শুক্রবার, ১ ডিসেম্বর, ২০০৬

মুর্গার সাহস দেইখ্যা টাশকি খাইলাম

দেশে থাকিনা বলে দেশী টেলিভিশনও তেমন একটা দেখা হয় না। কিন্তু ইদানিং ক্লোজআপ ওয়ান দেখছি সরাসরি। গতকাল রাতেও (জাপান টাইম) রাত ১২:১৫ এর দিকে টিভি, থুক্কু, ইন্টারনেট স্ট্রিমিং ভিডিও খুলে বসছি। যথারীতি এ্যাড চলতেছিল। হঠাৎ "প্রাণ চিকেন বাইট" চিপসের বিজ্ঞাপন দেখে তাজ্জব হয়ে গেলাম। অ্যানিমেটেড এই বিজ্ঞাপনে এক মোরগ নেচে গেয়ে চিকেন ফ্লেভারড চিপস্ খাওয়াচ্ছে দুই বাচ্চাকে। গরু যদি দুধের প্রোডাক্ট খাওয়ানোর জন্য নাচা-গানা করে তা মানা যায় কিন্তু মুর্গা তার নিজ ফ্লেভারড চিপস্ খাওয়াচ্ছে! জানের ভয় নাই! সত্যি টাশকি খাইলাম!

_____________________________________________________________
কমেন্ট:
====================================================
আপন তারিক বলেছেন :
২০০৬-১২-০২ ০৮:১৭:২০

টাশকি খাওয়ার মতোই ব্যাপার!
====================================================
অতিথি বলেছেন :
২০০৬-১২-০২ ০৯:২৬:৩৬

আসলেই তো!

মুরগাটা মনেহয় জেহাদী জোশে আছে!
====================================================
পথিক!!!!!!! বলেছেন :
২০০৬-১২-০২ ০৯:৩১:৩০

আমগো ব্লগের মুরগা কই।
====================================================
মদন বলেছেন :
২০০৬-১২-০২ ০৯:৪৩:৫২

নিজের জীবন দিয়ে জনসেবা
====================================================
অতিথি বলেছেন :
২০০৬-১২-০২ ১২:৩১:১৭

বিজ্ঞাপন নির্মাতাদের কমন সেনসের অভাব।
====================================================
অতিথি বলেছেন :
২০০৬-১২-০২ ১২:৫১:০৬

বাংলাদেশে এমন উদভট এ্যড আরো বহু আছে।

একটা কি যেনো সাবানের এ্যড দেয়-একসাবানে কাপড় কাচা, সেই সাবানেই গোসল।

====================================================
অতিথি বলেছেন :
২০০৬-১২-০২ ১৫:২৭:২৭

বাঙালী পাবলিক টাইপ মুরগী
====================================================
অতিথি বলেছেন :
২০০৬-১২-০২ ১৫:৩১:২৭

মোটালোকদের প্রতি আমার একটা সফট কর্নার আছে । মোটা লোকেরা সাধারণত উদারপন্থী হয় ।
====================================================
অতিথি বলেছেন :
২০০৬-১২-০৩ ০০:৫৫:৩৪

মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ।

স্পেশাল ধন্যবাদ সুমন চৌধুরী ভাইকে - নরম কোনার জন্য।
====================================================

কোন মন্তব্য নেই: