মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০০৯

কম্পিউটার গেম: সিমসিটির লিনাক্স ভার্সান

অত্যন্ত প্রিয় একটা গেম ছিল SimCity। লিনাক্সে একটা আছে নাম LinCity। বছর দেড়েক আগে আমার বাসার সেলেরন ডেস্কটপ/হার্ডিতে খেলেছিলাম। তখন তেমন একটা ভালো লাগেনি ... কারণ কিছুদুর পর আর ডেভেলপমেন্টের রাস্তা খুঁজে পেতাম না ... সেতু বানানো যেতো না .. ইত্যাদি (মূল সিমসিটি খেললে এটা একটু পানসে লাগবেই)।

আজ এই পোস্ট দেখে ভাবলাম সিমসিটির বিকল্প কিছু নাই নাকি ... .... তারপর লিনসিটির পেইজে গিয়ে দেখি নতুন ভার্সানটার স্ক্রিনশট। এটাতো জোস্ মনে হচ্ছে .. ... কিন্তু ডাউনলোড করে খেলার সময় কি আদৌ পাবো   :-(  

এই গেমটা সাইনাপ্টিক থেকেই ইনস্টল করা যায়। :)
উইন্ডোজের জন্যও ডাউনলোড করা যায়।



এছাড়া সিমসিটির কোডকে মূল কোম্পানি OLPC (ওয়ান ল্যাপটপ পার চাইল্ড) প্রোজেক্টের জন্য ওপেনসোর্স করে দিয়েছিলো। নতুন এই ওপেনসোর্স গেমটার নাম হলো মাইক্রোপলিস। এটা খুব তাড়াতাড়িই জোস্ হয়ে উঠবে মনে হচ্ছে ... ... খেলতে মন চায় কিন্তু সময় পাই না  :-(  :-(
ডাউনলোড পেজ

সিমসিটি ৩০০০ আনলিমিটেড ভার্সানটা লিনাক্সের জন্যও ছেড়েছে বলে দেখলাম ওদের ওয়েবপেজে। ৫০ ডলারের মত দাম পড়বে। এইটা চাইলেও কি দেশ থেকে কেনার কোনো উপায় আছে?





(আমাদের প্রযুক্তি ফোরামে প্রকাশিত)

কোন মন্তব্য নেই: