বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০১৫

পরিবেশ প্রকৌশলীর খারাপ (গরীব) ক্যামেরার হিজিবিজি

১। গত ২৪ জানুয়ারী ইপিজেডে গিয়েছিলাম। মনে আছে সেই লেখাপড়া মার্কা পোস্টটা? -- সেদিনই এই ছবি তোলা, ওখানকার পাওয়ার স্টেশনের ছাদ থেকে। বেশি জানতে ইচ্ছা করলে গুগল ম্যাপকে 23.947858, 90.275323 লিখে সার্চ দেন।
https://lh3.googleusercontent.com/LQxZxTM8nteoRkNm7Ih-PKmHh8aQOpUd6NfadgQcCNM=w732-h549-no
২। ঐ একই জায়গা থেকে ইপিজেডের দিকে শট। আমাদের বাহন জলপাই বাসটাও দেখি ছবিতে আছে।
https://lh6.googleusercontent.com/-DHQG5LQCDOs/VRNCGLjsJyI/AAAAAAAAD1k/v2990ZTIA9s/w732-h549-no/20150124_161458.jpg
৩। অনলাইনে রকমারী ডট কম থেকে প্রথম (এবং শেষ) বই কেনা। শেষেরটা বই না -- পেপার টেকনোলজি সহ কিন্ডেল: সেখানে চাঁদের পাহাড় (সিনেমা হয়েছে) ডাউনলোড এবং কনভার্ট করা।
https://lh4.googleusercontent.com/-tBpNMO_LFaU/VRNCGqECFOI/AAAAAAAAD1s/HlNmfg_33IU/w732-h549-no/20150219_221335.jpg
৪। কনস্ট্রাকশন করতে গিয়ে রাস্তার অর্ধেকই দখলে। আশা করি তাদের যথাযথ অনুমতি নেয়া আছে। ছবিটা বনানি পোস্টঅফিসের পাশের লোকেশনের। ছবির উপরে (একটু বামের দিকে) ওখানকার স্টার-কাবাবের অংশ বিশেষ দেখা যাচ্ছে।
https://lh4.googleusercontent.com/-xVd6QGZyV_E/VRNCIENcWpI/AAAAAAAAD10/sb0iR-RCGyU/w732-h549-no/20150305_150259.jpg
৫। জঙ্গলে মঙ্গল -- বাসার গলির মাথায়। দেখলেই যেতে ইচ্ছা করে -- একদিন হয়তো গিয়ে হাজির হব।
https://lh4.googleusercontent.com/-dgc2vqc9zXI/VRNCJ0rC7-I/AAAAAAAAD2E/wH8hnZ-4DCE/w732-h549-no/20150314_084001.jpg
৬। মেঘনা ব্রীজের উপর, বাসের জানালা থেকে ভাটির দিকে ক্লিক। ২৪-মার্চ-২০১৫ এই যাত্রায় গরমে সিদ্ধ ও অসুস্থ হয়ে গিয়েছিলাম।
https://lh6.googleusercontent.com/-FyPwFMhRioQ/VRNCJeojZsI/AAAAAAAAD2A/LxtofrsPl4Q/w732-h549-no/20150324_092203.jpg
৭। এর আগে এটার থ্রি-ডি ইমেজ পোস্ট করেছিলাম (প্ল্যানিং ধাপে)। এবার আসল জিনিষের পালা ... প্রায় কমপ্লিট: ২৪-মার্চ-২০১৫ টেস্ট রান শুরু করলাম। জায়গার নাম: লাকসাম --> মনোহরগঞ্জ --> বচইড়। গ্রামের পাইপ লাইন।
https://lh4.googleusercontent.com/-PfeTsJdrKsA/VRNCLYpaeYI/AAAAAAAAD2M/K2s5WRe8Tro/w732-h549-no/20150324_130040.jpg
৮। একই জিনিষ। টাওয়ারের মাঝখানের ফাঁকা জায়গাটায় উঠে এদিকে নেয়া। আগের ছবিটা ডানের ঐ পুকুরের ভেতরে নেমে নেয়া। গাছপালার পাতা থেকে রক্ষা করতে এই ইউনিটগুলোর উপরে ঢাকনা দেয়া হয়েছে।
https://lh4.googleusercontent.com/-YYRzjyk76VE/VRNCNJFwRmI/AAAAAAAAD2Y/UkrdKTj61Zs/w732-h549-no/20150324_131841.jpg
৯। এটার উপরে উঠে ঢাকনা সরিয়ে একটু উঁকি দিয়ে দেখলাম। এটার নাম টিউব-সেটলার।
https://lh3.googleusercontent.com/-3335Xm-KPsY/VRNCNLFIacI/AAAAAAAAD2c/NehOMW9gULU/w412-h549-no/20150324_163047.jpg
১০। এটা আরেকটা। টেস্ট রান পরেরদিন শুরু করার কথা। জায়গা: লাকশাম --> মনোহরগঞ্জ --> মির্জাপুর
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjexiZHQ69yYUNZgTXoLUI9Z7MPVnwgp6VqD_YKjtyQVZhmZS3TdLZTUVlkzhKPljhv5_nwk9IFOZfNlnDRCqXbNDUU-NdHT5JjacMe_cFygktOYud6k9J_hBHuysQnkEGgoNmaO0Ymk7nT/w732-h549-no/20150324_172104.jpg
১১। অফিসের ছাদের রেনোভেশন চলছে। শেষ হলে আরও সুন্দর হবে, কারণ লেকের ভিউটা ভালভাবে দেখা যাওয়ার জন্য ক্যান্টিনের কিচেন সরিয়ে ফেলা হয়েছে + আরও কিছু মেজর কাজ করা হয়েছে।
https://lh6.googleusercontent.com/-7TU6MazohMw/VRNCPgPSizI/AAAAAAAAD2s/-Uh2VGjg2vE/w732-h549-no/20150325_170404.jpg
১২। এই ধরণের পাইপ ফিটিং আগে সামনাসামনি দেখিনি। তাই ফটুক তুলে রাখলাম। এগুলোর দাম লোহার পাইপ ফিটিংয়ের চেয়ে বেশি।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7MLvS7C2_JvoHQ_PweFuV07l3MBZAyX1Hvl3Gjxk9TlDPAEOW4aPBwAgE-jxcTtmnyxIrowNBDyO-J_aEI9636I11F-Ee1fR81G_VmwwGdPbiCdjbiwEKOL7LukDWk-c_PdAQReXoXp2K/w732-h549-no/20150325_170414.jpg
সবগুলো ছবিই মোবাইলের গরীব ক্যামেরায় তোলা। আজেবাজে (!) ছবি ধৈর্য ধরে দেখার জন্য আগাম ধন্যবাদ।