বুধবার, ১৪ জানুয়ারী, ২০০৯

ফেডোরা ইনফিনিটি ডে-তে আমন্ত্রণ

আবার একই রকম একটা আমন্ত্রণ দিয়ে গেলাম। ব্যক্তিগত ভাবে আমি লিনাক্স ব্যবহার করলেও এ বিষয়ে তেমন বেশি দক্ষ না। তাই দলে ভারী হইলে সুবিধা হয়, কারণ সাহায্য করার মত লোকজন পাওয়া সহজ হয়। ফালতু কথা বাদ দেই .... নিমন্ত্রণ পত্রটি দেখেন: (ফ্রী সিডি/ডিভিডি এবং বুটেবল ইউ.এস.বি. অপারেটিং সিস্টেমের ব্যাপার আছে)
------------------

বাংলাদেশে ফেডোরার প্রদায়ক, আগ্রহী এবং লিনাক্স ও ওপেনসোর্সপ্রেমীদের জন্য ফেডোরা ১০ রিলিজ মোলাকাত আয়োজন করা হয়েছে।

আয়োজক: ফেডোরা বাংলাদেশ
সময়: রবিবার, জানুয়ারি ১৮, ২০০৯; ১২:০০টা - বিকাল ৫:০০টা
স্থান: প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
১১-এ, রোড-৯২, গুলশান-২, ঢাকা। (BFC / HSBC এর পাশে)
লোকেশন ম্যাপ

যোগাযোগের তথ্য
ফোন: 01613271737
ইমেইল: fedora@linux.org.bd

নিবন্ধন:
অনুষ্ঠানে যোগ দিতে এখানে রেজিস্ট্রেশন/নিবন্ধন করুন:
http://fedora.linux.org.bd

নিবন্ধনকৃত প্রথম ১০০ জন অংশগ্রহণকারীকে বিনামূল্যে ফেডোরা লাইভ সিডি/ডিভিডি দেয়া হবে।

এই অনুষ্ঠানটি আমাদের সফটওয়্যারের মতই বিনামূল্যে, অর্থাৎ নিবন্ধন/অংশগ্রহন করতে কোন ফী দিতে হবে না। সুতরাং, আপনার বন্ধু, সহকর্মী, আত্মীয় বা প্রতিবেশীকে নিয়ে ফেডোরা লিনাক্স সম্পর্কে জানতে চলে আসুন।

অনুষ্ঠানসূচী:
১. ফেডোরা ১০ ফীচার ট্যুর।
২. ফেডোরা ডেমন্সট্রেশন।
৩. লাইভ ইউ.এস.বি. তৈরী করা: এখানে একটা কম্পিউটারে আগ্রহীদের বুট/লাইভ ইউ.এস.বি. তৈরী করে দেয়া হবে। এজন্য আপনার পেন-ড্রাইভটি আনতে হবে (কমপক্ষে ১ গিগাবাইট আকারের)।
৪. ফেডোরা ১০ লাইভ সিডি/ডিভিডি বিতরণ।
৫. প্রশ্নোত্তর পর্ব।

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এসোসিয়েশনের (BLUA) সহায়তায় ফেডোরা বাংলাদেশ এই ফেডোরা ইনফিনিটি ডে'র আয়োজন করেছে। অনলাইন মিডিয়া পার্টনার: মুক্ত। সহায়তায় (লজিস্টিক্স/সাপোর্ট): আমাদের প্রযুক্তি
--
সহজ (!) লোকেশন ম্যাপ যুক্ত করলাম। A অক্ষর চিহ্নিত স্থানে একটি লাল বিন্দু বসিয়ে জায়গাটা দেখানোর চেষ্টা করা হয়েছে।

কোন মন্তব্য নেই: