শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

GIMP গিম্প এ গুতাগুতি

বাবা-মার পুরাতন কিছু ছবি একটা এলবামে ছিল। সেগুলো স্ক্যান করলাম। কয়েকটা ছবি লালচে ছিল। সেগুলো একটু ফটো এডিটরে দিয়ে চেষ্টা করতেই দূর্দান্ত কালার চলে আসলো। ক) নিচে এরকম ছবি, আর কিভাবে করেছি সেটার এককটা ৩:৩২ মিনিটের ক্লিপ দিলাম। খ) এছাড়া আরো একটা এডিট করা ছবি, আগে পরে দিলাম (ভিডিও নাই)। গ) তৃতীয়ত, বাবা-মা'র একটা পুরাতন সাদাকালো ছবিকে স্ক্যান করার পর ঠিক করে তারপর ভাবলাম রঙিন বানাই। একটু ঘষাঘষি করা পর অসংখ্য অপশন চলে আসলো -- যেটা খুশি বেছে নাও। ১৬ সেকেন্ডের একটা ক্লিপে সেটা দেখালাম।

ক)



 

 


 

খ)

 



 

গ)