প্রজন্ম ফোরামের বিজ্ঞাপন
প্রজন্ম ফোরাম
করি বাংলায় চিৎকার
অনলাইনে আড্ডা ও আলোচনার জন্য সম্পূর্ণ বাংলা ফোরাম
http://forum.projanmo.com
করি বাংলায় চিৎকার
অনলাইনে আড্ডা ও আলোচনার জন্য সম্পূর্ণ বাংলা ফোরাম
http://forum.projanmo.com
বৈশিষ্টসমূহঃ
- ইন্টারফেস বাংলায়: নির্দেশাবলী, মেনু, মেসেজ সবকিছুই বাংলায়।
- বিল্টইন বাংলা স্ক্রীপ্ট: বাংলায় লেখার জন্য দরকার নেই আলাদা কোন সফটওয়্যার।
- ইউনিজয় এবং ফোনেটিক লে-আউট সাপোর্ট (বিল্ট-ইন)
- ইউনিজয় প্রায় বিজয়ের মতই একটি ওপেনসোর্স লেআউট।
- ফোনেটিক হল ইংরেজি হরফে বাংলা লেখার লেআউট। ইংরেজি অক্ষরে বাংলা উচ্চারণ যেভাবে চ্যাট করার সময় লেখা হয়, এতেও প্রায় ওরকম করে লিখলেই ওটা বাংলায় চলে আসে। বাংলা টাইপিং-এ সম্পুর্ন অনভিজ্ঞ হলেও এটাতে অভ্যস্থ হতে আধা ঘন্টার বেশি লাগবে না কোনক্রমেই। (Ami = আমি; blo = বলো)
- টাইপিং-এর চমৎকার টিউটোরিয়াল আছে।
- বাংলা টাইপিং জানেন না? নো চিন্তা ডু ফুর্তি ... আপাতত ইংরেজিতেই লিখুন। দু-একদিনের মধ্যেই ফোরামের অভিজ্ঞ সদস্যবৃন্দ নতুনদের বাংলা টাইপিং শিখিয়ে দেবে খুশি মনেই। (আড্ডা মারার সঙ্গী বাড়লে কে না খুশি হয়!)
- ইতিমধ্যে পাঁচ-শতাধিক সদস্য, ১৫০০ এর বেশি টপিকে ১৫০০০ এর বেশি পোস্ট করেছেন।
- বৈচিত্রময় বিষয়ের ভিন্ন ভিন্ন সাব-ফোরাম। অর্থনীতি, রাজনীতি, তথ্যপ্রযুক্তি, ট্রাবলশুটিং, সাহিত্য-সংস্কৃতি, পড়াশোনা, বিনোদন, চায়ের কাপে ঝড়, হাসির বাক্স সহ ২০টির অধিক বিভাগ রয়েছে।
- সাধারণ আড্ডা থেকে সিরিয়াস আলোচনা সবই আছে বন্ধুত্বপূর্ণ পরিবেশে।
সদস্য হোন, আড্ডা দিন বাংলায় ... সবই সম্পূর্ণ ফ্রী। লগ ইন করুন
http://forum.projanmo.com
প্রজন্ম ফোরাম
করি বাংলায় চিৎকার
http://forum.projanmo.com
প্রজন্ম ফোরাম
করি বাংলায় চিৎকার
২টি মন্তব্য:
wow, great :)
wow, great
একটি মন্তব্য পোস্ট করুন