সোমবার, ৬ এপ্রিল, ২০২০

কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সের জন্য ম্যাটেরিয়াল


আমাদের সিলেবাস আপডেট করেছি নতুন ব্যাচগুলোর জন্য। সেখানে কম্পিউটার ফান্ডামেন্টাল ল্যাব নামে একটা ল্যাব কোর্স দেয়া হয়েছে। আশা করি এর ফলে পরবর্তীতে ক্যাড, প্রোগ্রামিং করতে আসা সকলেই আরো ভালভাবে শিখতে পারবে। এবার এই কোর্সের একটা সেকশন পড়াচ্ছি। কোর্সটা নতুন, তাই মাস্টারও খাবি খায়, কী শেখাবে, কী শেখাবে না এসব ভেবে। কিন্তু এটা আমার জন্য কিছু বিষয় শেয়ার করার একটা সুযোগ হিসেবে চলে এসেছে। এই কোর্সে ব্যবহারের জন্য বানানো ভিডিও এবং পাঠ্যগুলো এখানে সন্নিবেশ করে রাখা হল। নতুন কিছু তৈরী হলে সেগুলোও এখানে আপডেট করে দেয়া হবে।

১। ডকুমেন্টে স্বয়ংক্রিয়ভাবে সূচীপত্র তৈরী করা
২। ডকুমেন্টে স্বয়ংক্রিয়ভাবে সূচীপত্র তৈরী -০২
৩। মোবাইলেই স্প্রেডশীট 
৪। মোবাইলে জায়গার জিপিএস লোকেশন জানা (ইন্টারনেট ছাড়াই) 
৫। জিপিএস লোকেশন দিয়ে ম্যাপে খুঁজে বের করা 

১। ডকুমেন্টে স্বয়ংক্রিয়ভাবে সূচীপত্র তৈরী করা


২। ডকুমেন্টে স্বয়ংক্রিয়ভাবে সূচীপত্র তৈরী -০২


৩। মোবাইলেই স্প্রেডশীট 


। মোবাইলে জায়গার জিপিএস লোকেশন জানা (ইন্টারনেট ছাড়াই)


৫। জিপিএস লোকেশন দিয়ে ম্যাপে খুঁজে বের করা 


কোন মন্তব্য নেই: