কাঠমান্ডু দরবার স্কয়ার একটা বিখ্যাত ইউনেস্কো হেরিটেজ সাইট। কাঠমান্ডুতে ৩টা দরবার স্কয়ার আছে - সবগুলোই হেরিটেজ সাইট। স্থাপত্য আর ইতিহাস সম্পর্কে আগ্রহী ব্যক্তিদের কাছে এটা সোনার খনির মত। এ্যাত কিছু দেখার আছে যে দেখে শেষ করাই মুশকিল। ভেতরে অনেকগুলো অসাধারণ এবং ডিজিটাল অডিও-ভিজুয়াল যাদুঘর আছে। ঘন ঘন ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে এটাতে এখনও বেশ কিছু সংরক্ষণমূলক পূণঃনির্মাণ চলছে - ঐ এলাকাগুলো এখনও উন্মুক্ত নয়। সার্ক দেশভুক্ত নাগরীকদের এটাতে প্রবেশমূল্য জনপ্রতি ৫০০ রূপী -- জ্বী, টাইপিং ভুল নয়, পাঁচশত রূপী জনপ্রতি।
|
ছবি: কাঠমান্ডু দরবার স্কয়ারের জোড়াতালি ছবি (ছবিতে ক্লিক করলে আরো
বড় রেজুলেশনে পাওয়া যাবে) |
|
কাঠমান্ডুর ললিতপুরে (থামেল থেকে ৬ কিলোমিটার) অবস্থিত পাতান দরবার স্কয়ারও একটি ইউনেস্কো ওয়র্ল্ড হেরিটেজ সাইট। দরবার স্কয়ার এবং এর আশেপাশের জনবসতি মিলেই সেটা টুরিস্ট এলাকা। আকর্ষনীয় স্থাপত্যশৈলী সহ এটার ভেতরে ২ তলা, ৩ তলা কয়েকটি দূর্দান্ত স্থাপত্যের জাদুঘর রয়েছে। কয়েকটি জায়গায় জাদুঘরের মেঝে কাদামাটি লেপে করা, জুতা খুলে প্রবেশ করতে হয়। এইখানেও পেছনে একটা চমৎকার জলাধার রয়েছে। আমরা যখন ঘুরছিলাম তখন এটার একটা চত্বরে বিয়ের ফটোগ্রাফির শুটিং চলতেছিল। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য প্রবেশমূল্য জনপ্রতি ২৫০ রূপী।
|
ছবি: পাতান দরবার স্কয়ারের জোড়াতালি ছবি (ছবিতে ক্লিক করলে আরো
বড় রেজুলেশনে পাওয়া যাবে) |
কাঠমান্ডুর সাথেই (থামেল থেকে ১৬ কিলোমিটার) ভক্তপুর এলাকায় এই দরবার স্কয়ার; এটিও একটি ইউনেস্কো ওয়র্ল্ড হেরিটেজ সাইট। দর্শনীয় এলাকার হিসেবে সম্ভবত এটাই সবচেয়ে বড়। বেশ অনেকটা এলাকা জুড়ে স্থানীয় বাড়িঘরের মাঝে মাঝে ছড়িয়ে আরও কিছু স্থাপনা আছে। এইখানেও একটা মিউজিক ভিডিও (সিনেমার অংশও হতে পারে) শুটিং চলছিল; বড় বড় রিফ্লেক্টর সহ একই সিন কয়েকবার করে করা দেখতে আমাদেরই ধৈর্য্যচ্যূতি ঘটতেছিল। এখানে নাকি চারটা চত্বর আছে: সম্ভবত আমরা সবগুলোতেই যেতে পেরেছিলাম। ভুমিকম্পে এখানকার স্থাপনাগুলো বেশ ভালই ক্ষতিগ্রস্থ হয়েছে বলে মনে হল। আরেকদিকে একটা বড় বাঁধানো পুকুর আছে যেখানে লোকজনকে প্যাডেল বোট টাইপের জিনিষে বোটিং করতেও দেখলাম। সার্ক দেশভুক্ত দেশেগুলোর নাগরিকদের এখানে প্রবেশমূল্য জনপ্রতি ৫০০ (পাঁচশত) রূপী।
|
ছবি: ভক্তপুর দরবার স্কয়ারের জোড়াতালি ছবি (ছবিতে ক্লিক করলে আরো
বড় রেজুলেশনে পাওয়া যাবে) |
কেনাকাটা: আনন্দের নাকি বিরক্তির?
|
ছবি: বিভিন্ন দোকানে অভিযানের জোড়াতালি ছবি (ছবিতে ক্লিক করলে আরো
বড় রেজুলেশনে পাওয়া যাবে) |
|
শুধু শুধু ক্লিকানো ছবি |
ছবি: অযথা তোলা কিছু ছবি। উপরের বাম কোনা থেকে ঘড়ির কাঁটার দিকে: থামেলের রাস্তা; হোটেলের ছাদ থেকে থামেল; হোটেলের ছাদ থেকে দুরের গাছগুলো হাতির মত মনে হল; ভক্তপুর দরবার স্কয়ারের পুকুরের কাছে একটা রাস্তা; থামেলের হোটেলের ছাদে; থামেলের রাস্তায় ঘুমন্ত রিকশাওয়ালা; থামেলের আরেকটা রাস্তা (ছবিতে ক্লিক করলে আরো
বড় রেজুলেশনে পাওয়া যাবে) |
খানা-খাদ্যের ছবি
|
ছবি: চন্দ্রগিরি রিসর্টে - নান, পাস্তা, বিরিয়ানি, স্যূপ আর হট চকলেটের ছবি; যখন আউটডোরে বেড়াতে গিয়েছিলাম সেখানে - নেপালের পপকর্ন আর কফি।
|
উড়ন্ত বিমানে দুরন্ত ছবি
(ঢাকা-কাঠমান্ডু-ঢাকা)
৮-এপ্রিল
তারিখ সকালে ঢাকা থেকে কাঠমান্ডু গিয়েছিলাম আর গত ১২-এপ্রিল রাতে ফেরত
এসেছি (বর্তমানে প্রতিদিন সকাল আর সন্ধ্যায় ২টা ফ্লাইট)। সোয়া এক ঘন্টার
যাত্রা; আসার সময়ে ফ্লাইট প্রায় ৪৫ মিনিট ডিলে ছিল।
|
ছবি: কাঠমান্ডু যাওয়ার সময়ে সকালের ফ্লাইট - পেছনের জানালা উজ্জ্বল; ফেরার সময়ে সন্ধ্যার ফ্লাইট - পেছনের জানালা অন্ধকার। (ছবিতে ক্লিক করলে আরো
বড় রেজুলেশনে পাওয়া যাবে) |
খরচাপাতি:১। শেষ মুহুর্তে টিকিট কাটা হয়েছিল বলে বিমানের আপ-ডাউন ইকোনমি (ফুল ফেয়ার)
: জনপ্রতি- ৫২ হাজার টাকা * ৩ জন = মোট ১,৫৬,০০০ টাকা।
২। নাস্তা সহ (৫-স্টার) ২ রাত + নাস্তা সহ (৪-স্টার) ২ রাত + এয়ারপোর্ট থেকে গাড়ি দিয়ে চন্দ্রগিরি রিসর্টে যাওয়া + গাড়ি দিয়ে রিসর্ট থেকে অন্য হোটেলে যাওয়া + সবগুলো (৪টা) টুরিস্ট সাইটে ভ্রমন + এয়ারপোর্ট ড্রপ
: মোট ১,৩৪,০০০ টাকা।
৩। টুরিস্ট সাইটে প্রবেশ মূল্য:
: শম্ভুনাথ - ৫০ * ৩ = ১৫০ রূপী।
: কাঠমান্ডু দরবার স্কয়ার - ৫০০*৩ = ১৫০০ রূপী
: পাতান দরবার স্কয়ার - ২৫০*৩ = ৭৫০ রূপী
: ভক্তপুর দরবার স্কয়ার - ৫০০*৩ = ১৫০০ রূপী
৪। খাওয়া দাওয়া:
ঢাকার ধানমন্ডি বা বনানী-গুলশানের মতই দাম। রামাদা এনকোর ৪ স্টার হোটেলে চন্দ্রগিরি ৫ স্টারের চেয়ে দাম অনেক বেশি মনে হয়েছে। পিজা কিংবা জাপানিজ খাবারের দাম ঢাকার চেয়ে একটু (১০~২০%) কম। থালী সস্তা, তবে আমার এবার সেটা খাইনি। নরমাল দোকানে রাতে ৩-নান+২পালক পনির+পানি খেয়েছি =১১২০ রূপী লেগেছে।
(১ ডলার = ১৩০~১৩১ রূপী)
৫। সুভ্যেনির
দাম খুব একটা বেশি না, আবার কমও না। পুশমিনা শাল ১০০০ রূপীরও আছে আবার ২৬০০০ রূপীরও আছে। বিভিন্ন রকম স্টোনের গয়না - দাম ঢাকার চেয়ে কম।
ভিডিও
শুধু চন্দ্রগিরি'র ভিডিও ক্লিপগুলো এখানে:
কাঠমান্ডুর বাকী ক্লিপগুলো নিয়ে আরেকটি Video