শনিবার, ১ ডিসেম্বর, ২০০৭

চুরির কবলে!

গত ১২ই নভেম্বরে আর সবদিনের মতই অফিসে (প্রেসিডেন্সি ইউনিভার্সিটি) আসলাম। নাহ্... আর সবদিনের মত বললে ভুল হবে। এই দিনে আমি আমার পিঠে ঝুলানো ব্যাগের ভেতরে ভরে এনেছিলাম অনেক কিছু। কলিগের জন্য নিয়ে এসেছিলাম লিনাক্সের সমস্ত সিডিগুলো। সাথে ল্যাপটপ, পোর্টেবল হার্ডডিস্ক ইত্যাদি। কিন্তু অফিসের ভেতর থেকেই আমার ব্যাগটা চুরি হয়ে গেল। চুরি যাওয়া ব্যাগের ভেতরে ছিল আমার সমস্ত সিডির কালেকশন (লিনাক্সের অনেকগুলি ডিস্ট্রো-সিডি, ডিভিডি রিপজিটরি, গান, সফটওয়্যারের সিডি, লাইসেন্সেড মাইক্রোসফট অফিসের মূল সিডি দুইটা), পোর্টেবল হার্ডডিস্ক (১২০ গিগা, সমস্ত ডেটা/ডিস্ট্রোর ব্যাকআপ), দুটো ইউ.এস.বি. ফ্লাশ ড্রাইভ, একটা মোবাইল সিম, ডেটা কর্ড দুইটি, নোকিয়া ফোনের হেডসেট, কিছু জরুরী কাগজপত্র ইত্যাদি।

এখানকার অফিসে সবকিছু খোলাই থাকে (থাকতো)। ইতিপূর্বে কখনই কেউ চুরির শিকার হয়নি। আমিই উদ্বোধন করলাম। মনটা বড়ই খারাপ। এইখানেও হয়ত ইয়াবাখোর রয়েছে ... তা নাহলে আর চুরি কেন!

কোন মন্তব্য নেই: