রবিবার, ১০ জুলাই, ২০১৬

লিব্রে অফিস - কাজের উদাহরণ

যাঁরা লিব্রে অফিস নামক অফিস সফটওয়্যারের সাথে পরিচিত নন, তাঁরা হয়তো ভাবতে পারেন -- এটা দিয়ে আসলে কি স্ট্যান্ডার্ড অফিস ডকুমেন্ট প্রস্তুত করা যায়? তাদের জন্য লিব্রে অফিসে করা কয়েকটা স্যাম্পল ডকুমেন্ট এখানে দিলাম।
লিব্রে অফিস থেকে যে কোনো ডকুমেন্ট সরাসরি পিডিএফ করা যায় (বহু আগে থেকেই)। এই পৃষ্ঠার ছবিগুলো সেই পিডিএফ ফাইল থেকে নিয়ে করা।
১। প্রথমে দেখুন ক্যালকুলাসের প্রশ্নপত্র - এখানে ইকুয়েশন লিখতে লিব্রে অফিসের মেনু থেকে Insert --> Object --> Formula ব্যবহার করা হয়েছে।
https://lh3.googleusercontent.com/A4lyY5InFqWuuO6WG-ELPp7QRBGztuGIYdylXEBSmgFXRbXdTjdHuZRrDwYbUTymD--_gUiBnJlQNpxVbRcZcUYHVXyDgu2kB1kh9BYULdsDnJtX3gr4_-e33Irf2TuLBrxmISzMjzLmipaVhb__v_RlUPUiaCe36IqdgHep1gY8JFncXCPESye5gqxMslB4IjL88z-u0_7GRK7ICaTXm0KxGsY9NaG9RD6i1qZiwfbbONFZmVxpdE2_KH-G3Hn9vDLI1ZECwX8unA7pMRygYZ6EzFojFHPArwkqy4PKxAV-qEgTj34tq2m0xK9uFaHN-rknoXbHmEtnOcyJQtImDJ_gYXTPSVN1Rp9LxH6UTrk8PZHgDfNXs47MEOu9F_5LGgxamyWaVJ632BeY6G2XZkjxGDpY_Ed9aHWm1ZLClEPtQ-AiCHr_EL1rk_YD8k1iy0IOy47RnKG5j7gkFhHi-AFfd656CDi2Xb-XbRsqKfqyy6n5VPBbzWpljVM7ZQ-cuOXmITO4ZZtdKrwCnBh4bjraPU8P6VF6H2piujU73OoIY_3DGK-1K5lLUD4Z-eGp38lT4Iwy14oF-k-cTA4DOgZY6dN_qw=w415-h586-no
২। এবার দেখুন, এটাতে তৈরী নরমাল গ্রাফ পেপার! এটা তৈরী করতে লিব্রে অফিসের ড্র এবং রাইটার দুইটা প্রোগ্রাম ব্যবহার করেছি। মূল গ্রাফটা তৈরী হয়েছে ড্র-তে। কেউ চাইলে পরবর্তীতে এটার টিউটোরিয়াল দিতে পারি।
https://lh3.googleusercontent.com/bbbdcDbxVBGA-SmJcP3eesHk6a-WmFNeUSk_e2pjnqN0lPtfTzohTsyddL1p4_wEenYYJeEzBvFrqPJoWP-0YAnpOImY9d4KWZBaXjhz0syZDiRUkUKZt7-uUmV50ifJChjULECX169LP7lj6zZq70DBhxLa0RIWYHJkBBgAYILFJD3_G8f0qnj1no_44_hrc899l0kVUMEvWdSYA8UE4QhL9fLc2IZVM1FRjTtYnkFNPxnwM93jJmFtXJFanmh_jK6gN_oeO1ZQ9iHJBk0AGpMCpn6DpyDIktKmx6hRsbba9iBPZmY7gOiYGrw5orzz1Yx6pNMzzUjePWkq1nQHn_aiXc6E0YdK1D9maY0V50_0Is3CwRem5xrA0BqalzqUEK3fWh70WZ2wQ4QxTRso97RlrRiGGjKNh1vX-rX-vpdQkOdL7CQEoO8kuBP5WQEj5weXkz1gDYvpMsMhkhCd3CBLdmjr6gPYtbh01SEsi2hQ9t75uefF_-STg7JaNFbBEne-DWMWZB0pMheM0L01rYhKfoVWFPVX1kWocwBqqaMX4k0WdTpV_1tGUNBx99ypk14vox6pGnoQuZl4A482HvVxg4tIlg=w415-h586-no
৩। মেকানিক্সের ক্যুইজের প্রশ্নপত্র। এখানেও চিত্রটা লিব্রে অফিসের ড্র ব্যবহার করে তৈরী করা হয়েছে।
https://lh3.googleusercontent.com/g1R58fxBLPTLTcL7XzglifYNEgGzoZ6KF_eMcmVhTTqNp0ByRCM1U1MeTuMfJNUlvnB1Mtu8iWen7Vy_EmrHBHlcN6fNB-CNPW43y6mdcGfeD6At93_VDP6GEzm5-FUKLZkesV06t08tfzBnO4n621GbkecjlTn2yT4XAgL5Iac-fDSgBSWMNuQ_sJmGhzdsu-RsGTOzYpa-AEPcyCJBrlt3bpqIwX4-t6_dJ55qk1_g3pE6oBh5rbV0YIm5iJ1z__eFp6lBuRgqe8KX7xFN9tbhyMZwcZekZ-T92OlJr4OkYixjJ2B6r9EeUYhifK4NhVjlCWj-SE7DTZSclK_-tf1zHCAV5UOQ88I7NneXx2LOTsxjiZ4dsBRoZZSj9YHzMbqBdHhSay0M-R_FFa0HH3OQiEbInLNg8a9G4q-cunOg0hI6TiTvnJNgh5dmDayONzd7ZU0sMXJfH9UBMMLkSYN1q_nvNRg-V6nW6HyBxUEl1YoqqGRdyDXJiU7PmLsnGNhjbSJSyzGMGVUNiaUdXx3DaJoR5mcwtoYk9wohr5IaB4sdqD809s7xRkq7h9URBPYkWCbe3Q27sfaPwvW2OFvCLcKwsA=w415-h586-no
৪। মেকানিক্সের মিডটার্ম প্রশ্নপত্র। এটা দেখার পর আমার কলিগরা লিব্রে অফিস শিখতে আগ্রহ প্রকাশ করেছে

https://lh3.googleusercontent.com/5ccC80bmAevtg_ijXSYOig4B04rbRUIGVsLAeRSpo4VVQqVP3TAM0yBeC4resiOvaJXygOCYDeE69bW5I8mBjBkuqVVDtgYSEHB5ecQN-MIR39iMMaYD__gZ6T7vOEG9Cjoewz0_LRsnjqvlJ8Rus8lsoytGlwAGUGhS9WA3z3JtqBAisX2nEOSVH0S8_BWuCIutBrrIeXqpkvjBk6ySe9pO812m5gtxv8KXe1H6vrTsgtgis6AMTwsyCTZCkUGqh-izJ4NcAZDqeWucCyesJO55gHWfW0Wx7K_i_KEmn9BF3oGz_AD21g8kZfquazZRk3XC0tAQl00pNXc1fDxwT-i4VL3EsZXRgXilmgZkwyH0zn1CsPSSjfJBrtjACTL8rZwCPq9jDvR4DtfgRx4no76trzigx7QCjH3-jWVbW_X0FrfNnmCZAe9yygjI-tEDnKZ-xbVuZC8QnKGarJ41hJIIxk5rej9k2rboBRrTSP9PgO5eyo41LL4Mh1-X1MZ3Ic5IjgfPUcSkb_sJhfsyBB8GrCqeumenLr3wWqCcum2qWs2Jh3d6eB-ldti93cvZ3JyRQH8FOEk-sHPfLojYLc2N_fDFNQ=w415-h586-no
বাই দা ওয়ে, এই পরীক্ষাগুলো ইতিমধ্যেই শেষ হয়েছে এবং প্রশ্নপত্রগুলো ছাত্রদেরকে পরীক্ষার সময়ে দিয়ে দেয়া হয়। সুতরাং কোনরকম প্রশ্ন ফাঁস করা হচ্ছে না।

1 টি মন্তব্য:

সেলিম রেজা নিউটন বলেছেন...

ওহ শামীম ভাই! দেখেও শান্তি। দুর্দান্ত ব্যাপারস্যাপার। অনেক শুকরিয়া। অভিনন্দন।