শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮

পদ্মা পারাপারের ভ্রমণ

হঠাৎ করে জাজিরা ক্যান্টনমেন্টের ইঞ্জিনিয়ারিং কোরের একটা কাজ করে দেয়ার জন্য ডাক্ট ইঞ্জিনিয়ারিং মিটিং করার ডাক পেল। সাথে করে আমাকেও নিয়ে গেল। সেই সাত সকালে মানে সকাল ৭টায় বাসা থেকে বের হয়ে ৯টার আগেই মাওয়া ঘাটে পৌঁছে গেলাম। ১১টায় মিটিং - সময় ঠিক রাখার ব্যাপারে খুব করে বলেছে। তাই নাস্তা টাস্তা না করেই একটা স্পিডবোট ভাড়া করে ওপারে। সময়ের প্রায় ১ঘন্টা আগেই জায়গামত পৌঁছুলাম।

ওখানে অবশ্য চমৎকার নাস্তা করিয়েছিল। আসার সময়ে, একটু অপেক্ষা করিয়ে ওনাদের চমৎকার বোটে আমাদের এপারে পার করে দিয়েছিল। ইঞ্জিনিয়ার আরিফ ভাইয়ের গাড়িটা ব্যবহার হয়েছিল সেদিন। বহুদিন পর পদ্মা সেতুর কাজ কাছাকাছি থেকে স্বচক্ষে দেখার সুযোগ পেলাম। এসব নিয়েই এই ভ্লগ।


কোন মন্তব্য নেই: