GIMP টিউটোরিয়াল - আয়তাকার বাক্সের পাশে ছবি লাগিয়ে সেটার ইচ্ছামাফিক ছবি তৈরী (এনিমেটেড টিউটোরিয়াল)
একটা গোলক, সিলিন্ডার বা বাক্সের গায়ে ছবি বা লেখা দিলে সেটাকে সামনাসামনি
সমতলে থাকা ছবির চেয়ে ভিন্ন দেখাবে এ তো জানা কথাই। তবে সেটা করার
পদ্ধতিটাও যে বেশ সহজ তা পরের টিউটোরিয়ালটা দেখলেই বুঝতে পারবেন।
টিউটোরিয়ালটা একটা এনিমেটেড gif ফাইল। মোট দৈর্ঘ্য প্রায় ১০ মিনিট। এতে ৭৭টা ফ্রেম আছে। যদি টিউটোরিয়ালের টাইমিং গ্যাঞ্জ্যাইম্যা মনে হয়,
তাহলে এটা ডাউনলোড করে (সাইজ ১.১ মেবা) গিম্প দিয়ে খুলে তারপর মেনু থেকে
Filters --> Animation --> Playback... এ গিয়ে একটা একটা করে ফ্রেম
নিজ ইচ্ছামাফিক আগিয়ে দেখতে পাবেন।
1 টি মন্তব্য:
সত্যিই দারুণ............
একটি মন্তব্য পোস্ট করুন