শুক্রবার, ১৯ মে, ২০২৩

সুইজারল্যান্ডের ফটো - স্মৃতির জাবর কাটা

 ২০০১ সালে একবার সুইজারল্যান্ডের য্যুরিখে গিয়েছিলাম একটা একাডেমিক প্রোগামে। এটার যাত্রার বর্ণনা একবার লিখলেও ছবিগুলো দেয়া হয়ে ওঠেনি। আরেকজনের ডিজিটাল ক্যামেরা আর আমার অ্যানালগ ক্যামেরা মিলিয়ে ছবিগুলো দিলাম এখানে:

from balcony of my room at Hotel Alpenblick, Braunwald,Switzerland

 

by Zürich lake

by Zürich lake with Prof. David Waite (of UNSW, Australia)

Zürich lake

Ball fountain by Zürich lake


ferry ride at Zürich lake

Old town at Zürich

at Zürich

water bus at Zürich

Old town at Zürich

Dr. Stephan J. Hug (EAWAG) and Dr. David Waite (UNSW, Australia)


Eating with Dr. Hug (picture contains wife of Dr. Stephan Hug)

সুইজারল্যান্ডে যাত্রাটা ছিল আমার প্রথম বিমান যাত্রা (অবশ্য কোলের বাচ্চা থাকার সময়ে এক-দুইবার বিমানে উঠেছিলাম কিন্তু ওগুলো মনেও নাই)। এই যাত্রার প্রস্তুতি, ভূমিকা ইত্যাদি নিয়ে লিখেছিলাম এখানে:

সুইজারল্যান্ডের এক কোনা ভ্রমণের বিশাল অভিজ্ঞতা: পর্ব-১ (পূর্ব কথা)

 সুইজারল্যান্ডের এক কোনা ভ্রমণের বিশাল অভিজ্ঞতা: পর্ব-২ (প্রস্তুতি)

সুইজারল্যান্ডের এক কোনা ভ্রমণের বিশাল অভিজ্ঞতা: পর্ব-৩ (যাত্রা হল শুরু)

কোন মন্তব্য নেই: