রবিবার, ২৫ নভেম্বর, ২০১২
শনিবার, ১৭ নভেম্বর, ২০১২
GIMP টিউটোরিয়াল: সহজেই স্পিনিং গ্লোব এনিমেশন বানানো
এই পোস্টে পর পর দুইটি টিউটোরিয়াল দেয়া আছে। প্রথম টিউটোরিয়ালে উইকিপিডিয়া থেকে নেয়া একটা চারকোনা ছবি দিয়ে ঘূর্ণায়মান পৃথিবী বানানো হয়েছে। পরের টিউটোরিয়ালে কোন কিছু ছাড়াই একটা টেক্সট দিয়ে এই ইফেক্ট তৈরী করা হয়েছে। টিউটোরিয়ালগুলোও এনিমেটেড। টিউটোরিয়াল দিতে অনেকগুলো ছবি আপলোড এবং ম্যানেজ করতে হয় যা ঝামেলাজনক বলে সবগুলো স্ক্রিনশট এবং ব্যাখ্যা মিলিয়ে একটি এনিমেশন বানিয়ে দেয়া হয়েছে। ফলে স্ক্রল না করেই এটা দেখতে পারবেন, কিংবা একটা ফাইল ডাউনলোড করলেই পুরা টিউটোরিয়ালটা পেয়ে যাবেন; এছাড়া অপ্টিমাইজেশন ব্যবহারের ফলে মোট ফাইলসাইজও সম্ভবত কমে যায়। টিউটোরিয়াল দেখার সময়ে একবার যদি কোন লেখা মিস করেন, ধৈর্য ধরে পরেরবারের জন্য অপেক্ষা করুন, কারণ এনিমেশনটি চলতেই থাকবে। এছাড়া এনিমেশন এবং টিউটোরিয়াল ডাউনলোড করে নিজের পিসিতে গিম্প দিয়ে খুলে ২য় টিউটোরিয়ালের ভেতরে দেখানো টেকনিকের মত মত করে Playback দিয়ে আরাম করে ধীরে সুস্থেও দেখতে পারবেন।
প্রথম এনিমেশন:
এবার এটা তৈরী করার ধাপে ধাপে টিউটোরিয়াল:
এবার পরের এনিমেশন: শুধুমাত্র টেক্সট দিয়ে (খেয়াল করুন যে আগের এনিমেশনের পৃথিবী আর এই এনিমেশনের টেক্সট পরষ্পরের বিপরীত দিকে ঘুরছে)
এবার এটা বানানোর টিউটোরিয়াল: এই টিউটোরিয়ালে টেক্সট টুল ব্যবহার করে লেখার স্টেপটা ইচ্ছাকৃত ভাবেই বাদ দেয়া হয়েছে। টেক্সট লেখার বিষয়টি যদি না জেনে থাকেন তাহলে এই বিষয়ে আমার অন্য টিউটোরিয়ালটি দেখতে পারেন।
সুতরাং এসব কাজ করতে ফটোশপ পাইরেসী করে বিবেকের কাছে নিজেকে ছোট করার দরকার নাই। উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের জন্য গিম্প ডাউনলোড করা যায়, এমনকি এটার পোর্টেবল ভার্সানও পাওয়া যায় --- সবই আইনসঙ্গত ভাবেই বিনামূল্যে। হ্যাপী গিম্পিং।
ধন্যবাদ।
পোস্ট করেছেন:
শামীম
এই সময়ে
৪:১২ AM
0
টি মন্তব্য
বিষয়ভিত্তিক ব্লগ: টিউটোরিয়াল, GIMP
বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১২
ছবি পোস্ট: কাওরান বাজার আন্ডারপাস আর বাসা
আজ বউয়ের ক্যামেরা চুরি করেছিলাম। হুঁ ভাই, না বলে নেয়া হলে সেটা চুরিই। আফটার অল এই ক্যামেরা তিনি আমাকে
দিতেই চান না। আজকে আমি যখন বের হই, উনি তখন ঘুমাচ্ছিলেন। সুড়ুৎ করে ড্রয়ার
করে ক্যামেরা পকেটে নিয়ে ফুড়ুৎ করে বের হয়ে গেলাম। ফেরার সময় ভাবলাম আকামে
কিছু ছবি তুলি ...
১। ঈদের বেশ কিছুদিন আগেই কাওরান বাজারের আন্ডারপাসটার সৌন্দর্যবর্ধন করা হয়েছে। তা আজ কোনোরকমে একটা স্ন্যাপ নেয়ার চেষ্টা করলাম:
২। এর দুইপাশের প্রবেশপথে অনেক প্লাস্টিক বা কাগজের প্রজাপতি লাগিয়েছে, যা হঠাৎ দেখলে দারুন লাগে
৩। সাথে সিসিটিভি ক্যামেরাও আছে। এগুলা দিয়ে কে কী দেখে? কোত্থেকে দেখে? কিংবা আদৌ দেখে কি না? সেটা অবশ্য জানা গেল না ...
৪। ফাও শট
৫।
আন্ডারপাস থেকে বাসা ৪ মিনিটের হাঁটা পথ (ভাড়া থাকি)। তো গেটে গিয়ে ভাবলাম
একটা ছবি নেই, গুগল ম্যাপে (প্যানারোমিয়া) দিব। প্যানারোমিয়াতে আশা করি সব ঠিকঠাকমত দিয়েছি, তাও এখনও এটা দেখতে পাইলাম না।
৬।
বাসার বারান্দাগুলোয় আছে প্রিয় গাছগুলো। প্রতিদিন সকালে নিজে খাওয়ার আগে,
এমনকি মাঝে মাঝে বাচ্চারে খাওয়ানোর আগে এদের পানি দেই। ছবিটা কয়েকদিন আগে
নেয়া অবশ্য।
৭। বাইরে থেকে বারান্দার গাছগুলো বেশ ভালই দেখায় - নিজেকে ধনী মনে হয় তখন ... ...
পোস্ট করেছেন:
শামীম
এই সময়ে
১:০৫ AM
0
টি মন্তব্য
বিষয়ভিত্তিক ব্লগ: আগডুম বাগডুম