শনিবার, ২২ মার্চ, ২০০৮

বাসায় আই.পি.এস. নেয়া হল

বউয়ের মাস্টার্স প্রথম সেমিস্টারের পরীক্ষা চলছে। এর মধ্যে শুরু হয়েছে লোড শেডিং~X(। আই.পি.এস নিব নিব করে নেয়া হচ্ছিল না অলসতার জন্য। শেষ পর্যন্ত গত পরশু (বৃহস্পতিবার) ফোন করলাম পরিচিত সেই ছেলেটিকে। গতকাল (শুক্রবার) সকালে এসে আই.পি.এস. স্থাপন করে গেল। এর পর আর বিদ্যূতের লোড শেডিং হয়নি .... কাজেই আই.পি.এস. এর সুবিধাটুকুও ভোগ করতে পারিনি।

আই.পি.এস.গুলো পূর্ণ ক্ষমতায় দুই ঘন্টা বিদ্যূৎ সরবরাহ করতে পারে বলে দাবী করে। এক বছরের বিক্রয়োত্তর সেবা (ওয়ারেন্টি) দেয়। বর্তমানে বাজারে রহিম আফরোজের আই.পি.এস.-এর প্রচার ও সুনাম সর্বাধিক। তবে দামের দিক দিয়ে কিছু ক্ষেত্রে লুকাস ব্যাটারীর দাম কিছু ক্ষেত্রে রহিম আফরোজ ব্যাটারীর চেয়ে বেশি।

গত বছর আই.পি.এস. এর দাম আরো ৩/৪ হাজার টাকা করে কম ছিল। এবার ব্যাটারীর দাম বেড়ে গেছে। রহিম আফরোজের আই.পি.এস.-এর দরের চেয়ে ২/৩ হাজার টাকা কম দামে ঐ ছেলেটির সংস্থা আই.পি.এস. স্থাপন করে। গ্রাহকের পছন্দ মত রহিম আফরোজ, লুকাস বা হ্যামকো ব্যাটারী লাগিয়ে দেয়।

এবার ঐ ছেলেটির সরবরাহকৃত আই.পি.এস.-এর মূল্যতালিকা জানিয়ে দেই ... কারো উপকারে লাগতে পারে।

ক্ষমতা ---- দাম
৪০০ ভি.এ. ---- ১৬,৫০০ টাকা।
৬০০ ভি.এ. ---- ২২,০০০ টাকা।
৮০০ ভি.এ. ---- ২৮,০০০ টাকা।
১০০০ ভি.এ. ---- ৩৪,০০০ টাকা।
১৫০০ ভি.এ. ---- ৪০,০০০ টাকা। (লুকাস ব্যাটারী হলে ৪২,০০০ টাকা)
২০০০ ভি.এ. ---- ৬০, ০০০ টাকা। (লুকাস ব্যাটারী হলে ৬২,০০০ টাকা)

(ছেলেটার সাথে যোগাযোগ করতে চাইলে, ফোন করুন: আমিনুল ইসলাম 01554 318 026)

কোন মন্তব্য নেই: