মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

GIMP টিউটোরিয়াল: সাদাকালো ছবি থেকে রঙিন ছবি বানানো

পুরাতন স্ক্যান করা স্মৃতিময় ছবিগুলোকে এডিট করে রঙিন করা যায়। বেশ কিছু স্টুডিও এবং পেশাদার এই কাজ করে থাকেন। আমি কিছুদিন আগে এই ধরণের একটা কাজ (নাকি অকাজ!) ফেসবুক এবং প্রজন্ম ফোরামে পোস্ট করার পর ফোরামের একজন সদস্য কিভাবে করেছি সেটা জানতে চেয়েছিলেন। হতে পারে, আরও কেউ দেখে কিভাবে করেছি সে বিষয়ে কৌতুহলী হয়েছেন। তাঁদের জন্য এই পরিশ্রমটুকু করলাম। আশা করি আমার হাতুড়েবিদ্যা আপনাদেরও কাজে আসবে ....

টিউটোরিয়ালটা আগের মত gif এনিমেশন না করে আলাদা কয়েকটা ছবি/স্লাইড আকারে তৈরী করেছি। প্রয়োজনীয় টেক্সট ছবির মধ্যেই আছে। অতিরিক্ত কিছু কথা হয়তো কোনো কোনো স্লাইডের সাথে যুক্ত করতে পারি।

পটভূমি / ভূমিকা টাইপের হাবিজাবি

https://lh3.googleusercontent.com/-w98ZQMLqc4Q/V5_QjsXfDAI/AAAAAAAAExo/YCIWmSyhRtEe7hTtE7n-xP8_j3AGYrZEACCo/s800/Coloring_Tuto_00.png

https://lh3.googleusercontent.com/-vAa5l30Xt1k/V5_QjnkaYyI/AAAAAAAAExo/Yhg27utq6fYMHPOO_oHy_UNucSoTJ8yVACCo/s800/Coloring_Tuto_01-800x800.jpg

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjB9Z6p7YJAVx7usZtZd3nj1i60s1wKRq-CvPi2Lkcws9n3LVqYcMXsYw_poy2_yJbzypyoT7c8Pem62o_WrPtbRPUfuA7cr_xKRIDFwDLI2OMgm9N0-mKp_71vIhDhwhQjbXYSq83j8v94/s800/Coloring_Tuto_02-800x800.jpg

https://lh3.googleusercontent.com/-Va3CEHRyR8w/V5_R1C3Yo4I/AAAAAAAAEyE/_g7gkQzQXqUTZJoQEJ0i4TheFKTia8ZUQCCo/s800/Coloring_Tuto_03-800x800.jpg

বিকল্প টেকনিক:
https://lh3.googleusercontent.com/-bTnprtz2X_M/V5_Qjh-0ytI/AAAAAAAAEx4/LpZczaFIf1wMM0IIIWHJW-0V4tZTGJUrACCo/s800/Coloring_Tuto_04-800x800.jpg

https://lh3.googleusercontent.com/-RoevY38C5Kw/V5_QjlgRCQI/AAAAAAAAExo/6sf3dDtLE-oKTEzNyvupoKNQbAkKZTQVgCCo/s800/Coloring_Tuto_05-800x800.jpg

এই পদ্ধতিতে সমস্যা হল মূল ছবিটাতে রং পরিবর্তন হয়ে যায়। সেটা আগের অবস্থায় আনতে চাইলে আন-ডু কিংবা ডিস্যাচুরেট করা যাবে। তবে ডিসিলেক্ট করলে বা অন্য কিছু সিলেক্ট করার পর এখানে আবার পরিবর্তন করতে চাইলে আবার কষ্ট করে পুরা শেপটা সিলেক্ট করতে হবে। এখানে একটা ছোট্ট টেকনিক খাটালে সেই খাটুনি এড়ানো যায় --
-- একটা ব্ল্যাংক ট্রান্সপারেন্ট লেয়ার নিয়ে সেখানে এই সিলেকশন করা অংশটুকুর ভেতরে একটা রং ফিল (বাকেট টুল দিয়ে) করে রাখা যেতে পারে। এই লেয়ারটা সবার নিচে কিংবা হাইড (চোখ বন্ধ) করে রাখা যায়। দরকারের সময়ে শুধু ঐ লেয়ারে গিয়ে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে ঐ রংটা সিলেক্ট করে তারপর আসল লেয়ারে সহজেই পরিবর্তন করা যাবে।
পরবর্তী স্ক্রিনশটে খেয়াল করলে মূল লেয়ারের নিচের দিকে তেমন একটা লেয়ার দেখতে পাবেন।

আসল টেকনিক
https://lh3.googleusercontent.com/-n8kejybMHP8/V5_QjrRfMbI/AAAAAAAAExo/FOKNbRdKK-8Z1WdG5Hzgp7oSqyRxd7RiQCCo/s800/Coloring_Tuto_06-800x800.jpg
মেনু থেকে না করে লেয়ারের উপর রাইট ক্লিক করেও এসব করা যায়। রং সিলেকশন মিস/ভুল হলেও সমস্যা নাই। ২ স্লাইড পরে এটা পরিবর্তনের টেকনিক দেখানো হয়েছে ...
https://lh3.googleusercontent.com/-mrJvzgagJOw/V5_QjuDiMbI/AAAAAAAAExo/pZeCuueJOKIFKKcXO4N4OIuVWiWSJBQdACCo/s800/Coloring_Tuto_07-800x800.jpg

৩নং ধাপটা যেন মিস না হয় ...
https://lh3.googleusercontent.com/-9fAQ57RRWBU/V5_Qjr7Wr4I/AAAAAAAAExo/dF-lglPJ2Okg-ywsWXlo65YhvPUTqiuXwCCo/s800/Coloring_Tuto_08-800x800.jpg

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2IGoOO9UJEsQUZJmgy3QXvPsvYOZvB4PbV1IpTwJujrgczxgIYjBcbYwO8mtxN04GJ9AgJiqJlT-xA0i9avUaZ15JLQU06bGBWfumRwpKDz44F1F9Zdg0T1WNBjrt8Ejdm35tEm3CLZva/s800/Coloring_Tuto_09-800x800.jpg

উপসংহার:
https://lh3.googleusercontent.com/-L3Vqf1paekc/V5_QjoTQTYI/AAAAAAAAExo/UCIPhSaPEqorE4dJQ1q44iJ2X49Fj0UtACCo/s800/Coloring_Tuto_10-800x800.jpg

টিউটোরিয়ালের বিষয়, উপস্থাপনা বা এ সংশ্লিষ্ট ফীডব্যাক (মন্তব্য) পেলে ভাল লাগবে। ধন্যবাদ।

সোমবার, ১ আগস্ট, ২০১৬

রেডমি৩ ক্যামেরা: আরোও কিছু ছবি

১। মেহেদী দেয়ার আনন্দ (মডেল - আমার কন্যা)
https://lh3.googleusercontent.com/-39ZF3bTx7p4/V59PaWYxiUI/AAAAAAAAEvY/qXJkDgMHMEwMlnRGPUJbBKcxtbNX8e_kACCo/s800/IMG_20160710_223207_HDR.jpg
২। আলোকসজ্জা
https://lh3.googleusercontent.com/-9RtM1-Ay1oQ/V59Pab_M98I/AAAAAAAAEvY/dzChxPLCIzMuRwvv3A6SH6cu17uaQf1owCCo/s512/IMG_20160711_221253_HDR.jpg

৩। কোন এক সময়ে মেহেদীর লুমিয়াতে তোলা এমন একটা ছবি প্রচন্ড রকম দাগ কেটেছিলো মনে ...
https://lh3.googleusercontent.com/-i4b-jEFJyQM/V59PaVH8YhI/AAAAAAAAEvY/PsEV1rxYocYbx1OunXGd_U-sxB8D6TosQCCo/s800/IMG_20160720_213816_HDR.jpg
৪।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_H1LBL9mybWUxb3Cz0bLpCcUKrSrfb9zTpGIAhUiHkB6qWu44J1qYYxJwcqwXWu4inpJZyJ4e7NZ68GLgJLAEDakg0j-WQ-d14CWV88di9fcyFoyLRI75jORIOiWPBlqUD1rTuUIHX6YS/s800/IMG_20160720_213838_HDR.jpg

৫। ফুলের নাম জানি না, তাতে কি!
https://lh3.googleusercontent.com/-gRVxk_8y058/V59PaYka4gI/AAAAAAAAEvY/tF4aRXz6jB8IdRbwEDFDRh0u-qHFSi6-gCCo/s800/IMG_20160721_110746_HDR.jpg

৬। সবুজ দেয়াল! চলন্ত রিকশার কারণে একটু ঘোলা হয়েছে। ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সের গেটের সামনের এই বাসাটার নাম সম্ভবত মেঘনা হাউজ। রফিক আজম নামের একট আর্কিটেক্টের ফ্যান হিসেবে এটা জানি ....
https://lh3.googleusercontent.com/-PUFplOIxZS8/V59PaWaFeTI/AAAAAAAAEvY/OECkVX6G3cgLIba9IaeGuqUFGqFLXIj3ACCo/s800/IMG_20160727_155621.jpg

৭। শুধু বারান্দার দেয়াল নয়, ইদানিং বেশ কিছু ভবনের চারপাশের সীমানা প্রাচীর (?!) ও কাঁচের। দেখতে বেশ লাগে কিন্তু। এটা আগের ছবিটার বাসার পাশেই ... (চলন্ত রিকশা থেকে)
https://lh3.googleusercontent.com/-ICG2ppZMkXs/V59PaY9D8vI/AAAAAAAAEvY/UY2WaNEKBDo5_rTwtKN-DD_g75-MgIVhACCo/s800/IMG_20160727_155636.jpg
৮। রাতে কেমন ছবি ওঠে সেটার একটা পরীক্ষা নিলাম (স্কয়ার হাসপাতালের সামনে; হন্টন পদ্ধতিতে বাড়ি ফেরার পথে)
https://lh3.googleusercontent.com/-AMNSEwPjokI/V59PaUR_PCI/AAAAAAAAEvY/r5o0hGLxaaMkeBqYpIUqteG8MsojQONpQCCo/s800/IMG_20160730_213045_HDR.jpg