিঙ্গারও খাওয়া হল। এখানে লোকজন দেখি এসি-ইনডোরের চেয়ে আউটডোরেই বেশি থাকতে চায়। তাই আমরাও বাইরেই বসেছিলাম। এর মধ্যে একটা স্ট্যান্ডার্ড সাইজের তেলাপোকা হেলেদুলে ফ্লোরে ঘুরে বেড়াতে লাগলো … হয়তো কোনো গাছ থেকে নেমেছে। সেটা দেখে পাশের টেবিলের দুই মহিলা মোটামুটি দোকান থেকে ভেগে গেল। আর অন্য পাশের টেবিলে আসা ৫ জন দশাশই আরব যুবক পা-টা তুলে একাকার অবস্থা। এইসব দেখে লজ্জা নাকি দূঃখে তেলাপোকা চলে গেল।



(পরের পর্বের জন্য এখানে ক্লিক করুন: ফুকেট ও ব্যাংকক ভ্রমণ - ৩)

শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬

ফুকেট ও ব্যাংকক ভ্রমণ - ১

১।
গত কয়েকমাস যাবৎ 'বিদেশ ঘুরতে যাব' 'বিদেশ ঘুরতে যাব' করে করে বউ আমার মাথাটা প্রায় নষ্ট করে ফেলেছিলো। কিছুদিন আগে আমার ছোটভাই মালয়েশিয়া ঘুরে এসে ফেসবুকে গরম গরম দারুন ছবি পোস্ট করেছিলো। এরপর আরেক কাজিন ভুটান ঘুরে এসে যে দূর্দান্ত সব ছবি দিল তা দেখে আমিই উত্তেজিত হয়ে গিয়েছিলাম। তো বউয়ের মাথা গরম হওয়া স্বাভাবিক। এই উপলক্ষে বেশ কয়েক মাস আগে একবার আমাকে জোর করে এক ট্রাভেল এজেন্টের কাছে নিয়ে গিয়েছিলো। তখন কোথায় কোথায় জানি ঘুরতে জনপ্রতি প্রায় ৮০ হাজার টাকা করে খরচ হবে এমন একটা এস্টিমেট দিয়েছিলো। মধ্যবিত্তের সংসারে টাকা খরচ করার মত আরো অনেক জরুরী বিষয় থাকে – সেগুলা বাদ দিয়ে ঘোরাঘুরি করার মত ঘোড়ারোগ থাকা ঠিক না।

ঘুরতে না গেলে যেহেতু ফেসবুকের স্ট্যাটাস ঠিক থাকে না তাই বাধ্য স্বামীর মত আমিও মিন মিন করে “সব আয়োজনের দায়দায়িত্ব গিন্নির” - এমন শর্তসাপেক্ষে রাজি হয়েছিলাম। কিন্তু শুধু রাজি হলেই তো হবে না, অফিস, স্কুল সব ছুটি লাগবে। গত কোরবানীর ঈদে আমার, বাচ্চার স্কুল আর গিন্নি – তিন জনেরই একটা কায়দামত ছুটি পাওয়া গেল।

২।
ঘোরাঘুরি করতে গেলে শুধু টাকা জমালেই হবে না, সাথে পাসপোর্ট ভিসা সংক্রান্ত বিষয়ও জড়িত থাকে। তাই দীর্ঘমেয়াদী প্রস্তুতির অংশ হিসেবে একদিন বউ-বাচ্চা সহ তিনজন স্টুডিওতে গিয়ে ছবি তোলানো হল। প্রায় মেয়াদ শেষ হয়ে যাওয়া পাসপোর্টগুলো নবায়ন (রিইস্যূ) করাতে হল। ভিসা করানোর দায়িত্ব ট্রাভেল এজেন্টের। তাদেরকে বিভিন্ন ডকুমেন্ট জমা দিতে হল। নিজের অফিসের নো-অবজেকশন সার্টিফিকেট; মেয়ের স্কুলের শেষ বেতনের রিসিট; ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি ইত্যাদি। মেয়ের স্কুলে যোগাযোগ করে ওর নাম থেকে ডাক নাম বাদ দেয়ানো হল যেন পাসপোর্ট আর স্কুলের ডকুমেন্টে একই রকম থাকে। সেই বাদ দেয়ানোর পর আবার একমাসের বেতন পরিশোধ করে সেই নামসহ রিসিট রেডি করা হল।

থাইল্যান্ড গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চাইলে ফুকেট যেতে হবে – এমন একটা তথ্য দিয়ে আগুনে ঘি ঢালার কাজটা করেছিলো গিন্নিরই এক বান্ধবী। সে যেনতেন বান্ধবী নহে; ওনারা মিয়া-বিবি একেবারে ব্যাংককের AIT থেকে মাস্টার্স পাশ করা – কাজেই ওখানকার হালচাল ভালই জানেন।

৩।
সব খরচা গিন্নি বহন করবেন বললেও শেষ মুহুর্তে শর্ত ভঙ্গ করে আমার কাছে একলাখ টাকা চাঁদা দাবী করে বসলেন তিনি। সেই আগের ট্রাভেল এজেন্টের কাছেই এবার ঈদের সময়ে নাকি বেশ ভাল একটা ডীল পাওয়া গেছে বলে জানা গেল। ঢাকা থেকে ব্যাংকক হয়ে একেবারে ফুকেট যাওয়া এবং আসা মিলিয়ে প্লেনভাড়া লাগবে বড়দের জনপ্রতি ৪০ হাজার টাকার মত। আমি মনে মনে হিসাব মিলানোর চেষ্টা করতে থাকলাম: ঢাকা থেকে যশোর প্লেন উঠা-নামা বাদ দিলে ২০-২৫ মিনিটের ট্রিপ – সেটাতে লাগে ৪২০০ টাকার মত, আর এটা ২:৩০ + ১:১০ = ৩ ঘন্টা ৪০ মিনিটের ট্রিপ – সেই হিসাবে ১০ গুন ভাড়া যুক্তিসংগত বিবেচনা করা যেতে পারে। পরে অবশ্য দেখেছি, এর মধ্যে প্রায় অর্ধেকই বিভিন্ন ট্যাক্স – আসল প্লেন ভাড়া ৩০০ ডলারের কম।

এরপর ভিসা ফী। ট্রাভেল এজেন্টকে এজন্য জনপ্রতি ৪ হাজার টাকা করে দিতে হল। ৫ কার্যদিবস লাগে ভিসা বের হতে। এটা নিয়ে কোনো টেনশন ছিল না আমার বা ট্রাভেল এজেন্টের; কিন্তু বউয়ের টেনশনের শেষ ছিল না …

ঘোরাঘুরি আর থাকার খরচ: সকালের নাস্তাসহ ফুকেটে ২ রাত (৩ দিন) আর ব্যাংককে ৩ রাত (৩ দিন) থাকা, দুইবার এয়ারপোর্ট-হোটেল ট্যাক্সি এবং দুইটা গাইডেড ট্যুরে (লাঞ্চ সহ) আমাদের ৩জনের (মিয়া-বিবি-বাচ্চা) খরচ পড়লো ৫৫ হাজার টাকা। ফুকেটের হোটেল নাকি ৩ স্টার, আর ব্যাংককে ৪ স্টার! ভাবলাম গিয়ে দেখি ঘটনা কি!

৪।
শর্ত অনুযায়ী ;-) সব দৌড়াদৌড়ি গিন্নি করেছেন। আমি যতটুকু না করলেই না ততটুকু করেছি। এমনকি আমার কী কী কাপড়চোপড় নিয়েছে তা-ও জানতাম না (লজ্জিত ইমোটিকন হবে)। ঈদের আগে পরীক্ষার সিজন --- মাস্টারি করি বলে পরীক্ষা-খাতা দেখা-গ্রেড-পরের সেমিস্টারের রুটিন সব সামলিয়ে এই সময়ে এক মুহুর্ত সময় থাকে না।

ট্রাভেল করতে হলে নাকি জিন্সের প্যান্ট লাগবে, কিন্তু আমার পুরানো কোনো প্যান্টেই ঢুকতে পারি না এখন – তাই যেদিন সন্ধ্যায় ফ্লাইট সেদিন দুপুরে একটু তাড়াতাড়ি বাসায় ফেরার পথে বসুন্ধরার বেসমেন্টের মোস্তফা-মার্ট থেকে আমি ঢুকতে পারি এমন একটা জিন্সের মালিকানা নিলাম। তবে জিন্সগুলোর পা বানিয়েছে রন-পা'র মাপে। কাটাকাটির সময় নাই তাই ওগুলোই গুটিয়ে পড়তে হবে।

সন্ধ্যায় ঐ প্যান্ট পড়ে রওনা দিয়ে বুঝলাম মাপমত কিনলেও ওটা জায়গামত থাকতে চাচ্ছে না। ভাবলাম হাল ফ্যাশনে তো আস্তে আস্তে জিন্স নিচে নামছে, আমারটাও সেই পথ ধরেছে।

এয়ারপোর্টের চেক-ইন আর ইমিগ্রেশন পার হওয়ার পর দেখি প্লেন লেট। বসে থাকতে থাকতে হঠাৎই স্কুলের ঘনিষ্ট বন্ধুর সাথে দেখা। টেক্সটাইল ইঞ্জিনিয়ার বন্ধু কাজ করে মার্চেন্ডাইজে: ঈদের সময়ে বেচারা আর তার এক কলিগকে আমেরিকায় ক্লায়েন্টের সাথে গল্পগুজব করে কাটাতে হবে। সাধারণত ঐসকল ক্লায়েন্ট অর্ডার দিতে দেশে আসে, কিন্তু বর্তমানে নিরাপত্তাজনিত কারণে আসবে না। আমার ভূড়ির বাড়ন্ত সাইজ দেখে বেশ অবাক হল। কিছুক্ষণ আমাদের সাথে গল্পগুজব করার পর ওর ফ্লাইটে চড়ার ডাক দিল।

কন্যা এই ভ্রমন সংক্রান্ত বিষয়ে এমনিতেই একটু এক্সাইটেড ছিল; এয়ারপোর্টের ভেতরে বিরাট এয়ারকন্ডিশনড্ স্পেস পেয়ে তো সে মহা খুশি, আর দৌড়াদৌড়ি করে কাটিয়ে দিল। আর এদিকে আমিও একটা বেল্ট কিনে জিন্স-বাবাজিকে ঠেকিয়ে দিলাম।

৫।
ঢাকা এয়ারপোর্টে শেষ পর্যন্ত প্রায় এক ঘন্টা ডিলে হল। তবে এটা নিয়ে কোনো মাথাব্যথা ছিল না, কারণ এমনিতেই ব্যাংককে গিয়ে প্রায় সাড়ে ৫ ঘন্টা ট্রানজিটে থাকতে হত। কন্যার জন্য এয়ার ট্রাভেল এই প্রথম। বেশ কয়েক সপ্তাহ আগে প্লেনের ভেতরে কেমন হয় ইত্যাদি সংক্রান্ত শিক্ষামূলক ভিডিও দেখিয়েছিলাম (ইউটিউব), এছাড়া ঢাকা-যশোর ফ্লাইটের নিজের করা ভিডিও দেখিয়েছিলাম। তাই হয়তো চেক-ইন, বোর্ডিং এর লাইন ইত্যাদিতে যতটুকু এক্সাইটমেন্ট দেখলাম, প্লেনের ভেতরের বিষয়গুলোতে ততটা দেখলাম না।

ব্যাংকক এয়ারওয়েজের বিমানটি যা ভেবেছিলাম তার চেয়ে অনেক ছোট ছিল (এয়ারবাস ৩২০)। প্রতি সারিতে  দুইপাশে ৩+৩টা করে সিট, মাঝে ওয়াকওয়ে --- অবশ্য আমাদের ৩ জনের জন্য ৩ সিটের বিষয়টা পারফেক্ট ছিল।

আকাশ থেকে নিচের দুনিয়া কেমন দেখায়, মেয়েকে সেটা দেখানোর শখ ছিল, কিন্তু রাতে ফ্লাইট হওয়ায় সেটা আর হল না। সকালে ব্যাংকক-থেকে ফুকেটের ফ্লাইটটিতে ওকে দেখাতে পারবো ভেবেছিলাম।

(পরের পর্বের জন্য এখানে ক্লিক করুন: ফুকেট ও ব্যাংকক ভ্রমণ - ২)

মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

GIMP টিউটোরিয়াল: সাদাকালো ছবি থেকে রঙিন ছবি বানানো

পুরাতন স্ক্যান করা স্মৃতিময় ছবিগুলোকে এডিট করে রঙিন করা যায়। বেশ কিছু স্টুডিও এবং পেশাদার এই কাজ করে থাকেন। আমি কিছুদিন আগে এই ধরণের একটা কাজ (নাকি অকাজ!) ফেসবুক এবং প্রজন্ম ফোরামে পোস্ট করার পর ফোরামের একজন সদস্য কিভাবে করেছি সেটা জানতে চেয়েছিলেন। হতে পারে, আরও কেউ দেখে কিভাবে করেছি সে বিষয়ে কৌতুহলী হয়েছেন। তাঁদের জন্য এই পরিশ্রমটুকু করলাম। আশা করি আমার হাতুড়েবিদ্যা আপনাদেরও কাজে আসবে ....

টিউটোরিয়ালটা আগের মত gif এনিমেশন না করে আলাদা কয়েকটা ছবি/স্লাইড আকারে তৈরী করেছি। প্রয়োজনীয় টেক্সট ছবির মধ্যেই আছে। অতিরিক্ত কিছু কথা হয়তো কোনো কোনো স্লাইডের সাথে যুক্ত করতে পারি।

পটভূমি / ভূমিকা টাইপের হাবিজাবি

https://lh3.googleusercontent.com/-w98ZQMLqc4Q/V5_QjsXfDAI/AAAAAAAAExo/YCIWmSyhRtEe7hTtE7n-xP8_j3AGYrZEACCo/s800/Coloring_Tuto_00.png

https://lh3.googleusercontent.com/-vAa5l30Xt1k/V5_QjnkaYyI/AAAAAAAAExo/Yhg27utq6fYMHPOO_oHy_UNucSoTJ8yVACCo/s800/Coloring_Tuto_01-800x800.jpg

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjB9Z6p7YJAVx7usZtZd3nj1i60s1wKRq-CvPi2Lkcws9n3LVqYcMXsYw_poy2_yJbzypyoT7c8Pem62o_WrPtbRPUfuA7cr_xKRIDFwDLI2OMgm9N0-mKp_71vIhDhwhQjbXYSq83j8v94/s800/Coloring_Tuto_02-800x800.jpg

https://lh3.googleusercontent.com/-Va3CEHRyR8w/V5_R1C3Yo4I/AAAAAAAAEyE/_g7gkQzQXqUTZJoQEJ0i4TheFKTia8ZUQCCo/s800/Coloring_Tuto_03-800x800.jpg

বিকল্প টেকনিক:
https://lh3.googleusercontent.com/-bTnprtz2X_M/V5_Qjh-0ytI/AAAAAAAAEx4/LpZczaFIf1wMM0IIIWHJW-0V4tZTGJUrACCo/s800/Coloring_Tuto_04-800x800.jpg

https://lh3.googleusercontent.com/-RoevY38C5Kw/V5_QjlgRCQI/AAAAAAAAExo/6sf3dDtLE-oKTEzNyvupoKNQbAkKZTQVgCCo/s800/Coloring_Tuto_05-800x800.jpg

এই পদ্ধতিতে সমস্যা হল মূল ছবিটাতে রং পরিবর্তন হয়ে যায়। সেটা আগের অবস্থায় আনতে চাইলে আন-ডু কিংবা ডিস্যাচুরেট করা যাবে। তবে ডিসিলেক্ট করলে বা অন্য কিছু সিলেক্ট করার পর এখানে আবার পরিবর্তন করতে চাইলে আবার কষ্ট করে পুরা শেপটা সিলেক্ট করতে হবে। এখানে একটা ছোট্ট টেকনিক খাটালে সেই খাটুনি এড়ানো যায় --
-- একটা ব্ল্যাংক ট্রান্সপারেন্ট লেয়ার নিয়ে সেখানে এই সিলেকশন করা অংশটুকুর ভেতরে একটা রং ফিল (বাকেট টুল দিয়ে) করে রাখা যেতে পারে। এই লেয়ারটা সবার নিচে কিংবা হাইড (চোখ বন্ধ) করে রাখা যায়। দরকারের সময়ে শুধু ঐ লেয়ারে গিয়ে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে ঐ রংটা সিলেক্ট করে তারপর আসল লেয়ারে সহজেই পরিবর্তন করা যাবে।
পরবর্তী স্ক্রিনশটে খেয়াল করলে মূল লেয়ারের নিচের দিকে তেমন একটা লেয়ার দেখতে পাবেন।

আসল টেকনিক
https://lh3.googleusercontent.com/-n8kejybMHP8/V5_QjrRfMbI/AAAAAAAAExo/FOKNbRdKK-8Z1WdG5Hzgp7oSqyRxd7RiQCCo/s800/Coloring_Tuto_06-800x800.jpg
মেনু থেকে না করে লেয়ারের উপর রাইট ক্লিক করেও এসব করা যায়। রং সিলেকশন মিস/ভুল হলেও সমস্যা নাই। ২ স্লাইড পরে এটা পরিবর্তনের টেকনিক দেখানো হয়েছে ...
https://lh3.googleusercontent.com/-mrJvzgagJOw/V5_QjuDiMbI/AAAAAAAAExo/pZeCuueJOKIFKKcXO4N4OIuVWiWSJBQdACCo/s800/Coloring_Tuto_07-800x800.jpg

৩নং ধাপটা যেন মিস না হয় ...
https://lh3.googleusercontent.com/-9fAQ57RRWBU/V5_Qjr7Wr4I/AAAAAAAAExo/dF-lglPJ2Okg-ywsWXlo65YhvPUTqiuXwCCo/s800/Coloring_Tuto_08-800x800.jpg

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2IGoOO9UJEsQUZJmgy3QXvPsvYOZvB4PbV1IpTwJujrgczxgIYjBcbYwO8mtxN04GJ9AgJiqJlT-xA0i9avUaZ15JLQU06bGBWfumRwpKDz44F1F9Zdg0T1WNBjrt8Ejdm35tEm3CLZva/s800/Coloring_Tuto_09-800x800.jpg

উপসংহার:
https://lh3.googleusercontent.com/-L3Vqf1paekc/V5_QjoTQTYI/AAAAAAAAExo/UCIPhSaPEqorE4dJQ1q44iJ2X49Fj0UtACCo/s800/Coloring_Tuto_10-800x800.jpg

টিউটোরিয়ালের বিষয়, উপস্থাপনা বা এ সংশ্লিষ্ট ফীডব্যাক (মন্তব্য) পেলে ভাল লাগবে। ধন্যবাদ।