শনিবার, ১৬ ডিসেম্বর, ২০০৬

আমি কেন এদের ঘৃণা করি

লোভ, ক্রোধ, ঘৃণা এই ঋপূগুলোর চর্চা ভালো জিনিস নয় বলেই জানি। কিন্তু তারপরেও রাজাকার, তাদের সমমনাদেরকে সমগ্র অস্তিত্ব দিয়ে তীব্র ঘৃণা না করে পারিনা। তবে সেটা তাদের স্বাধীনতা বিরোধী ভুমিকার জন্য নয়। প্রথমে বলি কেন নয়? তারপর বলি ঘৃণার কারণ। (পুরাটা পড়ে আমারে গালি দেন, আপত্তি নাই; তার আগেই গালি দিলেও দিতে পারেন .... সেটা আপনার অভিরুচি)

কেন নয়?

হাজার হাজার মাইল দুরের দুটো বিচ্ছিন্ন ভূখন্ডের দেশ, মাঝখানে অপর একটি দেশ, কোনক্রমেই টিকতে পারে না। অন্ততপক্ষে আমার তা বিশ্বাস হয় না। আমার ধারনা, পাকিস্তান কর্তৃপক্ষও এটাই বুঝতো যে, এই দেশ টিকবে না। কাজেই একমাত্র যুক্তিসম্পন্ন কাজ কি হতে পারে -- যতটুকু পারি লাভ তুলে নেই; ফলাফল - শোষন, অত্যাচার।

সবাই সুবিধা চায়; আপনি বাঁচলে বাপের নাম। এই দেখুন, বিকল্প থাকা সত্ত্বেও আমি-আপনি সবাই পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করছি। দেশি ছায়াছবি বাদ দিয়ে বেশি আকর্ষনীয় বিদেশী ছায়াছবি দেখছি প্রতিনিয়ত। দেশী কাপড়, বুটিক ইত্যাদি বাদ দিয়ে সম বা খারাপ মানের বিদেশী কাপড় পরছি। দেশের কসমেটিকস্ বাদ দিয়ে বিদেশী জিনিস ব্যবহার করছি; বিমান বাদ দিয়ে আমিরাত, থাই ইত্যাদিতে ভ্রমন করছি। দেশের উন্নয়নমূলত প্রকল্প - বেতন কম জন্য, বিদেশী শোষনকারী ‌প্রতিষ্ঠানে - বেশী বেতনে চাকরী করছি, গুনগান করছি - আবার ঐ দেশের সাথে নিজ দেশের গ্যাঞ্জামের কারনে কম্পানী গুটানোর অবস্থা দেখলে সরকারকে গালি দিচ্ছি ... ... উদাহরণ দেয়া যেতে পারে অনেক - দুরে যেতে হবে না; আমাকে-আপনাকে দিয়েই।

স্বাধীনতার বিপক্ষে যারা ছিল তারা এরকমই স্বল্পদৃষ্টি সম্পন্ন স্বার্থপর মানুষ। শোষন-অত্যাচার মুক্ত স্বাধীন দেশে যে আর সকলের মত তাদেরও সম্ভাবনা অনেক বেশী এটা বুঝতে না পারার জন্য ঘৃণা জন্মে না; ওদের জন্য করুণা লাগে।

তাহলে ঘৃণা করি কেন?

কারণ ইজ্জ্বত। যারা অন্যের হাতে ভোগের জন্য নিজ বা অপরের মা-বোনকে তুলে দেয় তাদেরকে ঘৃণা ছাড়া আর কিছু করা যায় না। এরা পশুর চেয়েও অধম।

তীব্র ঘৃণা, তীব্র ঘৃণা, তীব্র ঘৃণা
_____________________________________________________________
কমেন্ট:
======================================================
অতিথি বলেছেন :
২০০৬-১২-১৬ ০৩:৫১:৩৭

ভাই এতো সরল আবেগে স হজ ভাষায় সত্যটা প্রকাশ করলেন কি ভাবে?

মুগ্ধ !



অভিনন্দন আপনাকে ।
======================================================
অতিথি বলেছেন :
২০০৬-১২-১৬ ০৪:১৬:১৬

যুক্তিকে আবেগের উপরে রাখতে চেষ্টা করি ... ...



ধন্যবাদ, পড়ার এবং মন্তব্য করার জন্য।
======================================================
অতিথি বলেছেন :
২০০৬-১২-১৬ ০৫:১৪:১২

Wishing u 12 months of happiness,
52 weeks of fun,
365 days of laughing,
8760 hours of good luck,
525600 minutes of joy,
31536000 seconds of sucess.

HAPPY VICTORY DAY.
======================================================
অতিথি বলেছেন :
২০০৬-১২-১৬ ০৫:৩০:৫২

ধন্যবাদ, মেমন।



মাত্র হিমুর পোস্টটা পড়ে আসলাম। ওখানেও একই কথা - মাইন্ড খাইতে খাইতে সামলায় নিলাম।



কারণ ধন্যবাদ, শুভেচ্ছা - এই কথাগুলা বার বার বললেও মাইন্ড খাই না! এটাও তো সেই রকমই একটা কথা!



তবে আঁধার না থাকলে যেমন আলোর মূল্য বোঝা যায় না, তেমনি শুধুমাত্র আনন্দ, হাসি, সৌভাগ্য ইত্যাদিও কাম্য নয়।
======================================================

কোন মন্তব্য নেই: