রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

হাটিকুমরুল ইন্টারসেকশনে কোনদিক দিয়ে কোথায় যেতে হবে

  সিরাজগঞ্জের হাটিকুমরুলে একটা বিরাট ইন্টারচেঞ্জের কাজ চলমান রয়েছে এখন। এটা দেখতে ভাঙ্গা ইন্টারচেঞ্জের থেকে বেশ অন্যরকম। ভাঙ্গাতে যে ইন্টাসেকশন রয়েছে সেটার টেকনিক্যাল নাম ক্লোভারলিফ ইন্টারসেকশন অর্থাৎ এটা দেখতে লবঙ্গপাতার মত। হাটিকুমরুলেরটা একটু ভিন্ন। বিভিন্ন থ্রিডি চিত্রে এটা দেখতে বেশ লাগে কিন্তু কোনদিক দিয়ে কোনদিকে কিভাবে যাবে সেটা বুঝতে কষ্ট হয়। তাই নিজে নিজে চেষ্টা করে সেটার একটা সহজ (!) সরল (!) চিত্র বানালাম যেটাতে গাড়ি চলাচলের দিক দেখানো হয়েছে। এটাতে বিভিন্ন রঙের দিক নির্দেশক তীর চিহ্ন দিয়ে গাড়ির গন্তব্য বোঝানো হয়েছে।