সোমবার, ২৯ অক্টোবর, ২০১২

GIMP টিউটোরিয়াল: ছবিতে লেখা যোগ করা

প্রিন্টের জন্য কিংবা অনলাইনে প্রকাশের জন্য, কিংবা ছবি দিয়ে কোলাজ বানাতে অনেক সময় ছবিতে লেখা, লোগো ইত্যাদি যোগ করার দরকার হয়। এই কাজটা ফ্রী ও ওপেনসোর্স সফটওয়্যার গিম্প দিয়ে খুব সহজেই করা যায়। এটা একেবারে সহজ এবং বেসিক জিনিষ। কিন্তু শুরুতে কারো কারো এটার জন্যও সাহায্য দরকার হয়। কথা না বাড়িয়ে নিচের gif এনিমেশন আকারে টিউটোরিয়ালটা দেখি।

GIMP টিউটোরিয়াল - ছবিতে লেখা যোগ করা
যদি এনিমেশনটি বেশি ফাস্ট মনে হয় তাহলে ডাউনলোড করে গিম্প দিয়ে খুলুন। তারপর মেনু থেকে: Filters --> Animation --> Playback ...  দিয়ে নিজের আরামমত আগুপিছু করে করে দেখুন।

এই টিউটোরিয়ালটা একজন শ্রদ্ধেয় বড় ভাইকে সাহায্যার্থে বানানো হয়েছিলো। উনি বললেন যে সবই ঠিক আছে, কিন্তু ওনার গিম্পে ডানদিকের প্যানেলটা দেখা যাচ্ছিলো না। তাই অনুমানে আরও দুইটা সাহায্যকারী ছবি তৈরী করে দিলাম। দেখুন এটাও কার কাজে লাগতে পারে:
যদি কখনো ডানদিকের প্যানেলটা হারিয়ে যায় তাহলে করণীয়:
মেনু থেকে: Windows --> Recently Closed Docks --> Layers, Channels, Paths, Undo - Brus...

আর, ডানদিকের প্যানেলটায় কিন্তু অনেকগুলো ট্যাব আছে। সুতরাং আমার টিউটোরিয়ালের মত না দেখিয়ে অন্যরকম দেখালে ঘাবড়ানোর কিছু নাই, -- নিচেরটা এনিমেশনটা দেখেন:
 হ্যাপী গিম্পিং।

পূর্বপ্রকাশ: প্রজন্ম ফোরাম

কোন মন্তব্য নেই: