ছবি পোস্ট: কাওরান বাজার আন্ডারপাস আর বাসা
আজ বউয়ের ক্যামেরা চুরি করেছিলাম। হুঁ ভাই, না বলে নেয়া হলে সেটা চুরিই। আফটার অল এই ক্যামেরা তিনি আমাকে
দিতেই চান না। আজকে আমি যখন বের হই, উনি তখন ঘুমাচ্ছিলেন। সুড়ুৎ করে ড্রয়ার
করে ক্যামেরা পকেটে নিয়ে ফুড়ুৎ করে বের হয়ে গেলাম। ফেরার সময় ভাবলাম আকামে
কিছু ছবি তুলি ...
১। ঈদের বেশ কিছুদিন আগেই কাওরান বাজারের আন্ডারপাসটার সৌন্দর্যবর্ধন করা হয়েছে। তা আজ কোনোরকমে একটা স্ন্যাপ নেয়ার চেষ্টা করলাম:
২। এর দুইপাশের প্রবেশপথে অনেক প্লাস্টিক বা কাগজের প্রজাপতি লাগিয়েছে, যা হঠাৎ দেখলে দারুন লাগে
৩। সাথে সিসিটিভি ক্যামেরাও আছে। এগুলা দিয়ে কে কী দেখে? কোত্থেকে দেখে? কিংবা আদৌ দেখে কি না? সেটা অবশ্য জানা গেল না ...
৪। ফাও শট
৫।
আন্ডারপাস থেকে বাসা ৪ মিনিটের হাঁটা পথ (ভাড়া থাকি)। তো গেটে গিয়ে ভাবলাম
একটা ছবি নেই, গুগল ম্যাপে (প্যানারোমিয়া) দিব। প্যানারোমিয়াতে আশা করি সব ঠিকঠাকমত দিয়েছি, তাও এখনও এটা দেখতে পাইলাম না।
৬।
বাসার বারান্দাগুলোয় আছে প্রিয় গাছগুলো। প্রতিদিন সকালে নিজে খাওয়ার আগে,
এমনকি মাঝে মাঝে বাচ্চারে খাওয়ানোর আগে এদের পানি দেই। ছবিটা কয়েকদিন আগে
নেয়া অবশ্য।
৭। বাইরে থেকে বারান্দার গাছগুলো বেশ ভালই দেখায় - নিজেকে ধনী মনে হয় তখন ... ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন