শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০০৬

গরম লেমুর কেরামতি

গরম লেমু (একটা কোল্ড! ড্রিংকসের নাম) পান করতে নিশ্চয়ই খুব মজা! অন্তত: ওদের বিজ্ঞাপন দেখে তাই মনে হল। কেউ গরম লেমু খেয়ে থাকলে একটু সত্যয়িত করে দিবেন দয়া করে।

কি দেখে এমন মনে হল:
গরম মরুভুমিতে হেটে যাচ্ছে পথহারা দুই অভিযাত্রী। একজনের ঝোলায় আছে এক বোতল লেমু ড্রিংক। হঠাৎ দুরে একটা প্রাসাদ; মুখ ঢাকা রমনীগণ তাদের বরণ করতে অপেক্ষা করছে। এ দেখে অভিযাত্রীদের দিল ঠান্ডা .... .... কিন্তু গলা ঠান্ডা করার জন্য ঝোলা হাতরিয়ে আর লেমু খুঁজে পায় না; কি উপায়? লেমু খুজতে ফিরে গেলেন উনারা।

অভিযাত্রীগণের উল্টা দৌড় দেখে কি মনে হল:
১। গরম লেমু খেতে মজা
২। গরমে মাথা আউলায় গেছে
৩। ভুত-পেত্নীর ভয় পাইছে
৪। মরীচিকা ভাবছে (সম্ভাবনা কম)
৫। শ্যূটিং এর ভুল সেটে ঢুকে পড়ায় নিজ সেটে প্রত্যাবর্তন
৬। আগে টয়লেট সাইরা আসি ........ (ফার্স্ট কামস্ ফার্স্ট)

কি হলে ভালো হত:
... এইটা আপনারাই বলেন



_____________________________________________________________
কমেন্ট:
====================================================
হযবরল বলেছেন :
২০০৬-১২-১৬ ০১:৫৫:০২

রমণী দেখার পরও উল্টা দিক হাঁটা দেওয়া থেকে একটা বিষয়ই বোঝা যায়, ওদের বড় মাপের সমস্যা আছে । অতি শীঘ্র ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত ।
====================================================

কোন মন্তব্য নেই: