বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

নেপাল ভ্রমণ (জুন ২০২৩): পর্ব-০৬

পর্ব তালিকা: চন্দ্রগিরি>>পোখারা>>জমসম>>মুক্তিনাথ>>তাতোপানি>>পোখারা>>থামেল

২৮-জুন-২০২৩ পোখারা

এই পর্বগুলো অনেক ছোট। কারণ মুক্তিনাথ থেকে ঘুরে আসার পরে অন্য কোনো কিছুতেই আর মনের ভেতর থেকে সেই আবেদন বা আকর্ষন পাই না। অন্য কথায় জমসম মুক্তিনাথের স্বাদ পাওয়ার পর অন্য সবকিছু বিস্বাদ লাগে! তাই ছবিও কম ভিডিও-ও কম।

পোখারার একপাশে এই শ্বেতী (সাদা) নদী।

আমরা সেই আগের হোটেলেই (হোটেল উৎসব হিমালয়া) উঠলাম এবং লেট লাঞ্চ সারলাম।
শেষ বিকেলে গুগল ম্যাপে দেখে বিখ্যাত পোখারা লেক দেখতে বের হলাম। হোটেল থেকে ১০-১২ মিনিট লাগলো হেঁটে যেতে। কিন্তু আমরা পানির দেশের মানুষ, এসেছি পাহাড়ে; লেক দেখে কি সেই মন ভরে। তাও জায়গাটা ভাল লেগেছে। বসুন্ধরা নামক একটা পার্কের মধ্য দিয়ে হেঁটে এমন একটা ভিউ পয়েন্টে পৌঁছুলাম যেখান থেকে দুই দিকেই বেশ ভাল ভিউ পাওয়া যায়।
প্যানারমা ভিউ (Ammat View Point)

এটা পোখারা ফেওয়া লেকের Ammat view point থেকে একটা ৩৬০ ডিগ্রী ছবি। ঘুরিয়ে ফিরিয়ে দেখতে এটাকে ক্লিক করে লোড করুন প্রথমে

ভিউ পয়েন্ট থেকে দক্ষিন-পূর্ব দিক এইটা। বলা চলে মূল লেক সামন দিক হলে এটা পেছনের দিক।

বিশাল জলরাশি আর তার পেছনে সারি সারি পাহাড়, আকাশে থাক থাক মেঘ -- দৃশ্যটা দারুন বটে!

কিছুক্ষন লেকপাড়ে থেকে চলে আসলাম হোটেলের দিকে মেইন রাস্তায়। কিছু স্মৃতিময় কেনাকাটার জন্য।

আমি ফুটপাথে দাঁড়িয়ে আকাশ-বাতাস দেখি; বাকী দুইজন দোকানের ভেতরে ...

দোকানপাটগুলো দেখতে এমন
দোকানে স্থানীয় লোকজন/ ব্যবসায়ীদের সাথে গল্পে স্বল্পে বুঝতে পারলাম আমরা মুক্তিনাথ ঘুরে এসেছি শুনে আমাদের সোশাল স্ট্যাটাস বেশ উঁচু হয়ে গিয়েছে ☺ । ঐ জায়গায় যেতে পারা নাকি প্রায় স্বর্গযাত্রার সমতূল্য ওদের জন্য!
এর মধ্যে বৃষ্টির ধাওয়া খেয়ে জোর কদমে হোটেলে ফিরে ডিনার করলাম

ডিনারের পর রেস্টুরেন্টের বারান্দায় বসে বসে কিছুক্ষন বৃষ্টির শব্দ উপভোগ করলাম

২৯-জুন-২০২৩

পরদিন সকালে অন্য একটা গাড়িতে কাঠমুন্ডু যাত্রাশুরু হল। রাস্তার প্রথম অংশ খারাপ, উন্নয়ন কর্মকান্ড চলছে।

রাস্তার কনস্ট্রাকশনের সাইনবোর্ড গুলো মনে করিয়ে দিচ্ছে যে এগুলো চাইনিজ কনট্রাকটর ...

ভিডিও #৯



সবগুলো প্রকাশিত পর্বের লিংক এই পাতার একেবারে শুরুতে দেয়া আছে। (পরের পর্ব এখানে)

কোন মন্তব্য নেই: