শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০০৭

নির্ভরযোগ্য তথ্য সূত্র!

বাড়ীর দরজা জানালা ঠিক করাতে হবে; গৃহকর্তা কাঠের খোঁজে আছেন। এমন সময় কাজের লোক খবর নিয়ে এল ---

কাঁয় বা কৈছিল্, কার বা বাড়িত্, কয়খান বা, কিসেরো বা তক্তা আছে ... ...

--- বুঝুন ঠেলা!


_____________________________________________________________
কমেন্ট:
====================================================
মাহবুব সুমন বলেছেন :
২০০৭-০১-১৯ ১৫:৫২:২২

কেনে বাউ ?
====================================================
ভাসমান বলেছেন :
২০০৭-০১-১৯ ১৬:২৮:২৩

হু
====================================================
তাহসিন সাঈদা মুন বলেছেন :
২০০৭-০৪-০২ ১২:২৭:৪৪

(হাসি)
====================================================
অতিথি বলেছেন :
২০০৭-০৪-০২ ১২:৩০:০২

তিনতলায় আমি বসি। বিলডিংটা ছয়তলা। তারউপরে সিড়ি ঘর আছে। সিড়ি ঘরের উপরে একটা মোবাইলের টাওয়ারও আছে। সেইখানে গিয়া দেখলাম বেশ দূরে কিছু মেঘ দেখা যাইতেছে। আপনার পোস্টটা সেই মেঘের উপর দিয়া উইড়া গেল! ধরতে পারলাম না।
====================================================
অতিথি বলেছেন :
২০০৭-০৪-০৭ ০৩:১৪:০১

@কৌশিক: (অবাক)



বাংলা তরজমা দিলাম:

কে যেন বলেছিল... কার বাড়িতে যেন .... কয়টা জানি .... কিসের জানি (কোন গাছের কাঠ) ..... তক্তা (সাইজ করা কাটা কাঠের টুকরা) আছে!!!



- তথ্যপ্রদানকারী শুধু জানেন কাঠ পাওয়া যাবে ... তবে....

১. তথ্য কার কাছে পেয়েছে তা ভুলে গেছে

২. কোথায় কাঠ আছে তা ও জানেনা

৩. কি পরিমানে পাওয়া যাবে তা ও জানেনা

৪. কোন প্রজাতির কাঠ (সেগুন নাকি কাঠাল...) তা ও অজানা
====================================================
ফরিদ বলেছেন :
২০০৭-০৪-০৭ ০৪:২৩:২৮

কঠিন!
====================================================

কোন মন্তব্য নেই: