মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০০৬

ভাল রে ভাল

ক্লাস ফোর এ (সম্ভবত) পড়ার সময় সুকুমার রায়ের এই ছড়াটা পড়ে পাউরুটি আর ঝোলা গুড় খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিলাম। আব্বা আম্মার কাছে বায়না ধরেছি যে আমাকে এ বস্তু খাওয়াতেই হবে। ওনারা পড়লেন বিপদে, কারণ তখন ঝোলা গুড়ের সময় না .... আমিও নাছোড়বান্দা। কিন্তু উপায় নাই ; বেশ মন খারাপ হলেও তক্কে তক্কে থাকলাম, ঝোলাগুড় বাজারে আসা মাত্র খেতে হবে পৃথিবীর সবচাইতে ভাল খাবার। আফটার অল ... ... দেশেই যখন পাওয়া যায়!

বলাই বাহুল্য, ঐ বস্তু খাওয়ার পরে সুকুমার রায়ের রুচির প্রতি শ্রদ্ধা কমে গেল .... ... কি ধরাটাই না খেলাম

----------------
ভাল রে ভাল
আবোল তাবোল --- সুকুমার রায়

দাদা গো! দেখ্‌ছি ভেবে অনেক দূর---
এই দুনিয়ার সকল ভালো,
আসল ভালো নকল ভালো,
শস্তা ভাল দামীও ভালো,
তুমিও ভালো আমিও ভালো,
হেথায় গানের ছন্দ ভালো,
হেথায় ফুলের গন্ধ ভালো,
মেঘ-মাখানো আকাশ ভালো,
ঢেউ-জাগানো বাতাস ভালো,
গ্রীষ্ম ভালো বর্ষা ভালো,
ময়লা ভালো ফর্‌সা ভালো,
পোলাও ভালো কোর্মা ভালো,
মাছ-পটোলের দোল্‌মা ভালো,
কাঁচাও ভালো পাকাও ভালো,
সোজাও ভালো বাঁকাও ভালো,
কাঁসিও ভালো ঢাকও ভালো,
টিকিও ভালো টাকও ভালো,
ঠেলার গাড়ি ঠেল্‌তে ভালো,
খাস্তা লুচি বেল্‌তে ভালো,
গিট্‌কিরি গান শুনতে ভালো,
শিমূল তুলো ধুন্‌তে ভালো,
ঠাণ্ডা জলে নাইতে ভালো,
কিন্তু সবার চাইতে ভালো---
পাঁউরুটি আর ঝোলা গুড়।


_____________________________________________________________
কমেন্ট:
====================================================
অতিথি বলেছেন :
২০০৬-১২-১৯ ১১:১৫:৪৩

হা হা হা। খেঁজুর রসের বেলায় আমি এই টাসকিটা খেয়েছিলাম। খেঁজুর রস নিয়ে সবার এত লাফালাফি। খাওয়ার সময় ততোটা খারাপ লাগে না, কিন্তু খাওয়ার পরে মুখে একটা বিচ্ছিরি স্বাদ থেকে যায়, ইয়াক!
====================================================
অতিথি বলেছেন :
২০০৬-১২-১৯ ১১:২২:৫৩

আহা রে ... ... খেজুরের রস! সুপারী খাব এর পর ... ...
====================================================

কোন মন্তব্য নেই: