বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০১৫

পরিবেশ প্রকৌশলীর খারাপ (গরীব) ক্যামেরার হিজিবিজি

১। গত ২৪ জানুয়ারী ইপিজেডে গিয়েছিলাম। মনে আছে সেই লেখাপড়া মার্কা পোস্টটা? -- সেদিনই এই ছবি তোলা, ওখানকার পাওয়ার স্টেশনের ছাদ থেকে। বেশি জানতে ইচ্ছা করলে গুগল ম্যাপকে 23.947858, 90.275323 লিখে সার্চ দেন।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1Iiec4nrRA6qmfFcizqomijlEZzCLzjoIIFn0RSyP9Qz6On68tXOZt849OYY6mJxDix6jDwIobnPH4URy3gOKfCX1SIao3kVZIFY-zNTUL-tw3f_y89bptA4h6VV4aM38dHd0wmZyRx9P/w732-h549-no/
২। ঐ একই জায়গা থেকে ইপিজেডের দিকে শট। আমাদের বাহন জলপাই বাসটাও দেখি ছবিতে আছে।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmL1pqrkVsxwDMNkMPuN4BsWOyUlKb_eKDrw9lYr2sKry0Zvo9QnzYpfoxd00lbCQbnl6XS2vClTJIQbXBpMJ4b8l3CxBHYwlu10cWFkd2Aoz5lUb6fnWa58d2HbkVXbk4nEObk8HdBJhx/w732-h549-no/20150124_161458.jpg
৩। অনলাইনে রকমারী ডট কম থেকে প্রথম (এবং শেষ) বই কেনা। শেষেরটা বই না -- পেপার টেকনোলজি সহ কিন্ডেল: সেখানে চাঁদের পাহাড় (সিনেমা হয়েছে) ডাউনলোড এবং কনভার্ট করা।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-MV_ahAOBCWSr8Wjwkj5tq6ZZmpb8kjs7RlTme-B-y8mPfTdSi8TcCdFikvBpfLZ8s_5fzRN-mrYntTbzwxtMtzCaqdLWICtsY9wmWmxcZ-_FM4rKa-JBcCyT_uqgfwMKIrNxpquCwbIz/w732-h549-no/20150219_221335.jpg
৪। কনস্ট্রাকশন করতে গিয়ে রাস্তার অর্ধেকই দখলে। আশা করি তাদের যথাযথ অনুমতি নেয়া আছে। ছবিটা বনানি পোস্টঅফিসের পাশের লোকেশনের। ছবির উপরে (একটু বামের দিকে) ওখানকার স্টার-কাবাবের অংশ বিশেষ দেখা যাচ্ছে।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjk63b-Uv14D9NsaGbDgQmUS8lQ8ju3LzHHOrRGNgRyBAIM-1Wjt3aNtTFE9hoakXnnwDEv7RqSZaoo0tRoFRPSHltLZbBVDBhFi8R30yNCsyKLGQdW9oG91oronn8MPc4Y84OddNGAjbfN/w732-h549-no/20150305_150259.jpg
৫। জঙ্গলে মঙ্গল -- বাসার গলির মাথায়। দেখলেই যেতে ইচ্ছা করে -- একদিন হয়তো গিয়ে হাজির হব।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6T4S4xOsKj1_-0lhmyr38RtsksHqf3raBJW2mJqPurPi7pNODah4xiKFyDE965vrGCpr4bf7_s8b9yK-prtPnFk6R2y0JS7G6b-m2SOqPj1g09mxVFdPmQHL-6aTWF-xjZBMEmJFC8RsS/w732-h549-no/20150314_084001.jpg
৬। মেঘনা ব্রীজের উপর, বাসের জানালা থেকে ভাটির দিকে ক্লিক। ২৪-মার্চ-২০১৫ এই যাত্রায় গরমে সিদ্ধ ও অসুস্থ হয়ে গিয়েছিলাম।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_LGXN7ix7904cqSwPEwThgowkmPS41wW8igzJvLjYDWiiZYYa6ckQsJjKfXE1A5-f6wNh2___e27soIu2Tb4KvCmUDLj-nqLzcH8UHCDDtjBbdoAlPrsKttK3B-I8H9lnGsA7wHuMcsbY/w732-h549-no/20150324_092203.jpg
৭। এর আগে এটার থ্রি-ডি ইমেজ পোস্ট করেছিলাম (প্ল্যানিং ধাপে)। এবার আসল জিনিষের পালা ... প্রায় কমপ্লিট: ২৪-মার্চ-২০১৫ টেস্ট রান শুরু করলাম। জায়গার নাম: লাকসাম --> মনোহরগঞ্জ --> বচইড়। গ্রামের পাইপ লাইন।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5RTaa9KWAa2K3MaUEiOYlwktjJTSbaiXhWLslboRFMM_2asidoYTfvHs8Np0PcvBrlRaBgU6sjqUraNvLM_ElpU_hmv1NPgq-3pFMvnykyoHyQuYvk_v9mY8Ue3GN-hciDMoVNlVX3zAT/w732-h549-no/20150324_130040.jpg
৮। একই জিনিষ। টাওয়ারের মাঝখানের ফাঁকা জায়গাটায় উঠে এদিকে নেয়া। আগের ছবিটা ডানের ঐ পুকুরের ভেতরে নেমে নেয়া। গাছপালার পাতা থেকে রক্ষা করতে এই ইউনিটগুলোর উপরে ঢাকনা দেয়া হয়েছে।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEMLD8E2YkE6i5Cxas_zbgq_diBTR-NS-NbDnqkl8akxTXdo4e_w5h5nSeuvjMEj8v9bJ4p5PCtiRIXZtPXrvfa44q86rggSVqmvjYwQyWcZzeuBbM-54nOpfvaxdk-8odI7ZFT3T45eWY/w732-h549-no/20150324_131841.jpg
৯। এটার উপরে উঠে ঢাকনা সরিয়ে একটু উঁকি দিয়ে দেখলাম। এটার নাম টিউব-সেটলার।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiH7DX60aH1z6lGlwzK4GVEuuCT6NKXs5fmWVwRaD-t3LLqDPV52E77AnosNwfepkdGfSIyCCseDfyLniPlW_fnJFquZnaPNaaYCTbYjd53d0FqC04wyzlyNXrwiV0R9DV_ajcodbmediPI/w412-h549-no/20150324_163047.jpg
১০। এটা আরেকটা। টেস্ট রান পরেরদিন শুরু করার কথা। জায়গা: লাকশাম --> মনোহরগঞ্জ --> মির্জাপুর
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjexiZHQ69yYUNZgTXoLUI9Z7MPVnwgp6VqD_YKjtyQVZhmZS3TdLZTUVlkzhKPljhv5_nwk9IFOZfNlnDRCqXbNDUU-NdHT5JjacMe_cFygktOYud6k9J_hBHuysQnkEGgoNmaO0Ymk7nT/w732-h549-no/20150324_172104.jpg
১১। অফিসের ছাদের রেনোভেশন চলছে। শেষ হলে আরও সুন্দর হবে, কারণ লেকের ভিউটা ভালভাবে দেখা যাওয়ার জন্য ক্যান্টিনের কিচেন সরিয়ে ফেলা হয়েছে + আরও কিছু মেজর কাজ করা হয়েছে।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLxRSpI1G8MePX7ZG2oNlG63zEUIDlIBMZ34EP6Qwdf47DJ8HlOEfe-bCpBl_gcRwEoGa2PuWf7KEnF1mxtX9S-3w7dt3mlpi22lGAgKi4_dphCKD0UBueYvoQ0Y2_n89kc5I7wWNUxcnr/w732-h549-no/20150325_170404.jpg
১২। এই ধরণের পাইপ ফিটিং আগে সামনাসামনি দেখিনি। তাই ফটুক তুলে রাখলাম। এগুলোর দাম লোহার পাইপ ফিটিংয়ের চেয়ে বেশি।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7MLvS7C2_JvoHQ_PweFuV07l3MBZAyX1Hvl3Gjxk9TlDPAEOW4aPBwAgE-jxcTtmnyxIrowNBDyO-J_aEI9636I11F-Ee1fR81G_VmwwGdPbiCdjbiwEKOL7LukDWk-c_PdAQReXoXp2K/w732-h549-no/20150325_170414.jpg
সবগুলো ছবিই মোবাইলের গরীব ক্যামেরায় তোলা। আজেবাজে (!) ছবি ধৈর্য ধরে দেখার জন্য আগাম ধন্যবাদ।

কোন মন্তব্য নেই: